ETV Bharat / briefs

দিলীপ ঘোষ পাগলবাবু, ওঁর বক্তব্যে বাংলার মানুষের মাথা হেঁট হচ্ছে : পার্থ

দিলীপ ঘোষকে "পাগলবাবু" বলে কটাক্ষ করেন পার্থ চট্টোপাধ্যায়।

পার্থ চট্টোপাধ্যায়
author img

By

Published : Apr 13, 2019, 9:46 PM IST

Updated : Apr 13, 2019, 11:38 PM IST

কৃষ্ণনগর, ১৩ এপ্রিল : "দিলীপ জ়িরো থেকে হিরো হওয়ার চেষ্টা করছেন।" এই মন্তব্য করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি দিলীপ ঘোষকে তিনি 'পাগলবাবু' বলেও কটাক্ষ করেন।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আজ পার্থ চট্টোপাধ্যায় কৃষ্ণনগরে এক কর্মিসভায় যোগ দেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "দিলীপ পাগলবাবু এত কিছু করার পরও নির্বাচন কমিশন তাঁকে কিছু করছে না। কারণ তাঁর কলারে পদ্মফুল আছে। ওঁর জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে চারটে চিঠি পেয়ে যেত। উনি জ়িরো থেকে হিরো হওয়ার চেষ্টা করছেন। যেখানে যাবেন সেখানেই হারবেন। দিলীপ বাংলার রাজনীতিকে কলুষিত করছেন। এবং কীভাবে গন্ডগোল বাধানো যায় সেই চেষ্টা করছেন। কে বাঘ আর কে বেড়াল তা বাংলার মানুষ বুঝে গেছে।"

দিলীপ ঘোষ নির্বাচনী আধিকারিকদের প্যান্ট খুলে নেওয়ার হুমকি দিয়েছিলেন। এই মন্তব্যের সমালোচনা করে পার্থবাবু বলেন, "প্রধানমন্ত্রী এমন একজনকে এই রাজ্যের চৌকিদার করেছেন যার কথা বাংলার মানুষের মাথা হেঁট করে দিচ্ছে। মানুষ এর উত্তর দেবে। যেখানে তিনি দাঁড়িয়েছেন সেখান থেকেও উত্তর পাবেন।" তিনি আরও বলেন, "রামনবমীতে রাষ্ট্রপতির ছবি লাগিয়ে রাহুল সিনহা বলছেন যে রাষ্ট্রপতি হিন্দু। প্রথমে সেনাবাহিনী তারপরে স্বয়ং রাষ্ট্রপতিকে নামিয়েছে। তাঁর ছবি ব্যবহার করা হচ্ছে। স্বগৌরবে ভারতের রাষ্ট্রপতিকে হিন্দু বলা হচ্ছে। BJP সমাজকে দ্বিখণ্ডিত করার চেষ্টা করছে। এভাবে তারা শুধু দলের নয় নিজেদের জীবনেও বিপর্যয় ডেকে আনছে। দেশে ও রাজ্যে তারা আগুন জ্বালানোর চেষ্টা করছে।"

কৃষ্ণনগর, ১৩ এপ্রিল : "দিলীপ জ়িরো থেকে হিরো হওয়ার চেষ্টা করছেন।" এই মন্তব্য করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি দিলীপ ঘোষকে তিনি 'পাগলবাবু' বলেও কটাক্ষ করেন।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আজ পার্থ চট্টোপাধ্যায় কৃষ্ণনগরে এক কর্মিসভায় যোগ দেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "দিলীপ পাগলবাবু এত কিছু করার পরও নির্বাচন কমিশন তাঁকে কিছু করছে না। কারণ তাঁর কলারে পদ্মফুল আছে। ওঁর জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে চারটে চিঠি পেয়ে যেত। উনি জ়িরো থেকে হিরো হওয়ার চেষ্টা করছেন। যেখানে যাবেন সেখানেই হারবেন। দিলীপ বাংলার রাজনীতিকে কলুষিত করছেন। এবং কীভাবে গন্ডগোল বাধানো যায় সেই চেষ্টা করছেন। কে বাঘ আর কে বেড়াল তা বাংলার মানুষ বুঝে গেছে।"

দিলীপ ঘোষ নির্বাচনী আধিকারিকদের প্যান্ট খুলে নেওয়ার হুমকি দিয়েছিলেন। এই মন্তব্যের সমালোচনা করে পার্থবাবু বলেন, "প্রধানমন্ত্রী এমন একজনকে এই রাজ্যের চৌকিদার করেছেন যার কথা বাংলার মানুষের মাথা হেঁট করে দিচ্ছে। মানুষ এর উত্তর দেবে। যেখানে তিনি দাঁড়িয়েছেন সেখান থেকেও উত্তর পাবেন।" তিনি আরও বলেন, "রামনবমীতে রাষ্ট্রপতির ছবি লাগিয়ে রাহুল সিনহা বলছেন যে রাষ্ট্রপতি হিন্দু। প্রথমে সেনাবাহিনী তারপরে স্বয়ং রাষ্ট্রপতিকে নামিয়েছে। তাঁর ছবি ব্যবহার করা হচ্ছে। স্বগৌরবে ভারতের রাষ্ট্রপতিকে হিন্দু বলা হচ্ছে। BJP সমাজকে দ্বিখণ্ডিত করার চেষ্টা করছে। এভাবে তারা শুধু দলের নয় নিজেদের জীবনেও বিপর্যয় ডেকে আনছে। দেশে ও রাজ্যে তারা আগুন জ্বালানোর চেষ্টা করছে।"

Intro: চেষ্টা করছে হীরো হওয়ার এখন তো জিরো।দিলীপ বাবুর কলারে পদ্মফুল আছে বলে এখনো নির্বাচন কমিশন কিছু করছে না না হলে এতক্ষণ গোটা চারেক চিঠি পৌঁছে যেত তার কাছে। খড়গপুরে রাম নবমীর অস্ত্র মিছিল সম্পর্কে কৃষ্ণনগরের এক কর্মীসভায় যোগ দিতে এসে এমনই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
এদিন পার্থ বাবু বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কে কটাক্ষ করে বলেন, ও প্রতিদিনই এ ধরনের কথা বলে বাংলা রাজনীতিকে কলুষিত করছে, দূষিত করছে। উনি চেষ্টা করছেন কি করে গন্ডগোল পাকানো যায়। মহাসচিব এও বলেন বাংলার মানুষ বুঝে গেছে কোনটা বিড়াল আর কোনটা বাঘ। রামনবমীর প্রচার সম্পর্কে তিনি বলেন, দিলীপ ঘোষ নাকি পোস্টারও ছাপিয়েছিল রামের পাশে ।নির্বাচন কমিশনের লোকেরা নাকি তার ছবি নামিয়ে দিয়েছে। ছবি প্রসঙ্গে নাকি দীলিপবাবু বলেছিলেন আমি যদি সামনে থাকতাম তাহলে প্রশাসনের লোকেদের উর্দি খুলে নিতাম। রাহুল সিনহার রাষ্টপতির ছবি নিয়ে পার্থ বাবু মন্তব্য করে বলেন, রাহুল সিনহা বলেছে আমাদের রাষ্ট্রপতি হিন্দু । সে প্রসঙ্গে পার্থ বলেন, প্রথমে সেনাবাহিনীকে নিয়ে বলা হলো তার প্রতিবাদ হলো। এখন আবার সং রাষ্ট্রপতিকে নামিয়েছেন এবং তাদের ছবি ব্যবহার করছেন এবং ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতি তাকে বলা হচ্ছে হিন্দু এই রকমের প্ররোচনা সমাজকে দ্বিখণ্ডিত করার চেষ্টা বিজেপির নেতারা করছেন তা শুধু তাদের দলের বিপর্যয়ে ডাকবে না তাদের নিজেদের জীবনে বিপদ ডেকে আনছেন বলে মন্তব্য করেন মহাসচিব।Body:KRISHNAGAR PARTHOConclusion:
Last Updated : Apr 13, 2019, 11:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.