ETV Bharat / briefs

শেওড়াফুলিতে যুবককে পিটিয়ে মারার অভিযোগ - youth died

যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল বন্ধুদের বিরুদ্ধে। শেওড়াফুলির ঘটনা।

ছবিটি প্রতীকী
author img

By

Published : May 11, 2019, 9:59 AM IST

Updated : May 11, 2019, 8:49 PM IST

শেওড়াফুলি, 11 মে : শেওড়াফুলিতে যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল বন্ধুদের বিরুদ্ধে । মৃত যুবকের নাম সঞ্জু দে । এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে । তিনজন পলাতক ।

সোমবার শেওড়াফুলির কুণ্ডু পুকুরঘাটে সাত বন্ধুর সঙ্গে বসেছিল সঞ্জু । সেই সময় তাদের মধ্যে কোনও বিষয় নিয়ে বচসা হয় । শুরু হয় মারামারি । গুরুতর জখম হয় সঞ্জু । আহত অবস্থায় রাতে বাড়িতে পৌঁছে দেয় বন্ধুরাই । এরপরই অচৈতন্য হয়ে পড়ে সে । প্রতিবেশীদের সাহায্যে পরিবারের সদস্যরা তাকে প্রথমে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যায় । সেখান থেকে শ্রীরামপুরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । অবস্থার অবনতি হওয়ায় কলকাতার CMRI হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে । বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত্যু হয় তার । এরপর সঞ্জুর দুই বন্ধুকে এলাকায় দেখতে পেয়ে মারধর করেন এলাকার বাসিন্দারা । খবর পেয়ে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থানে গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে যায় ।

sheorafuli murder
গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ

মৃতের পরিবার শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেছে । ঘটনার তদন্তে নেমে মৃত্যুঞ্জয় অধিকারী, রাজা পাখিরা, সমীর সমাদ্দার, সোমনাথ নামে চারজনকে গ্রেপ্তার করে শ্রীরামপুর থানার পুলিশ । বাকি তিনজনের খোঁজ চলছে । সঞ্জুর পরিবারের অভিযোগ, তাদের ছেলেকে পরিকল্পনা করে খুন করা হয়েছে । গতকাল কুণ্ডুপুকুর এলাকা থেকে একটি বাঁশ উদ্ধার করে পুলিশ ।

শেওড়াফুলি, 11 মে : শেওড়াফুলিতে যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল বন্ধুদের বিরুদ্ধে । মৃত যুবকের নাম সঞ্জু দে । এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে । তিনজন পলাতক ।

সোমবার শেওড়াফুলির কুণ্ডু পুকুরঘাটে সাত বন্ধুর সঙ্গে বসেছিল সঞ্জু । সেই সময় তাদের মধ্যে কোনও বিষয় নিয়ে বচসা হয় । শুরু হয় মারামারি । গুরুতর জখম হয় সঞ্জু । আহত অবস্থায় রাতে বাড়িতে পৌঁছে দেয় বন্ধুরাই । এরপরই অচৈতন্য হয়ে পড়ে সে । প্রতিবেশীদের সাহায্যে পরিবারের সদস্যরা তাকে প্রথমে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যায় । সেখান থেকে শ্রীরামপুরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । অবস্থার অবনতি হওয়ায় কলকাতার CMRI হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে । বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত্যু হয় তার । এরপর সঞ্জুর দুই বন্ধুকে এলাকায় দেখতে পেয়ে মারধর করেন এলাকার বাসিন্দারা । খবর পেয়ে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থানে গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে যায় ।

sheorafuli murder
গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ

মৃতের পরিবার শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেছে । ঘটনার তদন্তে নেমে মৃত্যুঞ্জয় অধিকারী, রাজা পাখিরা, সমীর সমাদ্দার, সোমনাথ নামে চারজনকে গ্রেপ্তার করে শ্রীরামপুর থানার পুলিশ । বাকি তিনজনের খোঁজ চলছে । সঞ্জুর পরিবারের অভিযোগ, তাদের ছেলেকে পরিকল্পনা করে খুন করা হয়েছে । গতকাল কুণ্ডুপুকুর এলাকা থেকে একটি বাঁশ উদ্ধার করে পুলিশ ।

Intro:শেওড়াফুলিতে এক তরুণকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ।তার সাত বন্ধুদের বিরুদ্ধে।এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হলেও বাকি তিনজন এখনো পলাতক।ঘটনাটি শেওড়াফুলি বিবেকান্দ রোড়ের কুন্ডু পুকুর ঘাটে।গত ৬ মে বন্ধুদের সঙ্গে কুন্ডুপুকুর ঘাটে বসে আড্ডা দিচ্ছিল সঞ্জু দে(১৯)।সেই সময় বাইক কেনা নিয়ে বচসার জেরে বন্ধুরাই তাকে পিটিয়ে মারে বলে অভিযোগ।আজ শেওড়াফুলি বৈশালীতে সঞ্জু খুনের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ।তবে এই খুনের পিছনে আসল ঘটনা কি তাই খতিয়ে দেখছে শ্রীরামপুর থানার তদন্তকারী অফিসারা।

সোমবার ভোট শেষ হওয়ার পর আটজন বন্ধু মিলে শেওড়াফুলি কুন্ডু পুকুর ঘাটে ঠেকে বসেছিল।তাদের বসে ছিল প্রায় দিনই তারা একসঙ্গে বসে আড্ডা মারত সেখানে। নিজেদের মধ্যে কোনো বিষয় নিয়ে বচসা থেকে মারামারি হয় তাদের।আঘাত পায় সঞ্জু দে(১৯)।আহত অবস্থায় গভীর রাতে তাকে বাড়িতে পৌঁছে দেয় বন্ধুরাই।রাতে দেরিতে বাড়ি ফেরায় বাবা জিজ্ঞাসা করায় উত্তর না দিয়ে শুতে যায় সঞ্জু। বিছানায় যেতেই লুটিয়ে পরে,অচৈতন্য হয়ে যায়।বাড়ির লোক প্রতিবেশিদের ডেকে সঞ্জুকে প্রথমে শ্রীরামপুর ওয়ালস্ হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে শ্রীরামপুররে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।অবস্থার অবনতি হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় কলকাতার সিএমআরআই হাসপাতালে।গত কাল সন্ধ্যায় সঞ্জুর মৃত্যু হয়।মৃত্যুর খবর আসতেই শেওড়াফুলি বৈশালী এলাকায় চাঞ্চল্য ছড়ায়।সঞ্জুর সঙ্গে থাকা দুই বন্ধুকে এলাকায় দেখতে পেয়ে মারধোর করতে থাকে এলাকা বাসী।খবর পেয়ে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়।মৃত তরুনের পরিবার অভিযোগ দায়ের করে।রাত ভোর তল্লাসি করে শ্রীরামপুর থানার পুলিশ মৃত্যুঞ্জয় অধিকারী,রাজা পাখিরা,সমীর সমাদ্দার,সোমনাথ নামে চার জনকে গ্রেপ্তার করে।বাকি তিন জনের খোঁজ চালাচ্ছে পুলিশ।
Body:সঞ্জুর বাবা ও মায়ের দাবি যারা সঞ্জুকে মেরেছে তাদের কঠোর শাস্তি হোক।তাদের অভিযোগ তার ছেলেকে পরিকল্পনা করে খুন করা হয়েছে।বেশ কয়েকজন ঐ মারপিট ঘটনা দেখে।বাইকের টাকা না দেওয়া দেওয়া এই ঘটনার সূত্রপাত।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কুন্ডু পুকুর এলাকায় নিত্যদিন বসে মদ,গাঁজার আসর।চলে জুয়া সাট্টা।প্রশাসন নিরব থাকায় অসামাজিক কাজ বাড়ে এলাকায়। আজ ঘটনাস্থল গিয়ে দেখা যায় মদের বোতল পরে রয়েছে।আজ একটি খেটো বাঁশ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

Conclusion:
Last Updated : May 11, 2019, 8:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.