ETV Bharat / briefs

প্যাকেটে প্রাণঘাতী নার্ভ গ্যাস ! খালি করা হল ফেসবুকের অফিস - naerve gas sarin

সান ফ্রানসিসকোয় ফেসবুকের অফিসে গতকাল ডাকের মাধ্যমে কেউ বা কারা একটি সন্দেহজনক প্যাকেট পাঠায় । টেস্ট করে দেখা যায় প্যাকেটে নার্ভ গ্যাস রয়েছে । এর জেরে ফেসবুকের চারটি অফিস বিল্ডিং থেকে সমস্ত কর্মীদের সরিয়ে নিয়ে যাওয়া হয় ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jul 2, 2019, 10:23 AM IST

সান ফ্রানসিসকো, 2 জুলাই : সান ফ্রানসিসকোয় ফেসবুকের অফিসে গতকাল ডাকের মাধ্যমে কেউ বা কারা একটি সন্দেহজনক প্যাকেট পাঠায় । টেস্ট করে দেখা যায় প্যাকেটে নার্ভ গ্যাস রয়েছে । এই ঘটনায় আতঙ্ক ছড়ায় । ফেসবুকের চারটি অফিস বিল্ডিং থেকে সমস্ত কর্মীদের সরিয়ে নিয়ে যাওয়া হয় । যে কর্মীরা প্যাকেটের সংস্পর্শে এসেছিলেন তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করছে FBI ।

ফেসবুকের সিলিকন ভ্যালির "মেল ফেসিলিটি" বিভাগ গতকাল তাদের অফিসে আসা কয়েকটি প্যাকেট পরীক্ষা করছিল । সেই সময় দেখা যায় একটি প্যাকেটে নার্ভ গ্যাসের ক্যান রয়েছে । এরপরই কম্পানির চারটি অফিস বিল্ডিং খালি করে দেওয়া হয় । সমস্ত কর্মীদের অফিস থেকে বের করে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয় । খবর দেওয়া হয় পুলিস ও দমকলে । ঘটনার তদন্ত শুরু করেছে FBI । তবে এখনও জানা যায়নি কে বা কারা নার্ভ গ্যাসের ক্যান পাঠিয়েছিল । এই ঘটনার সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ।

ফেসবুকের যে দুই কর্মী প্যাকেটটি খুলেছিলেন, তাঁদের হাসপাতালে ভরতি করে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে । প্রসঙ্গত, নার্ভ গ্যাস মানুষের স্নায়ুতন্ত্রের উপর ক্ষতিকর প্রভাব ফেলে এবং তাতে মৃত্যু পর্যন্ত হতে পারে।

সান ফ্রানসিসকো, 2 জুলাই : সান ফ্রানসিসকোয় ফেসবুকের অফিসে গতকাল ডাকের মাধ্যমে কেউ বা কারা একটি সন্দেহজনক প্যাকেট পাঠায় । টেস্ট করে দেখা যায় প্যাকেটে নার্ভ গ্যাস রয়েছে । এই ঘটনায় আতঙ্ক ছড়ায় । ফেসবুকের চারটি অফিস বিল্ডিং থেকে সমস্ত কর্মীদের সরিয়ে নিয়ে যাওয়া হয় । যে কর্মীরা প্যাকেটের সংস্পর্শে এসেছিলেন তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করছে FBI ।

ফেসবুকের সিলিকন ভ্যালির "মেল ফেসিলিটি" বিভাগ গতকাল তাদের অফিসে আসা কয়েকটি প্যাকেট পরীক্ষা করছিল । সেই সময় দেখা যায় একটি প্যাকেটে নার্ভ গ্যাসের ক্যান রয়েছে । এরপরই কম্পানির চারটি অফিস বিল্ডিং খালি করে দেওয়া হয় । সমস্ত কর্মীদের অফিস থেকে বের করে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয় । খবর দেওয়া হয় পুলিস ও দমকলে । ঘটনার তদন্ত শুরু করেছে FBI । তবে এখনও জানা যায়নি কে বা কারা নার্ভ গ্যাসের ক্যান পাঠিয়েছিল । এই ঘটনার সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ।

ফেসবুকের যে দুই কর্মী প্যাকেটটি খুলেছিলেন, তাঁদের হাসপাতালে ভরতি করে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে । প্রসঙ্গত, নার্ভ গ্যাস মানুষের স্নায়ুতন্ত্রের উপর ক্ষতিকর প্রভাব ফেলে এবং তাতে মৃত্যু পর্যন্ত হতে পারে।

Pune (Maharashtra), Jul 02 (ANI): At least five died and four injured after a wall in Maharashtra's Pune Sinhgad College, Ambegaon collapsed at around 1:15 am today. National Disaster Response Force (NDRF) had reached the spot to rescue those trapped under the debris. The wall collapsed due to heavy downpour. Those injured have been admitted to the hospital.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.