মেদিনীপুর, 6 জুলাই : মেদিনীপুর সদর ব্লকে ফের হাতির হানা । খাবারের খোঁজে বাড়ি ভাঙল হাতি । আতঙ্কে এলাকাবাসী ।
পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানার এনায়েতপুর ও চিলগোড়া এলাকায় পাঁচটি বাড়ি ভেঙে দেয় একটি দাঁতাল । শনিবার চিলগোড়া এলাকায় পাঁচটি বাড়ি ভাঙে হাতিটি । এরপর রবিবার রাতে ধানের গন্ধে ফের ধানের গোলার দরজা ভাঙল ওই দাঁতাল।
স্থানীয়রা জানান, রবিবার রাতে একটি হাতি জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশ করে খাবারের খোঁজে । এই সময় প্রায় সকলের বাড়িতেই ধান মজুত থাকে । ধানের গন্ধে লোকালয়ে এসে পাঁচটি বাড়ি ভেঙে ফেলে হাতিটি । এরপর অমিত জানা নামে স্থানীয় এক ব্যক্তির ধানের গোলায় হানা দেয় সে । শাটার ভেঙে ধান খায় । পরে গ্রামের লোকজন বেরিয়ে এসে হাতিটিকে তাড়িয়ে দেয় । পলাশিয়া গ্রামে প্রবেশ করে দাঁতালটি অসিত দোলই নামে এক স্থানীয়ের বাড়ি ভেঙে রেশনের চাল, আটা খায় । সোমবার ভোরেও একপ্রস্থ হামলা চালায় ওই হাতিটি।
উল্লেখ্য, বছরখানেক আগে ঠিক এ'ভাবেই ধানের গোলার শাটার ভেঙে ধান খেয়েছিল হাতি । বনদপ্তর সূত্রে খবর, দলছুট হয়ে ওই দাঁতালটি রয়ে গিয়েছে ওই এলাকায় । তাই মাঝে মাঝেই খাবারের খোঁজে ঢুকে পড়ছে গ্রামে । সরকারি নিয়ম অনুযায়ী, ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে বনদপ্তর । তবে, অসময়ে এই হাতির হামলায় স্বাভাবিকভাবেই আতঙ্কে স্থানীয়রা ।