ETV Bharat / briefs

সকালে হুঁশিয়ারি, বিকেলে শান্তির বার্তা দিলীপের - BJP

দিলীপ ঘোষ দাবি, সন্দেশখালির সংঘর্ষের ঘটনায় 4 জন BJP কর্মী নিহত হয়েছেন । আরও 5-6 জন BJP কর্মী নিখোঁজ রয়েছেন । পুলিশ কিছুই বলতে পারছে না। BJP-কে দোষারোপ করা হচ্ছে । পুলিশ সুপারকে বলা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ।

সকালে হুঁশিয়ারি, বিকেলে শান্তির বার্তা দিলীপের
author img

By

Published : Jun 9, 2019, 6:47 PM IST

Updated : Jun 9, 2019, 7:24 PM IST

সন্দেশখালি, 9 জুন : কয়েকঘণ্টার মধ্যে 180 ডিগ্রি ঘুরে গেলেন দিলীপ ঘোষ । সকালে বলেছিলেন প্রতিশোধ নেবেন । বিকেলে সেই দিলীপের মুখেই শান্তির আবেদন ।

তৃণমূল-BJP সংঘর্ষের ঘটনার পর আজ সন্দেশখালিতে যায় BJP-র একটি প্রতিনিধি দল । দিলীপ ঘোষের নেতৃত্বে এই দলে ছিলেন সায়ন্তন বসু, রাহুল সিনহারা । সংঘর্ষ কবলিত এলাকা ঘুরে দেখেন । যান বসিরহাট হাসপাতালে । জখমদের সঙ্গে দেখা করেন । তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেন । পাশে থাকার বার্তা দেন । এরপরে সন্দেশখালিতে শান্তি ফেরানোর আবেদন জানান তাঁরা ।

সন্দেশখালির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন BJP রাজ্য সভাপতি । তাঁর অভিযোগ পুলিশকে জানানো সত্ত্বেও তারা কোনও ব্যবস্থা নেয়নি । এমন কী পুলিশ ঘটনাস্থানের কাছাকাছি থাকলেও ব্যবস্থা গ্রহণ করতে দেরি করে বলেও অভিযোগ দিলীপের । একই সঙ্গে তিনি বলেন, " সন্দেশখালির সংঘর্ষের ঘটনায় 4 জন BJP কর্মী নিহত হয়েছেন । আরও 5-6 জন BJP কর্মী নিখোঁজ রয়েছেন ।" রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন দিলীপ । বিষয়টি নিয়ে দিল্লির শীর্ষ নেতৃত্বের কাছেও রিপোর্ট দেবেন বলেও জানিয়েছেন তিনি ।

এই সংক্রান্ত খবর : এবার অন্যায়ের প্রতিশোধ নেওয়া শুরু হবে : দিলীপ ঘোষ

BJP-র পাশাপাশি ঘটনাস্থানে যান তৃণমূলের প্রতিনিধি দলও । ছিলেন, জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বোস, মদন মিত্র, তাপস রায়ের মতোন শীর্ষ নেতারা । তাঁরাও এলাকা পরিদর্শন করেন । ঘটনায় নিহত ও জখমদের পরিবারের সঙ্গে দেখা করেন তাঁরা ।

সন্দেশখালি, 9 জুন : কয়েকঘণ্টার মধ্যে 180 ডিগ্রি ঘুরে গেলেন দিলীপ ঘোষ । সকালে বলেছিলেন প্রতিশোধ নেবেন । বিকেলে সেই দিলীপের মুখেই শান্তির আবেদন ।

তৃণমূল-BJP সংঘর্ষের ঘটনার পর আজ সন্দেশখালিতে যায় BJP-র একটি প্রতিনিধি দল । দিলীপ ঘোষের নেতৃত্বে এই দলে ছিলেন সায়ন্তন বসু, রাহুল সিনহারা । সংঘর্ষ কবলিত এলাকা ঘুরে দেখেন । যান বসিরহাট হাসপাতালে । জখমদের সঙ্গে দেখা করেন । তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেন । পাশে থাকার বার্তা দেন । এরপরে সন্দেশখালিতে শান্তি ফেরানোর আবেদন জানান তাঁরা ।

সন্দেশখালির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন BJP রাজ্য সভাপতি । তাঁর অভিযোগ পুলিশকে জানানো সত্ত্বেও তারা কোনও ব্যবস্থা নেয়নি । এমন কী পুলিশ ঘটনাস্থানের কাছাকাছি থাকলেও ব্যবস্থা গ্রহণ করতে দেরি করে বলেও অভিযোগ দিলীপের । একই সঙ্গে তিনি বলেন, " সন্দেশখালির সংঘর্ষের ঘটনায় 4 জন BJP কর্মী নিহত হয়েছেন । আরও 5-6 জন BJP কর্মী নিখোঁজ রয়েছেন ।" রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন দিলীপ । বিষয়টি নিয়ে দিল্লির শীর্ষ নেতৃত্বের কাছেও রিপোর্ট দেবেন বলেও জানিয়েছেন তিনি ।

এই সংক্রান্ত খবর : এবার অন্যায়ের প্রতিশোধ নেওয়া শুরু হবে : দিলীপ ঘোষ

BJP-র পাশাপাশি ঘটনাস্থানে যান তৃণমূলের প্রতিনিধি দলও । ছিলেন, জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বোস, মদন মিত্র, তাপস রায়ের মতোন শীর্ষ নেতারা । তাঁরাও এলাকা পরিদর্শন করেন । ঘটনায় নিহত ও জখমদের পরিবারের সঙ্গে দেখা করেন তাঁরা ।

New Delhi, June 09 (ANI): Jennifer Lopez performed a duet with daughter Emme as she kicked off her tour 'It's My party'. Lopez shared the video of herself singing the song 'Limitless' with her 11-year-old daughter where the duo is seen twinning in red gowns. She was overwhelmed by the fact that she was sharing the stage with her daughter. It seems music runs in Emme's blood, she being the daughter of international pop stars Jennifer Lopez and Marc Anthony. Earlier, Lopez had shared a video of Emme nailing the rendition of 'If I Ain't Got You', a hit song by Alicia Keys. The concert tour started on June 8 in California. The official Instagram handle of 'The Forum,' where JLo will be performing, indicated that it is going to be a houseful evening. They even posted an image of a billboard which read, 'Two nights sold out'. The tour comes after almost a gap of six years.
Last Updated : Jun 9, 2019, 7:24 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.