কলকাতা, 19 এপ্রিল : আলিপুরদুয়ার ও কোচবিহারের স্ক্রুটিনিতে সন্তুষ্ট নয় কমিশন । কাল সকাল 11টায় সেই স্ক্রুটিনি খতিয়ে দেখবেন নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক । তাঁর অনুমোদন না পেলে ফের স্ক্রুটিনি হবে বলে সূত্রের খবর ।
আলিপুরদুয়ার ও কোচবিহারে একটি বুথে পুনর্নির্বাচনের সুপারিশ করেছিলেন দুই কেন্দ্রের পর্যবেক্ষক । তারপর স্ক্রুটিনি করা হয় । তা যদি বিশেষ পর্যবেক্ষকের অনুমোদন না পায়, তাহলে অনেকগুলি বুথে পুনর্নির্বাচনের সম্ভাবনা রয়েছে । সূত্রের খবর, সংখ্যাটা 350টি ছাড়াতে পারে ।