ETV Bharat / briefs

তিনবার বিপক্ষের জালে বল জড়িয়েও গোলশূন্য ড্র ব্রাজ়িলের !

গ্যাব্রিয়েল জেসাস, ফিলিপ কুটহিনো ও ফিরমিনো ভেনেজ়ুয়েলার জালে বল জড়ান । কিন্তু, তা বাতিল হয়ে যায় ।

ব্রাজ়িল
author img

By

Published : Jun 19, 2019, 10:05 AM IST

Updated : Jun 19, 2019, 11:07 AM IST

স্যালভাডোর, 19 জুন : ভেনেজ়ুয়েলার জালে তিনবার বল জড়িয়েও কোপা অ্যামেরিকার দ্বিতীয় ম্যাচে আটকে গেল ব্রাজ়িল । গোলশূন্য ড্র করল সেলেকাওরা । গ্যাব্রিয়েল জেসাস ও ফিলিপ কুটহিনোর গোলে বল ঢোকালেও পরে VAR দেখে অফসাইডের কারণে রেফারি গোল বাতিল করে দেন । তবে, কুটহিনোর গোল বাতিল নিয়ে বিতর্ক রয়েছে ।

12 মিনিটে প্রথম সুযোগ পায় ব্রাজ়িল । ফিরমিনোর হেডার ভেনেজ়ুয়েলার ক্রসবারের সামান্য উপর দিয়ে বেরিয়ে যায় । চার মিনিট পরেই সুবর্ণ সুযোগ হাতছাড়া করে ব্রাজ়িল । বক্সের ভিতর থেকে শট নেন নেরেস । কিন্তু, তা গোলে রাখতে পারেননি । দু'মিনিট পর সুযোগ পায় ভেনেজ়ুয়েলা । রনডনের হেড একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয় । এরপর ব্রাজ়িলকে কিছুটা চেপে ধরে ভেনেজ়ুয়েলা । কিন্তু, তা বেশিক্ষণ স্থায়ী হয়নি । আক্রমণের ঝাঁঝ বাড়াতে থাকে সেলেকাওরা । 39 মিনিটে ফিরমিনো ভেনেজ়ুয়েলার জালে বল জড়ালেও ফাউলের জন্য তা বতিল হয়ে যায় । প্রথমার্ধে খেলার ফল ছিল 0-0 ।

Brazil
বল দখলের লড়াই

দ্বিতীয়ার্ধের শুরু থেকে ব্রাজ়িলের দখলে বল থাকলেও ফাইনাল থার্ড সেভাবে সচল ছিল না । 60 মিনিটে গোল করেন গ্যাব্রিয়েল জেসাস । VAR দেখে অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারি । একের পর এক আক্রমণ করলেও গোলের মুখ খুলতে ব্যর্থ হয় ব্রাজ়িল । 87 মিনিটে ফিলিপ কুটহিনোর গোল করেন । কিন্তু, VAR দেখে ফের গোল বাতিল করে দেন রেফারি । কী কারণে গোল বাতিল করা হল এনিয়ে বিতর্ক শুরু হয়েছে । সাত মিনিট অতিরিক্ত সময় দেওয়া হলেও দুই দলই গোলের মুখ খুলতে পারেনি । শেষপর্যন্ত ম্যাচটি গোলশূন্য শেষ হয় । ড্রয়ের ফলে 2 ম্যাচে চার পয়েন্ট পেয়ে গ্রুপ A-তে প্রথম স্থানে রয়েছে ব্রাজ়িল । 2 ম্যাচে 2 পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে ভেনেজ়ুয়েলা ।

খেলার কিছু মুহূর্ত

স্যালভাডোর, 19 জুন : ভেনেজ়ুয়েলার জালে তিনবার বল জড়িয়েও কোপা অ্যামেরিকার দ্বিতীয় ম্যাচে আটকে গেল ব্রাজ়িল । গোলশূন্য ড্র করল সেলেকাওরা । গ্যাব্রিয়েল জেসাস ও ফিলিপ কুটহিনোর গোলে বল ঢোকালেও পরে VAR দেখে অফসাইডের কারণে রেফারি গোল বাতিল করে দেন । তবে, কুটহিনোর গোল বাতিল নিয়ে বিতর্ক রয়েছে ।

12 মিনিটে প্রথম সুযোগ পায় ব্রাজ়িল । ফিরমিনোর হেডার ভেনেজ়ুয়েলার ক্রসবারের সামান্য উপর দিয়ে বেরিয়ে যায় । চার মিনিট পরেই সুবর্ণ সুযোগ হাতছাড়া করে ব্রাজ়িল । বক্সের ভিতর থেকে শট নেন নেরেস । কিন্তু, তা গোলে রাখতে পারেননি । দু'মিনিট পর সুযোগ পায় ভেনেজ়ুয়েলা । রনডনের হেড একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয় । এরপর ব্রাজ়িলকে কিছুটা চেপে ধরে ভেনেজ়ুয়েলা । কিন্তু, তা বেশিক্ষণ স্থায়ী হয়নি । আক্রমণের ঝাঁঝ বাড়াতে থাকে সেলেকাওরা । 39 মিনিটে ফিরমিনো ভেনেজ়ুয়েলার জালে বল জড়ালেও ফাউলের জন্য তা বতিল হয়ে যায় । প্রথমার্ধে খেলার ফল ছিল 0-0 ।

Brazil
বল দখলের লড়াই

দ্বিতীয়ার্ধের শুরু থেকে ব্রাজ়িলের দখলে বল থাকলেও ফাইনাল থার্ড সেভাবে সচল ছিল না । 60 মিনিটে গোল করেন গ্যাব্রিয়েল জেসাস । VAR দেখে অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারি । একের পর এক আক্রমণ করলেও গোলের মুখ খুলতে ব্যর্থ হয় ব্রাজ়িল । 87 মিনিটে ফিলিপ কুটহিনোর গোল করেন । কিন্তু, VAR দেখে ফের গোল বাতিল করে দেন রেফারি । কী কারণে গোল বাতিল করা হল এনিয়ে বিতর্ক শুরু হয়েছে । সাত মিনিট অতিরিক্ত সময় দেওয়া হলেও দুই দলই গোলের মুখ খুলতে পারেনি । শেষপর্যন্ত ম্যাচটি গোলশূন্য শেষ হয় । ড্রয়ের ফলে 2 ম্যাচে চার পয়েন্ট পেয়ে গ্রুপ A-তে প্রথম স্থানে রয়েছে ব্রাজ়িল । 2 ম্যাচে 2 পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে ভেনেজ়ুয়েলা ।

খেলার কিছু মুহূর্ত
RESTRICTIONS:
DIGITAL: SNTV clients only. No stand alone clip usage on any digital or social platform.
BROADCAST: SNTV clients only. No access Argentina, Bahrain, Iran, Iraq, Jordan, Kuwait, Lebanon, Oman, Palestine, Qatar, Saudi Arabia, Syria, United Arab Emirates, Yemen, Algeria, Chad, Egypt, Libya, Djibouti, Mauritania, Morocco, Somalia, Sudan & Tunisia, USA and Canada. Broadcasters in Brazil cannot use the material until two hours after the final whistle. Broadcasters in Japan cannot use the material until 12 hours after the final whistle. Maximum use 3 minutes except in Brazil where it is 2 minutes.
Broadcasters may distribute match highlights via a digital linear transmission simulcast of their news bulletins on their own fully-owned websites and mobile applications only. This simulcast cannot be via a social media platform. This digital simulcast must be geoblocked.  Use within 48 hours. International broadcasters (such as the BBC or CNN) are subject to all restrictions and embargos when they broadcast national or regional feeds (including but not limited to feeds dedicated to Brazil, Argentina, the Middle Eastern & North Africa, the USA and Canada). They are not subject to the restrictions and embargos when they broadcast their global feed. No advertising or sponsorship may be placed around the highlights in such a manner as might reasonably imply a connection or an association between any third party or third party's product or services and the event.
SHOTLIST: Arena Fonte Nova, Salvador, Brazil. 18th June 2019.
Brazil (Yellow and blue) vs. Venezuela (purple) - 0-0
1.00:00 Players walking out the pitch
First half
2.00:07 Brazil chance - Richarlison shot is cleared away by Venezuela's goalkeeper Wuilker Farinez
3.00:15 Venezuela chance - Solomon Rondon header goes wide
Second half
4.00:24 Brazil chance - Gabriel Jesus shot goes wide
5. 00:33 Brazil GOAL - Gabriel Jesus scores goal assisted by Roberto Firmino in the 60th minute
6.00:47 Replay
7.00:53 Referee rules out goal for offside
8. 01:01 Replay
9. 01:10 Brazil chance - Arthur Melo shot goes wide
10. 01:17 Brazil GOAL - Philippe Coutinho scores assisted by Everton in the 87th minute
11.01:30 Replay
12.01:38 Referee rules out goal for offside
13. 01:46 Cutaway Coutinho
14.01:51 Replay
15. Brazil chance - Fernandinho header goes wide after corner
16.02:04 Replay
17. 02:10 Firmino
SOURCE: CONMEBOL
DURATION: 02:15
STORYLINE:
Brazil followed a lackluster win over Bolivia with a scoreless draw against Venezuela in the Copa America on Tuesday, prompting more jeers from local fans.
Brazil had two goals reversed by video review because of offside calls, one by Gabriel Jesus early in the second half and another by Philippe Coutinho near the end of the match.
Last Updated : Jun 19, 2019, 11:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.