ETV Bharat / briefs

একমাসের ব্যবধানে দ্বিতীয়বার ভোটের লাইনে দার্জিলিং - undefined

রবিবার ফের দার্জিলিংয়ে ভোট । সকাল ৭ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত চলবে দার্জিলিং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ।

বুথে যাওয়ার আগে EVM দেখে নিচ্ছেন ভোটকর্মী
author img

By

Published : May 19, 2019, 5:19 AM IST

দার্জিলিং, 19 মে : রবিবার ফের দার্জিলিংয়ে ভোট । সকাল ৭ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত চলবে দার্জিলিং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন । ভোটকর্মীরা শনিবার রাতের মধ্যেই বুথে বুথে পৌঁছে গিয়েছেন ।

দার্জিলিং বিধানসভার এই উপনির্বাচনে ১৬ কম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে । মোট বুথের সংখ্যা ৩২১ । এর মধ্যে তিনটি "পি মাইনাস টু" (প্রত্যন্ত ও দুর্গম এলাকা) বুথ রয়েছে । এই তিনটি বুথ হল শ্রীখোলা, দারাগাও ও রাম্মাম ফরেস্ট । ওই বুথগুলিতেও পৌঁছে গিয়েছেন ভোটকর্মীরা । দার্জিলিং বিধানসভা কেন্দ্রের ভোটাররা একমাসের ব্যবধানে দু'বার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন । এর আগে ১৮ এপ্রিল তাঁরা লোকসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন । ফের ১৯ মে রবিবার তারা ভোটের লাইনে দাড়াতে চলেছেন।

দার্জিলিং জেলা নির্বাচন বিভাগ সূত্রে খবর, এই বিধানসভায় পুরুষ ভোটারের সংখ্যা ১,১৫,৭৫৬ । মহিলা ভোটার রয়েছে ১,১৯,২৪১ জন । কোনও তৃতীয় লিঙ্গের ভোটার নেই । মোট প্রার্থীর সংখ্যা ৯ । মূল লড়াই তৃণমূল কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী বিনয় তামাং-এর সঙ্গে BJP - GNLF - বিমল গুরুং সমর্থিত মোর্চা জোটের প্রার্থী নিরজ জিম্বার ।

দার্জিলিং, 19 মে : রবিবার ফের দার্জিলিংয়ে ভোট । সকাল ৭ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত চলবে দার্জিলিং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন । ভোটকর্মীরা শনিবার রাতের মধ্যেই বুথে বুথে পৌঁছে গিয়েছেন ।

দার্জিলিং বিধানসভার এই উপনির্বাচনে ১৬ কম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে । মোট বুথের সংখ্যা ৩২১ । এর মধ্যে তিনটি "পি মাইনাস টু" (প্রত্যন্ত ও দুর্গম এলাকা) বুথ রয়েছে । এই তিনটি বুথ হল শ্রীখোলা, দারাগাও ও রাম্মাম ফরেস্ট । ওই বুথগুলিতেও পৌঁছে গিয়েছেন ভোটকর্মীরা । দার্জিলিং বিধানসভা কেন্দ্রের ভোটাররা একমাসের ব্যবধানে দু'বার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন । এর আগে ১৮ এপ্রিল তাঁরা লোকসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন । ফের ১৯ মে রবিবার তারা ভোটের লাইনে দাড়াতে চলেছেন।

দার্জিলিং জেলা নির্বাচন বিভাগ সূত্রে খবর, এই বিধানসভায় পুরুষ ভোটারের সংখ্যা ১,১৫,৭৫৬ । মহিলা ভোটার রয়েছে ১,১৯,২৪১ জন । কোনও তৃতীয় লিঙ্গের ভোটার নেই । মোট প্রার্থীর সংখ্যা ৯ । মূল লড়াই তৃণমূল কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী বিনয় তামাং-এর সঙ্গে BJP - GNLF - বিমল গুরুং সমর্থিত মোর্চা জোটের প্রার্থী নিরজ জিম্বার ।

Intro:এক মাসে দ্বিতীয়বার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে দার্জিলিংয়ের মানুষ

দার্জিলিং, ১৮ মে : রবিবার ফের দার্জিলিংয়ে ভোট । সকাল ৭ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত চলবে দার্জিলিং বিধানসভা কেন্দ্রের এই ভোট পর্ব । এই ভোট নিতে ভোটকর্মীরা শনিবার রাতের মধ্যেই বুথে বুথে পৌঁছে গিয়েছেন ।Body:বিধানসভার এই উপ নির্বাচনে ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। মোট বুথের সংখ্যা ৩২১ টি । এর মধ্যে তিনটি পি মাইনাস টু (প্রত্যন্ত ও দুর্গম এলকায়) বুথ রয়েছে । এই তিনটি বুথ হল শ্রীখোলা, দারাগাও ও রাম্মাম ফরেস্ট । ওই ভোট কেন্দ্রগুলিতেও পৌঁছে গিয়েছেন ভোটকর্মীরা । দার্জিলিং বিধান সভার ভোটাররা একমাসের ব্যাবধানে দু' দু'বার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ পাছেন । প্রথমটি ১৮ এপ্রিল লোকসভা ভোটে প্রয়োগ করেছেন । দ্বিতীয়বারের জন্য ১৯ মে রবিবার প্রয়োগ করতে যাচ্ছেন । Conclusion:
দার্জিলিং জেলা নির্বাচন বিভাগ সূত্রে খবর, দার্জিলিং বিধানসভায় পুরুষ ভোটার ১,১৫,৭৫৬ জন। মহিলা ভোটার রয়েছে ১,১৯,২৪১জন । মোট ভোটার ২,৩৪,৯৯৭ জন । এই ভোটে মোট প্রার্থীর সংখ্যা ৯ জন । মূল লড়াই তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী বিনয় তামাঙয়ের সঙ্গে বিজেপি -জিএনএলএফ -বিমল পন্থি মোর্চা জোটের নীরজ জিম্বার বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.