কলকাতা, ১ এপ্রিল : সাতদিন ধরনার পর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আশ্বাস মিলেছিল। তারপর SSK ও MSK শিক্ষকরা ধরনা প্রত্যাহার করেন। কিন্তু, আগে একাধিকবার প্রতিশ্রুতি দিয়ে পূরণ না করায় গতকাল শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের নেতৃত্বে ফের তারা পথে নেমেছিল। তারপর ফেসবুকে পোস্ট করে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, "এখন আদর্শ নির্বাচনবিধি বহাল থাকায় SSK, MSK নিয়ে কোনওরকম আলোচনা সম্ভব হচ্ছে না। আমি আশা করব SSK, MSK-র কর্মরত বন্ধুরা এই অসুবিধার কথা বুঝবেন।"
![Partha Chatterjee](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/wb-kol-01-1apr-parthadafbpost-dipali-7204411_01042019202450_0104f_02811_514.jpg)
আট বছর বেতন বাড়ানো হয়নি। বেতন বৃদ্ধি এবং SSK ও MSK-কে শিক্ষাদপ্তরের অধীনে আনতে হবে - মূলত এই দুই দাবিতে ধরনা শুরু করে SSK ও MSK শিক্ষকরা। পরে রাজ্যপালের হস্তক্ষেপে শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দেন। তারপর আজ ফেসবুকের মাধ্যমে শিক্ষকদের বার্তা দেন। বিষয়টি নিয়ে আপাতত খুশি SSK ও MSK শিক্ষকরা। শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম বলেন, "শিক্ষামন্ত্রী বিষয়টা মানবিকভাবে দেখেছেন। এটা আন্দোলনের সাফল্য।"
যদিও প্রতিশ্রুতি পূরণ না হলে আরও বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মইদুল ইসলাম বলেন, "আমরা শিক্ষামন্ত্রীর কথায় আশ্বস্ত হয়েছি। নির্বাচন পর্যন্ত আন্দোলন করব না। কিন্তু, নির্বাচনের পর সরকারকে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।"
এর আগে নির্বাচনী আচরণ বিধির জন্য SSC চাকরিপ্রার্থীদের অনশনমঞ্চে গিয়েও বেশি কিছু বলতে চাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।