ETV Bharat / briefs

পুজোর আগেই ডিজিটাল ডিভাইস পড়ুয়াদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে - পড়ুয়াদের হাতে ডিজিটাল ডিভাইস তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু

ডিজিটাল ডিভাইড দূরীকরণের জন্য যে সকল পড়ুয়াদের কাছে স্মার্টফোন নেই তাঁদের স্মার্টফোন ও যাদের স্মার্টফোন থাকলেও ডেটা-প্যাক রিচার্জ করানোর সামর্থ্য নেই তাঁদের ডেটা-প্যাক রিচার্জ করিয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । সেই অনুযায়ী 200 জন নির্বাচিত পড়ুয়ার হাতে ডিজিটাল ডিভাইস তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হল ।

Jadavpur University
Jadavpur University
author img

By

Published : Oct 12, 2020, 4:16 PM IST

কলকাতা, 12 অক্টোবর: পুজোর আগেই ডিজিটাল ডিভাইস তথা স্মার্টফোন পড়ুয়াদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চালু করতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । আজ থেকে এই সপ্তাহের মধ্যেই অধিকাংশ স্মার্টফোন নির্বাচিত পড়ুয়াদের কাছে পৌঁছে দিতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । পাশাপাশি, আগে থেকেই চলছে ডেটা-প্যাক রিচার্জ করিয়ে দেওয়ার প্রক্রিয়া । সবমিলিয়ে প্রায় 800 পড়ুয়াকে ডেটা-প্যাক রিচার্জ করিয়ে দেওয়া হবে বলে জানা গেছে ।

অগাস্ট মাসে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে ডিজিটাল ডিভাইড দূরীকরণের জন্য যে সকল পড়ুয়াদের কাছে স্মার্টফোন নেই তাঁদের স্মার্টফোন ও যাদের স্মার্টফোন থাকলেও ডেটা-প্যাক রিচার্জ করানোর সামর্থ্য নেই তাঁদের ডেটা-প্যাক রিচার্জ করিয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । স্মার্টফোন বা ইন্টারনেট পরিষেবার কারণে কোনও পড়ুয়া যাতে কোরোনা আবহে চলা অনলাইন পঠন-পাঠন থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল । এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য অগাস্ট মাসের তৃতীয় সপ্তাহে তহবিল গঠন করা হয় । তাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, প্রাক্তনী ও শুভাকাঙ্ক্ষীদের দান করার আবেদন জানিয়েছিলেন উপাচার্য সুরঞ্জন দাশ । সেই আবেদনে সাড়া দেন অনেকেই । সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত সেই তহবিলে জমা পড়ে প্রায় 20 লাখ টাকা । সেপ্টেম্বর মাসের শুরুতেই সংগৃহীত অর্থ ব্যয় করার জন্য গঠন করা হয় একটি কমিটি । তারপরেই কমিটির তত্ত্বাবধানে শুরু হয় আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের চিহ্নিত করে তাঁদের এই সুবিধার জন্য তালিকাভুক্ত করার প্রক্রিয়া । সব বিভাগ থেকে পড়ুয়াদের তালিকা আসার পরে সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়ে যায় ডেটা-প্যাক রিচার্জ করার কাজ ।

এ বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "অধিকাংশ ডেটা-প্যাক রিচার্জ হয়ে গেছে । আমরা ফোন করে নম্বর ভেরিফাই করে তারপরে রিচার্জ করে দিচ্ছি । তিন মাসের ডেটা-প্যাক রিচার্জ করিয়ে দেওয়া হচ্ছে । সেটা 599 টাকা হতে পারে, 598 টাকা হতে পারে, 649 টাকা হতে পারে, এক একটা কম্পানির এক এক রকম ।" কত পড়ুয়াকে এই ডেটা-প্যাকের রিচার্জের সুবিধা দেওয়া হচ্ছে তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস রজত রায় বলেন, "আমাদের প্রায় 800 পড়ুয়াকে ডেটা-প্যাক রিচার্জ করিয়ে দেওয়া হচ্ছে । রিচার্জ করানোর প্রক্রিয়া চলছে ।"

অন্যদিকে, ডিজিট্যাল ডিভাইস তথা স্মার্টফোন কেনার প্রক্রিয়াও শুরু করা হয় সেপ্টেম্বর মাসে । গত সপ্তাহেই 200টি স্মার্টফোন এসে পৌঁছেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে । সেগুলি পড়ুয়াদের হাতে তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে আজ থেকে । চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "200 ইউনিট ফোন সরাসরি আনানো হয়েছে । এই সপ্তাহেই ডিন অফ স্টুডেন্টসের তত্ত্বাবধানে সেগুলোর ডিসট্রিবিউশন শুরু হয়ে যাবে । তারপরে আবার যদি প্রয়োজন পড়ে তাহলে 50 বা 100 যা হবে আনিয়ে নেওয়া যাবে ।" ডিন অফ স্টুডেন্সের তত্ত্বাবধানে পড়ুয়াদের মধ্যে বিতরণ করা হবে স্মার্টফোনগুলি । ইতিমধ্যেই সংশ্লিষ্ট পড়ুয়াদের তা জানিয়ে দেওয়া হয়েছে । তাঁরা চাইলে ডিন অফ স্টুডেন্টসের কাছ থেকে তা নিয়ে যেতে পারেন । তবে, কোনও পড়ুয়া আসতে না পারলে তাঁদের পোস্টের মাধ্যমেও স্মার্টফোন পাঠিয়ে দেওয়া হবে বলে জানান ডিন অফ স্টুডেন্টস রজত রায় । বলেন, "আমার অফিস থেকে বিতরণ হচ্ছে । বিভাগীয় প্রধানদের সুপারিশ অনুযায়ী পড়ুয়াদের দেওয়া হচ্ছে । যারা পারবেন তাঁরা এসে নিয়ে যাবেন । তবে, অনেকেই তো আসতে পারবেন না । অনেকেরই বাড়ি দূরে । সেক্ষেত্রে তাঁদের ঠিকানা নিয়ে পোস্ট বা ক্যুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে । আশা করছি এই সপ্তাহের মাঝামাঝি আমরা ক্যুরিয়ার বা পোস্ট করে পাঠানো শুরু করে দিতে পারব ।"

সবমিলিয়ে পুজোর আগেই অধিকাংশ পড়ুয়াদের ডেটা-প্যাক রিচার্জ ও স্মার্টফোন দেওয়া সম্ভব হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "পুজোর আগেই অধিকাংশ ছাত্রের হাতে মোবাইল পৌঁছে যাবে।"

কলকাতা, 12 অক্টোবর: পুজোর আগেই ডিজিটাল ডিভাইস তথা স্মার্টফোন পড়ুয়াদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চালু করতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । আজ থেকে এই সপ্তাহের মধ্যেই অধিকাংশ স্মার্টফোন নির্বাচিত পড়ুয়াদের কাছে পৌঁছে দিতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । পাশাপাশি, আগে থেকেই চলছে ডেটা-প্যাক রিচার্জ করিয়ে দেওয়ার প্রক্রিয়া । সবমিলিয়ে প্রায় 800 পড়ুয়াকে ডেটা-প্যাক রিচার্জ করিয়ে দেওয়া হবে বলে জানা গেছে ।

অগাস্ট মাসে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে ডিজিটাল ডিভাইড দূরীকরণের জন্য যে সকল পড়ুয়াদের কাছে স্মার্টফোন নেই তাঁদের স্মার্টফোন ও যাদের স্মার্টফোন থাকলেও ডেটা-প্যাক রিচার্জ করানোর সামর্থ্য নেই তাঁদের ডেটা-প্যাক রিচার্জ করিয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । স্মার্টফোন বা ইন্টারনেট পরিষেবার কারণে কোনও পড়ুয়া যাতে কোরোনা আবহে চলা অনলাইন পঠন-পাঠন থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল । এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য অগাস্ট মাসের তৃতীয় সপ্তাহে তহবিল গঠন করা হয় । তাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, প্রাক্তনী ও শুভাকাঙ্ক্ষীদের দান করার আবেদন জানিয়েছিলেন উপাচার্য সুরঞ্জন দাশ । সেই আবেদনে সাড়া দেন অনেকেই । সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত সেই তহবিলে জমা পড়ে প্রায় 20 লাখ টাকা । সেপ্টেম্বর মাসের শুরুতেই সংগৃহীত অর্থ ব্যয় করার জন্য গঠন করা হয় একটি কমিটি । তারপরেই কমিটির তত্ত্বাবধানে শুরু হয় আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের চিহ্নিত করে তাঁদের এই সুবিধার জন্য তালিকাভুক্ত করার প্রক্রিয়া । সব বিভাগ থেকে পড়ুয়াদের তালিকা আসার পরে সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়ে যায় ডেটা-প্যাক রিচার্জ করার কাজ ।

এ বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "অধিকাংশ ডেটা-প্যাক রিচার্জ হয়ে গেছে । আমরা ফোন করে নম্বর ভেরিফাই করে তারপরে রিচার্জ করে দিচ্ছি । তিন মাসের ডেটা-প্যাক রিচার্জ করিয়ে দেওয়া হচ্ছে । সেটা 599 টাকা হতে পারে, 598 টাকা হতে পারে, 649 টাকা হতে পারে, এক একটা কম্পানির এক এক রকম ।" কত পড়ুয়াকে এই ডেটা-প্যাকের রিচার্জের সুবিধা দেওয়া হচ্ছে তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস রজত রায় বলেন, "আমাদের প্রায় 800 পড়ুয়াকে ডেটা-প্যাক রিচার্জ করিয়ে দেওয়া হচ্ছে । রিচার্জ করানোর প্রক্রিয়া চলছে ।"

অন্যদিকে, ডিজিট্যাল ডিভাইস তথা স্মার্টফোন কেনার প্রক্রিয়াও শুরু করা হয় সেপ্টেম্বর মাসে । গত সপ্তাহেই 200টি স্মার্টফোন এসে পৌঁছেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে । সেগুলি পড়ুয়াদের হাতে তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে আজ থেকে । চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "200 ইউনিট ফোন সরাসরি আনানো হয়েছে । এই সপ্তাহেই ডিন অফ স্টুডেন্টসের তত্ত্বাবধানে সেগুলোর ডিসট্রিবিউশন শুরু হয়ে যাবে । তারপরে আবার যদি প্রয়োজন পড়ে তাহলে 50 বা 100 যা হবে আনিয়ে নেওয়া যাবে ।" ডিন অফ স্টুডেন্সের তত্ত্বাবধানে পড়ুয়াদের মধ্যে বিতরণ করা হবে স্মার্টফোনগুলি । ইতিমধ্যেই সংশ্লিষ্ট পড়ুয়াদের তা জানিয়ে দেওয়া হয়েছে । তাঁরা চাইলে ডিন অফ স্টুডেন্টসের কাছ থেকে তা নিয়ে যেতে পারেন । তবে, কোনও পড়ুয়া আসতে না পারলে তাঁদের পোস্টের মাধ্যমেও স্মার্টফোন পাঠিয়ে দেওয়া হবে বলে জানান ডিন অফ স্টুডেন্টস রজত রায় । বলেন, "আমার অফিস থেকে বিতরণ হচ্ছে । বিভাগীয় প্রধানদের সুপারিশ অনুযায়ী পড়ুয়াদের দেওয়া হচ্ছে । যারা পারবেন তাঁরা এসে নিয়ে যাবেন । তবে, অনেকেই তো আসতে পারবেন না । অনেকেরই বাড়ি দূরে । সেক্ষেত্রে তাঁদের ঠিকানা নিয়ে পোস্ট বা ক্যুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে । আশা করছি এই সপ্তাহের মাঝামাঝি আমরা ক্যুরিয়ার বা পোস্ট করে পাঠানো শুরু করে দিতে পারব ।"

সবমিলিয়ে পুজোর আগেই অধিকাংশ পড়ুয়াদের ডেটা-প্যাক রিচার্জ ও স্মার্টফোন দেওয়া সম্ভব হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "পুজোর আগেই অধিকাংশ ছাত্রের হাতে মোবাইল পৌঁছে যাবে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.