দুর্গাপুর, 5 জুন: দুর্গাপুরের বেনাচিতি মাছবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ব্যবসায়ীরা। 3 জুন নিউটাউনশিপ থানার পুলিশ একটি মাছ বোঝাই ট্রাক আটক করে । ট্রাকটিকে ধাওয়া করে দুর্গাপুর থানা এলাকার বেনাচিতি বাজারে আসে পুলিশ। অভিযোগ, ট্রাকের চালকের কাছ থেকে পুলিশ টাকা চায়। টাকা দিতে অস্বীকার করলে পুলিশ ট্রাকের চালককে বেধড়ক মারধর করে । এর জেরে উত্তেজিত হয়ে পড়েন উপস্থিত অন্যান্য গাড়ি চালকরা এবং ব্যবসায়ীরা। তাঁরা একজন পুলিশ কর্মী, দু'জন সিভিক ভলান্টিয়ার এবং পুলিশের গাড়ির চালককে মারধর করে বলে অভিযোগ। পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে বেনাচিতি মাছ বাজার আজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ব্যবসায়ীরা।
মাছ ব্যবসায়ীদের অভিযোগ, পুলিশের তোলাবাজির প্রতিবাদ করলে 3 জুন রাতে ব্যবসায়ীদের বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালায় দুর্গাপুর থানার পুলিশ । দুর্গাপুর চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে গতকাল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DCP (পূর্ব) অভিষেক মোদির কাছে আবেদন জানানো হয়। আবেদনপত্রে মাছ ব্যবসায়ীদের বাড়িতে অভিযান না চালানোর জন্য বলা হয়। ব্যবসায়ীদের অনর্থক হয়রানি ও গ্রেপ্তার না করার আবেদনও করা হয় । কিন্তু DCP (পূর্ব) জানান, পুলিশকে প্রকাশ্যে যারা মারধর করেছে তাদের ছবি রয়েছে। তাদের গ্রেপ্তার করা হবে । এরপরেই আজ দুর্গাপুরের বেনাচিতি মাছ বাজার বন্ধের সিদ্ধান্ত নেন ব্যবসায়ীরা।
আজ বাজার বন্ধের জন্য বহু ক্রেতা বাজারে এসে নিরাশ হয়ে ফিরে যান। এছাড়া আজ ঈদ। এর ফলে ক্রেতাদের সমস্যা আরও বাড়ে । মাছ ব্যবসায়ীদের দাবি, তাঁদের বাড়িতে পুলিশের অভিযান চালানো বন্ধ করতে হবে পুলিশকে । যতক্ষণ তা না বন্ধ করবে পুলিশ ততদিন মাছবাজার বন্ধ থাকবে। আগামীকাল থেকে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার মাছের সব পাইকারি বাজার বন্ধ রাখা হবে বলে জানান ব্যবসায়ীরা।
এদিকে, 3 জুন যে ট্রাক চালককে পুলিশ মারধর করেছিল, সে মারা গিয়েছে বলে গুজব রটেছে । যদিও ওই চালক সুস্থ রয়েছেন ।