ETV Bharat / briefs

'জয়শ্রীরাম'- এর জের, মমতার যাত্রাপথে জমায়েত রুখতে তৎপর নবান্ন - Fearing breach in Mamata Banerjee security, Nabanna asks to take measures

মুখ্যমন্ত্রীর যাওয়ার পথে আগে থেকে নজরদারি চালানো হবে ।

মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jun 3, 2019, 5:59 PM IST

কলকাতা, 3 জুন : জয়শ্রীরাম স্লোগান শুনে একাধিকবার মেজাজ হারিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যাত্রাপথে গাড়ি থেকে নেমে গেছেন । তার জেরে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে । এই আশঙ্কায় মুখ্যমন্ত্রীর যাত্রাপথে অবাঞ্চিত জমায়েত রুখতে পুলিশকে বিশেষ নির্দেশ দিল নবান্ন । এবার থেকে মুখ্যমন্ত্রীর যাত্রাপথের উপর অনেক আগে থেকে নজরদারি চালানো হবে ।

লোকসভা ভোট চলাকালীন প্রচারের যাওয়ায় সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে জয়শ্রীরাম স্লোগান দেয় কয়েকজন যুবক । সেজন্য তাদের গ্রেপ্তার করা হয় । ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে জগদ্দলে । গাড়ি থেকে নেমে মমতা বলেন, "কার বুকে পাটা আছে সামনে আয় । এসে বল । সাহস কত, মাথায় ফেট্টি বেঁধে আমাকে গালাগাল করছে ।" সেইসঙ্গে উক্ত ব্যক্তিদের "চামড়া গুটিয়ে দেওয়ার" হুমকিও দেন তিনি । যদিও মুখ্যমন্ত্রী গাড়িতে উঠতেই ফের একবার "জয়শ্রীরাম" ধ্বনি শোনা যায় । ওঠে মোদি-মোদি স্লোগানও । তা নিয়ে রীতিমতো সোশাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি । যত তিনি রেগে যাচ্ছেন, তত তাঁর সামনে জয়শ্রীরাম স্লোগানের মাত্রা বাড়ছে । কিন্তু, এভাবে আচমকা গাড়ি থেকে নেমে যাওয়ায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে বলে মত তাঁর দায়িত্বে থাকা আধিকারিকদের । উদ্বেগে প্রকাশ করেছেন রাজ‍্য প্রশাসনের কর্তা-ব‍্যক্তিরাও । তাই এবার মুখ্যমন্ত্রীর যাত্রাপথকে ঘিরে বিশেষ সতর্কতা নেওয়ার নির্দেশ দিল নবান্ন ।

মুখ্যমন্ত্রীর যাত্রাপথে অবাঞ্চিত জমায়েত যাতে না হয় সেজন্য পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । মুখ্যমন্ত্রী যে পথ দিয়ে যাবেন, সেই পথে আগে থেকে নজরদারি চালাবে পুলিশ ।

কলকাতা, 3 জুন : জয়শ্রীরাম স্লোগান শুনে একাধিকবার মেজাজ হারিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যাত্রাপথে গাড়ি থেকে নেমে গেছেন । তার জেরে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে । এই আশঙ্কায় মুখ্যমন্ত্রীর যাত্রাপথে অবাঞ্চিত জমায়েত রুখতে পুলিশকে বিশেষ নির্দেশ দিল নবান্ন । এবার থেকে মুখ্যমন্ত্রীর যাত্রাপথের উপর অনেক আগে থেকে নজরদারি চালানো হবে ।

লোকসভা ভোট চলাকালীন প্রচারের যাওয়ায় সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে জয়শ্রীরাম স্লোগান দেয় কয়েকজন যুবক । সেজন্য তাদের গ্রেপ্তার করা হয় । ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে জগদ্দলে । গাড়ি থেকে নেমে মমতা বলেন, "কার বুকে পাটা আছে সামনে আয় । এসে বল । সাহস কত, মাথায় ফেট্টি বেঁধে আমাকে গালাগাল করছে ।" সেইসঙ্গে উক্ত ব্যক্তিদের "চামড়া গুটিয়ে দেওয়ার" হুমকিও দেন তিনি । যদিও মুখ্যমন্ত্রী গাড়িতে উঠতেই ফের একবার "জয়শ্রীরাম" ধ্বনি শোনা যায় । ওঠে মোদি-মোদি স্লোগানও । তা নিয়ে রীতিমতো সোশাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি । যত তিনি রেগে যাচ্ছেন, তত তাঁর সামনে জয়শ্রীরাম স্লোগানের মাত্রা বাড়ছে । কিন্তু, এভাবে আচমকা গাড়ি থেকে নেমে যাওয়ায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে বলে মত তাঁর দায়িত্বে থাকা আধিকারিকদের । উদ্বেগে প্রকাশ করেছেন রাজ‍্য প্রশাসনের কর্তা-ব‍্যক্তিরাও । তাই এবার মুখ্যমন্ত্রীর যাত্রাপথকে ঘিরে বিশেষ সতর্কতা নেওয়ার নির্দেশ দিল নবান্ন ।

মুখ্যমন্ত্রীর যাত্রাপথে অবাঞ্চিত জমায়েত যাতে না হয় সেজন্য পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । মুখ্যমন্ত্রী যে পথ দিয়ে যাবেন, সেই পথে আগে থেকে নজরদারি চালাবে পুলিশ ।

Intro:কলকাতা, ৩ মে: .মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যাত্রা পথে অবান্ছিত মানুষের জমায়েত এবং স্লোগান দেওয়াকে কেন্দ্র করে রীতিমতো উদ্বিগ্ন রাজ‍্য প্রশাসন। সূত্রের খবর, এবারে মমতার যাত্রা পথে অবান্ছিত মানুষের জমায়েত রুখতে পুলিশকে বিশেষ নির্দেশ দিল নবান্ন। জানা গেছে, মুখ‍্যমন্ত্রীর যাওয়া এবং আসার কয়েক ঘণ্টা আগে থেকেই সেই যাত্রা পথে নজরদারি চালাবে পুলিশ। নেবে কঠোর ব‍্যবস্থাও ।


Body:গত বৃহস্পতিবার দলের ঘর ছাড়াদের ঘরে ফেরানোর উদ্যোগ নিতে নৈহাটিতে সভা করতে যান মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। সে সময় তার যাওয়ার রাস্তার দুধারে বড় জমায়েত করে জয় শ্রীরাম ধ্বনি তোলে বিজেপির কর্মী-সমর্থকরা । ঘটনাকে কেন্দ্র করে মেজাজ হারান তৃণমূল নেত্রী ‌। হতচকিত হয়ে পড়ে গাড়ি থেকে নেমে বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি ‌। যদিও এই একই রকম ঘটনা আগেও হয়েছে তৃণমূল নেত্রীর সঙ্গে‌ । জানা গেছে, বার বার এমনটা ঘটায় মুখ‍্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকেরা বেশ চাপে রয়েছেন । উদ্বেগের মধ্যে রয়েছেন রাজ‍্য প্রশাসনের কর্তা-ব‍্যক্তিরাও । নিরাপত্তার কথা মাথায় রেখে মমতার যাত্রা পথে অবান্ছিত জমায়েত রুখতে পুলিশকে নির্দেশ দিল নবান্ন ।


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.