ETV Bharat / briefs

নির্বাচনবিধির জন্য আলোচনা সম্ভব হচ্ছে না, SSK ও MSK নিয়ে শিক্ষামন্ত্রীর - Model Code of Conduct

SSK, MSK শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে ফেসবুকে বার্তা শিক্ষামন্ত্রীর

পার্থ চট্টোপাধ্যায়
author img

By

Published : Apr 1, 2019, 11:54 PM IST

কলকাতা, ১ এপ্রিল : সাতদিন ধরনার পর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আশ্বাস মিলেছিল। তারপর SSK ও MSK শিক্ষকরা ধরনা প্রত্যাহার করেন। কিন্তু, আগে একাধিকবার প্রতিশ্রুতি দিয়ে পূরণ না করায় গতকাল শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের নেতৃত্বে ফের তারা পথে নেমেছিল। তারপর ফেসবুকে পোস্ট করে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, "এখন আদর্শ নির্বাচনবিধি বহাল থাকায় SSK, MSK নিয়ে কোনওরকম আলোচনা সম্ভব হচ্ছে না। আমি আশা করব SSK, MSK-র কর্মরত বন্ধুরা এই অসুবিধার কথা বুঝবেন।"

Partha Chatterjee
ফেসবুক পোস্ট

আট বছর বেতন বাড়ানো হয়নি। বেতন বৃদ্ধি এবং SSK ও MSK-কে শিক্ষাদপ্তরের অধীনে আনতে হবে - মূলত এই দুই দাবিতে ধরনা শুরু করে SSK ও MSK শিক্ষকরা। পরে রাজ্যপালের হস্তক্ষেপে শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দেন। তারপর আজ ফেসবুকের মাধ্যমে শিক্ষকদের বার্তা দেন। বিষয়টি নিয়ে আপাতত খুশি SSK ও MSK শিক্ষকরা। শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম বলেন, "শিক্ষামন্ত্রী বিষয়টা মানবিকভাবে দেখেছেন। এটা আন্দোলনের সাফল্য।"

যদিও প্রতিশ্রুতি পূরণ না হলে আরও বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মইদুল ইসলাম বলেন, "আমরা শিক্ষামন্ত্রীর কথায় আশ্বস্ত হয়েছি। নির্বাচন পর্যন্ত আন্দোলন করব না। কিন্তু, নির্বাচনের পর সরকারকে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।"

এর আগে নির্বাচনী আচরণ বিধির জন্য SSC চাকরিপ্রার্থীদের অনশনমঞ্চে গিয়েও বেশি কিছু বলতে চাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা, ১ এপ্রিল : সাতদিন ধরনার পর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আশ্বাস মিলেছিল। তারপর SSK ও MSK শিক্ষকরা ধরনা প্রত্যাহার করেন। কিন্তু, আগে একাধিকবার প্রতিশ্রুতি দিয়ে পূরণ না করায় গতকাল শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের নেতৃত্বে ফের তারা পথে নেমেছিল। তারপর ফেসবুকে পোস্ট করে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, "এখন আদর্শ নির্বাচনবিধি বহাল থাকায় SSK, MSK নিয়ে কোনওরকম আলোচনা সম্ভব হচ্ছে না। আমি আশা করব SSK, MSK-র কর্মরত বন্ধুরা এই অসুবিধার কথা বুঝবেন।"

Partha Chatterjee
ফেসবুক পোস্ট

আট বছর বেতন বাড়ানো হয়নি। বেতন বৃদ্ধি এবং SSK ও MSK-কে শিক্ষাদপ্তরের অধীনে আনতে হবে - মূলত এই দুই দাবিতে ধরনা শুরু করে SSK ও MSK শিক্ষকরা। পরে রাজ্যপালের হস্তক্ষেপে শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দেন। তারপর আজ ফেসবুকের মাধ্যমে শিক্ষকদের বার্তা দেন। বিষয়টি নিয়ে আপাতত খুশি SSK ও MSK শিক্ষকরা। শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম বলেন, "শিক্ষামন্ত্রী বিষয়টা মানবিকভাবে দেখেছেন। এটা আন্দোলনের সাফল্য।"

যদিও প্রতিশ্রুতি পূরণ না হলে আরও বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মইদুল ইসলাম বলেন, "আমরা শিক্ষামন্ত্রীর কথায় আশ্বস্ত হয়েছি। নির্বাচন পর্যন্ত আন্দোলন করব না। কিন্তু, নির্বাচনের পর সরকারকে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।"

এর আগে নির্বাচনী আচরণ বিধির জন্য SSC চাকরিপ্রার্থীদের অনশনমঞ্চে গিয়েও বেশি কিছু বলতে চাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Intro:কলকাতা, 1 এপ্রিল: একাধিক আন্দোলনের পর রাজ্যপালের হস্তক্ষেপে শিক্ষামন্ত্রী দাবি মেটানোর আশ্বাস দেওয়ায় টানা সাত দিন ধরে চলা ধরনা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছিলেন SSK, MSK শিক্ষক-শিক্ষিকারা। কিন্তু, এর আগেও বহু প্রতিশ্রুতি দিয়ে তা পূরণ করেনি সরকার। সেই কারণে প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত দাবি পূরণের দাবি নিয়ে গতকাল শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের নেতৃত্বে ফের পথে নেমেছিল SSK, MSK শিক্ষক-শিক্ষিকারা। তারপরেই আজ SSK, MSK শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে ফেসবুকে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি ফেসবুকে একটি পোস্ট করে জানান, এখন আদর্শ নির্বাচন বিধি কার্যকর হওয়ায় তাঁদের নিয়ে কোনরকম আলোচনা সম্ভব নয়। শিক্ষামন্ত্রীর এই বার্তা ইতিবাচক বলেই মনে করছে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ।
Body:
ফেসবুকের পোস্টে শিক্ষামন্ত্রী লিখেছেন, ‘SSK, MSK নিয়ে বর্তমানে আদর্শ নির্বাচন বিধি বহাল থাকায় কোনরকম আলোচনা সম্ভব হচ্ছে না। আমি আশা করব SSK, MSK-র কর্মরত বন্ধুরা এই অসুবিধার কথা বুঝবেন।’ গতকাল SSK, MSK শিক্ষক-শিকিকাদের মিছিল থেকে যে দাবিটি তুলে ধরা হয়েছিল তা হল, প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত দাবি পূরণ করতে হবে সরকারকে। নাহলে ভবিষ্যতে কলকাতার রাস্তা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। মূলত দুটি দাবি নিয়ে SSK-MSK শিক্ষক-শিক্ষিকারা একাধিকবার আন্দোলন করেছেন। দাবিগুলি হল, প্রথমত, গত ৮ বছরে বেতন বৃদ্ধি হয়নি, তাই অবিলম্বে তাঁদের বেতন বৃদ্ধি করতে হবে। দ্বিতীয়ত, এখনও SSK, MSK পঞ্চায়েত দফতরের অধীনস্ত, অবিলম্বে তাঁদের শিক্ষা দফতরের অন্তর্ভুক্ত করতে হবে।

আজ তাঁদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রীর পোস্টে আশাবাদী SSK, MSK শিক্ষক-শিক্ষিকারা। এ বিষয়ে মইদুল ইসলাম বলেন, “গতকাল কলকাতার রাজপথে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত হাজার হাজার SSK, MSK শিক্ষক-শিক্ষিকা, অ্যাকাডেমিক সুপারভাইজাররা শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের আহ্বানে মহামিছিল হয়েছে। ডোরিনা ক্রসিং অবরোধ করা হয়েছে তাঁদের হকের দাবি বেতন বৃদ্ধি ও তাঁদের শিক্ষা দফতরের অন্তর্ভুক্ত করার জন্য। পুলিশের সঙ্গে ব্যারিকেড ভাঙার সময় ধস্তাধস্তিতে প্রায় ১০ জন শিক্ষিকা আহত হন। এর পরিপ্রেক্ষিতে আজকে মাননীয় শিক্ষামন্ত্রী ফেসবুকে বিবৃতি দিয়েছেন যে, নির্বাচনী আচরণবিধি কার্যকর থাকার জন্য এখন আলোচনা সম্ভব হচ্ছে না। এবং এটা নির্বাচনের পরে নিশ্চিতভাবে আলোচনা করবেন এই বার্তাটা পাওয়ার পরে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের রাজ্য সম্পাদক হিসাবে আমরা মনে করছি, এটা আন্দোলনের একটা সাফল্য। যে শিক্ষামন্ত্রী বিষয়টা মানবিকভাবে দেখেছেন।”

তবে, প্রাথমিকভাবে শিক্ষামন্ত্রীর বিবৃতিতে আশাবাদী হলেও প্রতিশ্রুতি পূরণ না হলে আন্দোলন আরও বৃহত্তর করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে। মইদুল ইসলাম বলেন, “এর সঙ্গে মনে করছি, যখন ১ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত সল্টলেকে উন্নয়ন ভবনের সামনে টানা ধরনা হয়েছিল, তখন মাননীয় শিক্ষামন্ত্রী ও রাজ্যপাল আশ্বস্ত করেছিলেন যে, বেতন বৃদ্ধি হবে এবং শিক্ষা দফতরের অন্তর্ভুক্ত করা হবে। আশ্বাসে সেই ধরনা প্রত্যাহার করা হয়েছিল। তাই সরকারকে গতকাল এই মহামিছিল করে বার্তা দিয়েছি যে, ঠিক আছে আমরা শিক্ষামন্ত্রী কথায় আশ্বস্ত হচ্ছি। নির্বাচন পর্যন্ত কোনও আন্দোলনে যাব না। কিন্তু, নির্বাচনের পরে অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহে সরকার জানো এই বিষয়টা আলোচনা করে গভর্নমেন্ট অর্ডার পাশ করে। অন্যথায় কলকাতাকে অচল করবার আমরা যে কর্মসূচি নিয়েছি, এই কর্মসূচি আমরা বজায় রাখব এবং বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যাব। তবে, শিক্ষামন্ত্রীর এই বিবৃতিটিকে আমরা আপাতত ইতিবাচক হিসাবেই দেখছি।”
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.