ETV Bharat / briefs

ভোটের সময় কতজন গ্রেপ্তার ? হিসেব দিতে পারলেন না জেলাশাসক - election 2019

আগামীকাল রাজ্যের 9 টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে । উত্তর 24 পরগনা জেলার কেন্দ্রগুলিতে ভোটের জন্য কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা জেলাশাসক জানান । তবে ভোটের সময় গ্রেপ্তারি বা টাকা বাজেয়াপ্ত হওয়ার কোনও তথ্যই তিনি দিতে পারেননি ।

অন্তরা আচার্য
author img

By

Published : May 18, 2019, 9:49 AM IST

Updated : May 18, 2019, 1:07 PM IST

বারাসত, 18 মে : বারাসত, দমদম ও বসিরহাট কেন্দ্রের জন্য কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে তা বলতে পারলেন না জেলাশাসক অন্তরা আচার্য । এছাড়াও ভোট চলাকালীন পুরোনো মামলায় কতজনকে গ্রেপ্তার করা হয়েছে ও কত টাকা বাজেয়াপ্ত হয়েছে তা নিয়েও কোনও তথ্য দিতে পারলেন না তিনি । গতকাল উত্তর 24 পরগনার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক অন্তরা আচার্য সাংবাদিক বৈঠক করেন । তিনি জানান, বিধাননগরের বৃদ্ধ নাগরিকদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য কমিশন গাড়ির ব্যবস্থা করবে ।

আগামীকাল রাজ্যের 9টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে । উত্তর 24 পরগনা জেলার কেন্দ্রগুলিতে ভোটের জন্য কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা জেলাশাসক জানান । তবে ভোটের সময় গ্রেপ্তারি বা টাকা বাজেয়াপ্ত হওয়ার কোনও তথ্যই তিনি দিতে পারেননি । এর আগেও অন্তরা বনগাঁ ও ব্যারাকপুর লোকসভার কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর পরিসংখ্যান দিতে পারেননি । গতকাল সাংবাদিক বৈঠক করে তিনি জানান, 033-25846267 এবং 033-25846268 নম্বরে ফোন করলেই বিধাননগরের বৃদ্ধ নাগরিকদের জন্য গাড়ি পাঠিয়ে বুথে নিয়ে যাওয়া হবে । বয়সজনিত কারণে অনেকেই বুথে গিয়ে ভোট দিতে পারেন না । তাই সমস্যা দূর করতে নির্বাচন কমিশন এই পাইলট প্রোজেক্ট চালু করেছে । প্রোজেক্টটি সফল হলে পরবর্তী সময়ে অন্য জায়গাতেও চালু করার সম্ভাবনা রয়েছে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

জেলাশাসক অন্তরা আচার্য জানান, কমিশনের নির্দেশে জেলার প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে ।
বারাসত কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১৭ লাখ ১০ হাজার ৬৮৩ জন । এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৬৭ হাজার ৭৪৭ জন । মহিলা ভোটার ৮ লাখ ৪২ হাজার ৮৯০ জন । তৃতীয় লিঙ্গের ভোটার ৪৬ জন । বারাসত কেন্দ্রে নতুন ভোটার ৩৫ হাজার ৭৮০ জন । বারাসত কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১৯১৫ । এর মধ্যে ৫৫০টি পোলিং স্টেশনে ওয়েব কাস্টিং করা হবে । CCTV-র নজরদারি থাকছে ৪০৯টি বুথে । ৬৩টি বুথে থাকবে মাইক্রো অবজ়ারভার । জেলাশাসকের অফিসে কন্ট্রোল রুম থাকছে ।
বসিরহাট কেন্দ্রে মোট ভোটার রয়েছে ১৬ লাখ ৭৫ হাজার ৫০০ জন । মোট বুথ থাকছে ১৮৬১টি । এর মধ্যে ৩৫০টি বুথে থাকছে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা । CCTV থাকছে ৫৩০ টি বুথে । ২৫টি বুথে ভিডিয়োগ্রাফি করা হবে । মাইক্রো অবজ়ারভার থাকছে ১৫০টি বুথে ।
বসিরহাটের প্রত্যন্ত এলাকাগুলিতে ইন্টারনেটের সমস্যা রয়েছে । তাই সন্দেশখালির ৮টি এবং হিঙ্গলগঞ্জের ১৫টি বুথে হ্যাম রেডিয়োর সাহায্য নেওয়া হচ্ছে ।
দমদম কেন্দ্রের মোট ভোটার ১৫ লাখ ৫৬ হাজার ৭২৫ জন । বুথের সংখ্যা ১৭৬১টি । এর মধ্যে ৩০০ বুথে থাকছে ওয়েব কাস্টিংয়ের
ব্যবস্থা । CCTV থাকছে ৫৮০টি বুথে । ১১০টি বুথে থাকছে মাইক্রো অবজ়ারভার ।
ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ১৬৪ জন ।
এর মধ্যে পুরুষ ভোটার ৮১ হাজার ৭৭১ জন । মহিলা ভোটার ৬৭ হাজার ৩৯২ জন । বুথের সংখ্যা ১৬৩টি । ৫০টি বুথে থাকছে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা । CCTV থাকছে ৫০টি বুথে । ৬১টি বুথে থাকছে মাইক্রো অবজ়ারভার ।

নির্বাচনের কারণে পুলিশ বারাসতের কয়েকটি জায়গায় নাকা চেকিং চালু রেখেছে ।

বারাসত, 18 মে : বারাসত, দমদম ও বসিরহাট কেন্দ্রের জন্য কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে তা বলতে পারলেন না জেলাশাসক অন্তরা আচার্য । এছাড়াও ভোট চলাকালীন পুরোনো মামলায় কতজনকে গ্রেপ্তার করা হয়েছে ও কত টাকা বাজেয়াপ্ত হয়েছে তা নিয়েও কোনও তথ্য দিতে পারলেন না তিনি । গতকাল উত্তর 24 পরগনার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক অন্তরা আচার্য সাংবাদিক বৈঠক করেন । তিনি জানান, বিধাননগরের বৃদ্ধ নাগরিকদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য কমিশন গাড়ির ব্যবস্থা করবে ।

আগামীকাল রাজ্যের 9টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে । উত্তর 24 পরগনা জেলার কেন্দ্রগুলিতে ভোটের জন্য কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা জেলাশাসক জানান । তবে ভোটের সময় গ্রেপ্তারি বা টাকা বাজেয়াপ্ত হওয়ার কোনও তথ্যই তিনি দিতে পারেননি । এর আগেও অন্তরা বনগাঁ ও ব্যারাকপুর লোকসভার কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর পরিসংখ্যান দিতে পারেননি । গতকাল সাংবাদিক বৈঠক করে তিনি জানান, 033-25846267 এবং 033-25846268 নম্বরে ফোন করলেই বিধাননগরের বৃদ্ধ নাগরিকদের জন্য গাড়ি পাঠিয়ে বুথে নিয়ে যাওয়া হবে । বয়সজনিত কারণে অনেকেই বুথে গিয়ে ভোট দিতে পারেন না । তাই সমস্যা দূর করতে নির্বাচন কমিশন এই পাইলট প্রোজেক্ট চালু করেছে । প্রোজেক্টটি সফল হলে পরবর্তী সময়ে অন্য জায়গাতেও চালু করার সম্ভাবনা রয়েছে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

জেলাশাসক অন্তরা আচার্য জানান, কমিশনের নির্দেশে জেলার প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে ।
বারাসত কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১৭ লাখ ১০ হাজার ৬৮৩ জন । এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৬৭ হাজার ৭৪৭ জন । মহিলা ভোটার ৮ লাখ ৪২ হাজার ৮৯০ জন । তৃতীয় লিঙ্গের ভোটার ৪৬ জন । বারাসত কেন্দ্রে নতুন ভোটার ৩৫ হাজার ৭৮০ জন । বারাসত কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১৯১৫ । এর মধ্যে ৫৫০টি পোলিং স্টেশনে ওয়েব কাস্টিং করা হবে । CCTV-র নজরদারি থাকছে ৪০৯টি বুথে । ৬৩টি বুথে থাকবে মাইক্রো অবজ়ারভার । জেলাশাসকের অফিসে কন্ট্রোল রুম থাকছে ।
বসিরহাট কেন্দ্রে মোট ভোটার রয়েছে ১৬ লাখ ৭৫ হাজার ৫০০ জন । মোট বুথ থাকছে ১৮৬১টি । এর মধ্যে ৩৫০টি বুথে থাকছে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা । CCTV থাকছে ৫৩০ টি বুথে । ২৫টি বুথে ভিডিয়োগ্রাফি করা হবে । মাইক্রো অবজ়ারভার থাকছে ১৫০টি বুথে ।
বসিরহাটের প্রত্যন্ত এলাকাগুলিতে ইন্টারনেটের সমস্যা রয়েছে । তাই সন্দেশখালির ৮টি এবং হিঙ্গলগঞ্জের ১৫টি বুথে হ্যাম রেডিয়োর সাহায্য নেওয়া হচ্ছে ।
দমদম কেন্দ্রের মোট ভোটার ১৫ লাখ ৫৬ হাজার ৭২৫ জন । বুথের সংখ্যা ১৭৬১টি । এর মধ্যে ৩০০ বুথে থাকছে ওয়েব কাস্টিংয়ের
ব্যবস্থা । CCTV থাকছে ৫৮০টি বুথে । ১১০টি বুথে থাকছে মাইক্রো অবজ়ারভার ।
ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ১৬৪ জন ।
এর মধ্যে পুরুষ ভোটার ৮১ হাজার ৭৭১ জন । মহিলা ভোটার ৬৭ হাজার ৩৯২ জন । বুথের সংখ্যা ১৬৩টি । ৫০টি বুথে থাকছে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা । CCTV থাকছে ৫০টি বুথে । ৬১টি বুথে থাকছে মাইক্রো অবজ়ারভার ।

নির্বাচনের কারণে পুলিশ বারাসতের কয়েকটি জায়গায় নাকা চেকিং চালু রেখেছে ।

Last Updated : May 18, 2019, 1:07 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.