বাঁকুড়া, 4 মে : ফণীর প্রভাবে বাঁকুড়ায় 10 হাজার 600 হেক্টর জমিতে ফসল নষ্ট হওয়ার মুখে । সবথেকে বেশি ক্ষতি হয়েছে ধান ও তিলের । গতকাল রাজ্যের খড়গপুর, আরামবাগ ও সোনামুখী হয়ে যে ফণী ঝড় বয়ে যায় তার প্রভাবে এই ক্ষয়ক্ষতি ।
কোতুলপুরের খিরি সহ কয়েকটি গ্রামে দেখা যায় বিঘার পর বিঘার ধানজমি জলের তলায় । বাঁকুড়া জেলা কৃষি দপ্তর সূত্রে খবর, এবার 51 হাজার 617 হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছিল । বিঘার পর বিঘা জমির তিলও জলের তলায় । ফলে বিপাকে পড়েছে চাষিরা ।
ক্ষয়ক্ষতি হয়েছে বাড়িরও । জেলা প্রশাসন সূত্রে খবর, ঝড়ের প্রভাবে 150টি কাঁচা বাড়ি বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে । এইসব বাড়ির মালিকদের ব্লক প্রশাসনের তরফে ত্রিপল দেওয়া হয়েছে । এছাড়াও 2349 টি কাঁচা বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্তও হয়েছে । বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর হরিণমুড়ির খালের নির্মিয়মাণ ব্রিজের পাশে তৈরি যে অস্থায়ী রাস্তাটি ছিল সেই রাস্তাটি খালের জলে ভেঙে পড়ে । ফলে সকাল থেকে বিষ্ণুপুর সোনামুখী রুটের যান চলাচল বন্ধ হয়ে যায় ।