ETV Bharat / briefs

73rd Republic Day Celebration : করোনার ধাক্কায় সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে ব্রাত্য ১৫ বছরের কম বয়সিরা - Republic Day 2022 Celebration

মালদায় করোনা পরিস্থিতিতে ধাক্কা খেতে বসেছে সাধারণতন্ত্র দিবসের উদযাপন (Republic Day 2022 Celebration) । স্থির করা হল নতুন নিয়ম । বলা হয়েছে, 15 বছর বয়সের নিচে কেউ সাধারণতন্ত্র দিবসের উদযাপনে অংশগ্রহণ করতে পারবে না ।

73rd Republic Day Celebration In Malda
চাঁচোলে কুচকাওয়াজের মহড়া
author img

By

Published : Jan 22, 2022, 10:29 PM IST

মালদা, 22 জানুয়ারি : করোনার থাবা পড়ল সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানেও । সংক্রমণ রুখতে 15 বছরের নিচে কেউ সেদিন অনুষ্ঠানে উপস্থিত হতে পারবে না । এমনকি কোনও ধরনের সাংস্কৃতিক বা ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা যাবে না । সংক্রমণ রুখতে প্রজাতন্ত্র দিবসে এই ফরমান জারি করেছে চাঁচল মহকুমা প্রশাসন (Republic Day 2022 Celebration in Malda) ।

প্রতি বছরের মতো এবারও আগামী 26 জানুয়ারি জেলা তথ্য সংস্কৃতি দফতর ও চাঁচল মহকুমা প্রশাসনের উদ্যোগে পালিত হতে চলেছে 73তম প্রজাতন্ত্র দিবস । তাকে কেন্দ্র করে গতকাল থেকেই চাঁচল স্টেডিয়ামে শুরু হয়েছে কুচকাওয়াজ, ফায়ারিং, গান প্যারেডের মহড়া । কিন্তু করোনা আবহে এবার 26 জানুয়ারি স্টেডিয়ামে প্রবেশে বিশেষ বিধি-নিষেধ জারি করা হয়েছে । 15 বছর বয়সের নিচে কাউকে সেদিন অনুষ্ঠান চলাকালীন মাঠে ঢুকতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন ।

এ প্রসঙ্গে অনুষ্ঠানের দায়িত্বে থাকা আধিকারিক পার্থ চক্রবর্তী জানান, “সাধারণতন্ত্র দিবস নিয়ে প্রশাসনিক বৈঠকে মহকুমাশাসক পরিষ্কার নির্দেশ দিয়েছেন, 15 বছর বয়সের নিচে কাউকে সেদিন মাঠে ঢুকতে দেওয়া হবে না । কারণ তারা এখনও করোনার টিকা পায়নি । তারা কেউ কোনও অনুষ্ঠানেও অংশ নিতে পারবে না । সেদিন মাঠে প্রত্যেককে মাস্ক পরে থাকতে হবে । মাঠে স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে । মাঠে যতটা সম্ভব শারীরিক দূরত্ববিধি সবাইকে মেনে চলতে হবে । এসব কারণে অন্যান্য বছরের মতো এবার প্রজাতন্ত্র দিবসে ফুটবল খেলা বন্ধ করে দেওয়া হয়েছে । দর্শকদের মাঠের ব্যারিকেডের বাইরে থাকতে হবে । তাঁদেরও মাস্ক পরেই অনুষ্ঠান দেখতে হবে ।”

আরও পড়ুন :75 বছরে এই প্রথম, পিছল 26 জানুয়ারি কুচকাওয়াজের সময়

মালদা, 22 জানুয়ারি : করোনার থাবা পড়ল সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানেও । সংক্রমণ রুখতে 15 বছরের নিচে কেউ সেদিন অনুষ্ঠানে উপস্থিত হতে পারবে না । এমনকি কোনও ধরনের সাংস্কৃতিক বা ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা যাবে না । সংক্রমণ রুখতে প্রজাতন্ত্র দিবসে এই ফরমান জারি করেছে চাঁচল মহকুমা প্রশাসন (Republic Day 2022 Celebration in Malda) ।

প্রতি বছরের মতো এবারও আগামী 26 জানুয়ারি জেলা তথ্য সংস্কৃতি দফতর ও চাঁচল মহকুমা প্রশাসনের উদ্যোগে পালিত হতে চলেছে 73তম প্রজাতন্ত্র দিবস । তাকে কেন্দ্র করে গতকাল থেকেই চাঁচল স্টেডিয়ামে শুরু হয়েছে কুচকাওয়াজ, ফায়ারিং, গান প্যারেডের মহড়া । কিন্তু করোনা আবহে এবার 26 জানুয়ারি স্টেডিয়ামে প্রবেশে বিশেষ বিধি-নিষেধ জারি করা হয়েছে । 15 বছর বয়সের নিচে কাউকে সেদিন অনুষ্ঠান চলাকালীন মাঠে ঢুকতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন ।

এ প্রসঙ্গে অনুষ্ঠানের দায়িত্বে থাকা আধিকারিক পার্থ চক্রবর্তী জানান, “সাধারণতন্ত্র দিবস নিয়ে প্রশাসনিক বৈঠকে মহকুমাশাসক পরিষ্কার নির্দেশ দিয়েছেন, 15 বছর বয়সের নিচে কাউকে সেদিন মাঠে ঢুকতে দেওয়া হবে না । কারণ তারা এখনও করোনার টিকা পায়নি । তারা কেউ কোনও অনুষ্ঠানেও অংশ নিতে পারবে না । সেদিন মাঠে প্রত্যেককে মাস্ক পরে থাকতে হবে । মাঠে স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে । মাঠে যতটা সম্ভব শারীরিক দূরত্ববিধি সবাইকে মেনে চলতে হবে । এসব কারণে অন্যান্য বছরের মতো এবার প্রজাতন্ত্র দিবসে ফুটবল খেলা বন্ধ করে দেওয়া হয়েছে । দর্শকদের মাঠের ব্যারিকেডের বাইরে থাকতে হবে । তাঁদেরও মাস্ক পরেই অনুষ্ঠান দেখতে হবে ।”

আরও পড়ুন :75 বছরে এই প্রথম, পিছল 26 জানুয়ারি কুচকাওয়াজের সময়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.