ETV Bharat / briefs

রাতে ব্যবসায়ীদের বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ, বাজার বন্ধ করে প্রতিবাদ - protest

দুর্গাপুরে বেনাচিতি মাছ বাজার বন্ধের সিদ্ধান্ত ব্যবসায়ীদের। পুলিশের "অত্যাচার"-এর প্রতিবাদে মাছ বাজার বন্ধের সিদ্ধান্ত নেয় মাছ ব্যবসায়ীরা।

বন্ধ বাজার
author img

By

Published : Jun 5, 2019, 2:49 PM IST

Updated : Jun 5, 2019, 3:31 PM IST

দুর্গাপুর, 5 জুন: দুর্গাপুরের বেনাচিতি মাছবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ব্যবসায়ীরা। 3 জুন নিউটাউনশিপ থানার পুলিশ একটি মাছ বোঝাই ট্রাক আটক করে । ট্রাকটিকে ধাওয়া করে দুর্গাপুর থানা এলাকার বেনাচিতি বাজারে আসে পুলিশ। অভিযোগ, ট্রাকের চালকের কাছ থেকে পুলিশ টাকা চায়। টাকা দিতে অস্বীকার করলে পুলিশ ট্রাকের চালককে বেধড়ক মারধর করে । এর জেরে উত্তেজিত হয়ে পড়েন উপস্থিত অন্যান্য গাড়ি চালকরা এবং ব্যবসায়ীরা। তাঁরা একজন পুলিশ কর্মী, দু'জন সিভিক ভলান্টিয়ার এবং পুলিশের গাড়ির চালককে মারধর করে বলে অভিযোগ। পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে বেনাচিতি মাছ বাজার আজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ব্যবসায়ীরা।

মাছ ব্যবসায়ীদের অভিযোগ, পুলিশের তোলাবাজির প্রতিবাদ করলে 3 জুন রাতে ব্যবসায়ীদের বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালায় দুর্গাপুর থানার পুলিশ । দুর্গাপুর চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে গতকাল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DCP (পূর্ব) অভিষেক মোদির কাছে আবেদন জানানো হয়। আবেদনপত্রে মাছ ব্যবসায়ীদের বাড়িতে অভিযান না চালানোর জন্য বলা হয়। ব্যবসায়ীদের অনর্থক হয়রানি ও গ্রেপ্তার না করার আবেদনও করা হয় । কিন্তু DCP (পূর্ব) জানান, পুলিশকে প্রকাশ্যে যারা মারধর করেছে তাদের ছবি রয়েছে। তাদের গ্রেপ্তার করা হবে । এরপরেই আজ দুর্গাপুরের বেনাচিতি মাছ বাজার বন্ধের সিদ্ধান্ত নেন ব্যবসায়ীরা।

ভিডিয়োয় শুনুন ব্যবসায়ী প্রকাশ শ্রীবাস্তবের বক্তব্য

আজ বাজার বন্ধের জন্য বহু ক্রেতা বাজারে এসে নিরাশ হয়ে ফিরে যান। এছাড়া আজ ঈদ। এর ফলে ক্রেতাদের সমস্যা আরও বাড়ে । মাছ ব্যবসায়ীদের দাবি, তাঁদের বাড়িতে পুলিশের অভিযান চালানো বন্ধ করতে হবে পুলিশকে । যতক্ষণ তা না বন্ধ করবে পুলিশ ততদিন মাছবাজার বন্ধ থাকবে। আগামীকাল থেকে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার মাছের সব পাইকারি বাজার বন্ধ রাখা হবে বলে জানান ব্যবসায়ীরা।

এদিকে, 3 জুন যে ট্রাক চালককে পুলিশ মারধর করেছিল, সে মারা গিয়েছে বলে গুজব রটেছে । যদিও ওই চালক সুস্থ রয়েছেন ।

দুর্গাপুর, 5 জুন: দুর্গাপুরের বেনাচিতি মাছবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ব্যবসায়ীরা। 3 জুন নিউটাউনশিপ থানার পুলিশ একটি মাছ বোঝাই ট্রাক আটক করে । ট্রাকটিকে ধাওয়া করে দুর্গাপুর থানা এলাকার বেনাচিতি বাজারে আসে পুলিশ। অভিযোগ, ট্রাকের চালকের কাছ থেকে পুলিশ টাকা চায়। টাকা দিতে অস্বীকার করলে পুলিশ ট্রাকের চালককে বেধড়ক মারধর করে । এর জেরে উত্তেজিত হয়ে পড়েন উপস্থিত অন্যান্য গাড়ি চালকরা এবং ব্যবসায়ীরা। তাঁরা একজন পুলিশ কর্মী, দু'জন সিভিক ভলান্টিয়ার এবং পুলিশের গাড়ির চালককে মারধর করে বলে অভিযোগ। পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে বেনাচিতি মাছ বাজার আজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ব্যবসায়ীরা।

মাছ ব্যবসায়ীদের অভিযোগ, পুলিশের তোলাবাজির প্রতিবাদ করলে 3 জুন রাতে ব্যবসায়ীদের বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালায় দুর্গাপুর থানার পুলিশ । দুর্গাপুর চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে গতকাল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DCP (পূর্ব) অভিষেক মোদির কাছে আবেদন জানানো হয়। আবেদনপত্রে মাছ ব্যবসায়ীদের বাড়িতে অভিযান না চালানোর জন্য বলা হয়। ব্যবসায়ীদের অনর্থক হয়রানি ও গ্রেপ্তার না করার আবেদনও করা হয় । কিন্তু DCP (পূর্ব) জানান, পুলিশকে প্রকাশ্যে যারা মারধর করেছে তাদের ছবি রয়েছে। তাদের গ্রেপ্তার করা হবে । এরপরেই আজ দুর্গাপুরের বেনাচিতি মাছ বাজার বন্ধের সিদ্ধান্ত নেন ব্যবসায়ীরা।

ভিডিয়োয় শুনুন ব্যবসায়ী প্রকাশ শ্রীবাস্তবের বক্তব্য

আজ বাজার বন্ধের জন্য বহু ক্রেতা বাজারে এসে নিরাশ হয়ে ফিরে যান। এছাড়া আজ ঈদ। এর ফলে ক্রেতাদের সমস্যা আরও বাড়ে । মাছ ব্যবসায়ীদের দাবি, তাঁদের বাড়িতে পুলিশের অভিযান চালানো বন্ধ করতে হবে পুলিশকে । যতক্ষণ তা না বন্ধ করবে পুলিশ ততদিন মাছবাজার বন্ধ থাকবে। আগামীকাল থেকে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার মাছের সব পাইকারি বাজার বন্ধ রাখা হবে বলে জানান ব্যবসায়ীরা।

এদিকে, 3 জুন যে ট্রাক চালককে পুলিশ মারধর করেছিল, সে মারা গিয়েছে বলে গুজব রটেছে । যদিও ওই চালক সুস্থ রয়েছেন ।

Intro:গত তিন তারিখে দুর্গাপুরে নিউ টাউনশিপ থানার পুলিশের একটি গাড়ি মাছবোঝাই একটি গাড়িকে ধাওয়া করে দুর্গাপুর থানা এলাকার বেনাচিতি বাজারে আসে। অভিযোগ পুলিশের ওই গাড়িটি 2 নম্বর জাতীয় সড়কের ডিভিসি মোড়ে মাছ বোঝাই ওই গাড়িটির কাছে টাকা চেয়েছিল। গাড়ির চালক তা না দিয়ে পুলিশের সামনে দিয়ে জোরে গাড়ি চালিয়ে চলে আসে এর পরে সেই গাড়িটিকে ধাওয়া করে পুলিশ এসে বেনাচিতি বাজারে থামিয়ে প্রকাশ্যে মাছের গাড়ির চালককে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে। সেই সময় উপস্থিত অন্যান্য গাড়ি চালকরা এবং ব্যবসায়ীরা উত্তেজিত হয়ে একজন পুলিশ কর্মী দুজন সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশের গাড়ির চালককে মারধর করে বলে অভিযোগ। এই ঘটনার পর থেকেই দুর্গাপুর থানার পুলিশ বেনাচিতি মাছ বাজারের ব্যবসায়ীদের বাড়িতে পুলিশকে মারধর করার অভিযোগ অভিযান চালায়। বহু ব্যবসায়ী বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে বলে অভিযোগ। দুর্গাপুর চেম্বার অফ কমার্স এর পক্ষ থেকে গতকাল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর ডিসিপি(পূর্ব) অভিষেক মোদির কাছে একটি আবেদন জানান। যাতে করে বেনাচিতি বাজারের মাছ ব্যবসায়ীদের কারো বাড়িতে পুলিশি অভিযান না চলে এবং এই ঘটনার সাথে জড়িত কাউকেই যেন গ্রেফতার না করা হয়। কিন্তু ব্যবসায়ীদের ডিসিপি(পুর্ব) স্পষ্ট জানিয়ে দেন পুলিশকে প্রকাশ্যে যারা মারধর করেছে তাদের ছবি আমরা পেয়েছি। তাদেরকে গ্রেপ্তার আমরা করবই। তারপরেই বুধবার দুর্গাপুরের বেনাচিতি মাছ বাজার বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেন ব্যবসায়ীরা। বুধবার সকাল থেকেই অন্যান্য দিনের মতোই মাছ বাজারে বহু খরিদ্দার মাছ কিনতে এসে নিরাশ হয়ে ফিরে যান। বুধবার পবিত্র ঈদ সেই উপলক্ষে ছুটির বাজারে বহু খাদ্য রসিক বাঙালি বাজারে এসে মাছ না পেয়ে খালি হাতে ফিরে গেলেন। মাছ ব্যবসায়ীদের দাবি যতক্ষণ না পর্যন্ত পুলিশ আমাদের বাড়িতে অভিযান চালানোর বন্ধনা করছে আমাদের এই মাছ বাজার বন্ধ থাকবে। এই মাছ বাজারের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে বহু মানুষের রুটি-রুজি জড়িত। তারা সকলেই একজোট হয়ে এই মাছ বাজার ধর্মঘটে সামিল। এখন দেখার এই বাজার বন্ধের কারণে পুলিশের পরবর্তী পদক্ষেপ কী হয়।অন্যদিকে আগামীকাল কাল থেকে দুর্গাপুর মহকুমার সমস্ত মাছ বাজার ছাড়াও পুর্ব ও পশ্চিম বর্ধমান জেলার সমস্ত মাছের পাইকারি বাজার বন্ধ থাকার কথা জানালেন ব্যাবসায়ীরা।।Body:KpiConclusion:Kpi
Last Updated : Jun 5, 2019, 3:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.