সান ফ্রানসিসকো, 2 জুলাই : সান ফ্রানসিসকোয় ফেসবুকের অফিসে গতকাল ডাকের মাধ্যমে কেউ বা কারা একটি সন্দেহজনক প্যাকেট পাঠায় । টেস্ট করে দেখা যায় প্যাকেটে নার্ভ গ্যাস রয়েছে । এই ঘটনায় আতঙ্ক ছড়ায় । ফেসবুকের চারটি অফিস বিল্ডিং থেকে সমস্ত কর্মীদের সরিয়ে নিয়ে যাওয়া হয় । যে কর্মীরা প্যাকেটের সংস্পর্শে এসেছিলেন তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করছে FBI ।
ফেসবুকের সিলিকন ভ্যালির "মেল ফেসিলিটি" বিভাগ গতকাল তাদের অফিসে আসা কয়েকটি প্যাকেট পরীক্ষা করছিল । সেই সময় দেখা যায় একটি প্যাকেটে নার্ভ গ্যাসের ক্যান রয়েছে । এরপরই কম্পানির চারটি অফিস বিল্ডিং খালি করে দেওয়া হয় । সমস্ত কর্মীদের অফিস থেকে বের করে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয় । খবর দেওয়া হয় পুলিস ও দমকলে । ঘটনার তদন্ত শুরু করেছে FBI । তবে এখনও জানা যায়নি কে বা কারা নার্ভ গ্যাসের ক্যান পাঠিয়েছিল । এই ঘটনার সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ।
ফেসবুকের যে দুই কর্মী প্যাকেটটি খুলেছিলেন, তাঁদের হাসপাতালে ভরতি করে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে । প্রসঙ্গত, নার্ভ গ্যাস মানুষের স্নায়ুতন্ত্রের উপর ক্ষতিকর প্রভাব ফেলে এবং তাতে মৃত্যু পর্যন্ত হতে পারে।