ETV Bharat / briefs

কৃষকদের অন্ধকারে রেখে জমি অধিগ্রহণ ? গজলডোবায় গোলমাল - Mamata Bnerjee

গাজলডোবায় জমি থেকে খুঁটি উপড়ে চাষাবাদের সিদ্ধান্ত নিয়েছিল কৃষকরা । সেই মতো খুঁটি উপড়ানোর চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয় । এরপরই পুলিশের সঙ্গে কৃষকদের বচসা শুরু হয় ।

কৃষকদের অন্ধকারে রেখে জমি অধিগ্রহণ ? গজলডোবায় গোলমাল
author img

By

Published : Jun 4, 2019, 1:05 PM IST

Updated : Jun 4, 2019, 9:38 PM IST

জলপাইগুড়ি, 4 জুন : গজলডোবায় কয়েক একর জমিতে পর্যটকদের জন্য হেলিপ্যাড তৈরির কাজ করছে প্রশাসন । জমিটিকে ঘিরে ফেলা হয়েছে । কিন্তু অভিযোগ, এই কাজের কথা প্রশাসনের তরফে কৃষকদের জানানো হয়নি । যে খুঁটিগুলি দিয়ে জমিটিকে ঘেরা হয়েছে সেগুলি আজ উপড়ে ফেলার চেষ্টা করেন কৃষকরা । তাঁদের বাধা দেয় পুলিশ । এরপরই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা ।

রাজ্য সরকারের "ভোরের আলো" প্রকল্পের আওতায় গজলডোবায় কয়েক একর জমিতে হেলিপ্যাড তৈরির কাজ শুরু করেছে প্রশাসন । অভিযোগ, কৃষকদের সম্পূর্ণ অন্ধকারে রেখেই তাঁদের জমিতে জোর করে হেলিপ্যাড তৈরির কাজ করছে প্রশাসন । বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন কৃষকরা । কিন্তু কোনও সুরাহা না হওয়ায় গতকাল বৈঠক বসেন স্থানীয় কৃষকরা । সেই বৈঠকে BJP-র কিষাণসভার রাজ্য নেতারাও উপস্থিত ছিলেন । সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় অধিগৃহীত জমি থেকে খুঁটি উপড়ে চাষবাস শুরু করা হবে । সেই মতো "জয় শ্রীরাম" ধ্বনি দিয়ে আজ খুঁটি উপড়ে ফেলার চেষ্টা করেন তাঁরা । পুলিশ তাঁদের বাধা দেয় । এরপরই পুলিশের সঙ্গে কৃষকদের বচসা শুরু হয় ।

দেখুন ভিডিয়ো

সমস্যা সমাধানের জন্য কৃষকরা প্রশাসনকে তিনদিন সময় দিয়েছেন । এরমধ্যে কোনও সমাধানসূত্র না মিললে তাঁরা জমি দখল করবেন বলে জানিয়েছেন । পবিত্র দাস নামে এক কৃষক বলেন, "40 বছর ধরে এই জমিতে চাষ করছি । এই জমি নিয়ে নিলে বাঁচব কী করে ? তাই আমরা খুঁটি উপড়ে ফেলব । এই জমিতে কোনও কাজ করতে দেব না প্রশাসনকে ।"

জলপাইগুড়ি, 4 জুন : গজলডোবায় কয়েক একর জমিতে পর্যটকদের জন্য হেলিপ্যাড তৈরির কাজ করছে প্রশাসন । জমিটিকে ঘিরে ফেলা হয়েছে । কিন্তু অভিযোগ, এই কাজের কথা প্রশাসনের তরফে কৃষকদের জানানো হয়নি । যে খুঁটিগুলি দিয়ে জমিটিকে ঘেরা হয়েছে সেগুলি আজ উপড়ে ফেলার চেষ্টা করেন কৃষকরা । তাঁদের বাধা দেয় পুলিশ । এরপরই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা ।

রাজ্য সরকারের "ভোরের আলো" প্রকল্পের আওতায় গজলডোবায় কয়েক একর জমিতে হেলিপ্যাড তৈরির কাজ শুরু করেছে প্রশাসন । অভিযোগ, কৃষকদের সম্পূর্ণ অন্ধকারে রেখেই তাঁদের জমিতে জোর করে হেলিপ্যাড তৈরির কাজ করছে প্রশাসন । বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন কৃষকরা । কিন্তু কোনও সুরাহা না হওয়ায় গতকাল বৈঠক বসেন স্থানীয় কৃষকরা । সেই বৈঠকে BJP-র কিষাণসভার রাজ্য নেতারাও উপস্থিত ছিলেন । সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় অধিগৃহীত জমি থেকে খুঁটি উপড়ে চাষবাস শুরু করা হবে । সেই মতো "জয় শ্রীরাম" ধ্বনি দিয়ে আজ খুঁটি উপড়ে ফেলার চেষ্টা করেন তাঁরা । পুলিশ তাঁদের বাধা দেয় । এরপরই পুলিশের সঙ্গে কৃষকদের বচসা শুরু হয় ।

দেখুন ভিডিয়ো

সমস্যা সমাধানের জন্য কৃষকরা প্রশাসনকে তিনদিন সময় দিয়েছেন । এরমধ্যে কোনও সমাধানসূত্র না মিললে তাঁরা জমি দখল করবেন বলে জানিয়েছেন । পবিত্র দাস নামে এক কৃষক বলেন, "40 বছর ধরে এই জমিতে চাষ করছি । এই জমি নিয়ে নিলে বাঁচব কী করে ? তাই আমরা খুঁটি উপড়ে ফেলব । এই জমিতে কোনও কাজ করতে দেব না প্রশাসনকে ।"

Intro:জমির দখল নিয়ে পুলিশের সাথে বচসাই জড়ালেন গজলডোবার বাসিন্দারা। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ভোরের আলোয় প্রস্তাবিত হেলিপ্যাড তৈরির জমিতে কাজ শুরুর প্রতিবাদে এদিন কৃষকেরা আন্দোলনে নামেন। প্রকল্পের খুঁটি উপড়ে ফেলার চেষ্টা করেন তারা। তাদের বাধা দেয় পুলিশ।

বাসিন্দাদের অভিযোগ, প্রকল্প এলাকায় খাস জমিতে তারা বহুদিন ধরে চাষবাস করছেন। অনেকের কাছে পাট্টা রয়েছে। কিন্তু কাউকে কিছু না জানিয়েই এলাকায় হেলিপ্যাড তৈরির কাজ করা হচ্ছে। এর প্রতিবাদে এদিন এলাকায় শ দুয়েক কৃষক জয়শ্রী রাম শ্লোগান দিয়ে খুঁটি উপরে দিতে শুরু করলে বচসা বাধে। পুলিশের সাথে তর্কাতর্কিতে জড়ান স্থানীয়রা। পরে বুঝিয়ে বাসিন্দাদের থানায় আলোচনার জন্য নিয়ে আসে পুলিশ।

কৃষকেরা বলেন, বংশ পরম্পরায় এই জকিতে চাষবাস করছি। তিন দিনের সময় প্রশাসনকে দিচ্ছি। সমস্যা না সমাধান হলে আমরা আমাদের জমি দখল করব।


Body:।


Conclusion:
Last Updated : Jun 4, 2019, 9:38 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.