রায়পুর, 6 এপ্রিল : "আমি কংগ্রসকে বলতে চাই তোমরা দেশের জওয়ানদের দুর্বল করার চেষ্টা করছ, শুধু একবার নিজেরা সমস্তরকম নিরাপত্তা থেকে বেরিয়ে দেখাও।" কংগ্রসের ইস্তাহারে AFSPA (আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট) সংশোধনের প্রতিশ্রুতিকে কটাক্ষ করে আজ ছত্তিশগড়ের সভায় একথা বলেন নরেন্দ্র মোদি। এছাড়া আজ মহারাষ্ট্রের নান্দেদ এলাকায় এক জনসভায় তিনি বলেন, "কংগ্রেসের অবস্থা এখন ডুবন্ত টাইটানিক জাহাজের মতো। কংগ্রেস নিজে তো ডুববেই, পাশাপাশি সেই জাহাজে বাকি যারা চেপেছে তারাও ডুববে।"
সভায় মোদি আরও বলেন, "কংগ্রেস এবং অন্য যে দলগুলি কংগ্রেসকে সমর্থন করছে, তারা সবাই মানুষের টাকা লুট করার জন্য নির্বাচন লড়ছে। আর আমরা প্রতিটি টাকার সদ্ব্যবহার করার জন্য নির্বাচনে লড়ছি। তারা নির্বাচন লড়ছে দেশের সেনাকে দুর্বল করার জন্য, আর আমরা সেনাকে আত্মনির্ভরশীল করার জন্য নির্বাচন লড়ছি।"
কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তাহারে বলেছে, তারা ক্ষমতায় এলে AFSPA পর্যালোচনা করবে। প্রয়োজনে সংশোধন আনবে। আজ এই বিষয়টিকে কটাক্ষ করেন মোদি।
এই ইস্তাহারের সমালোচনা করে আগে অরুণ জেটলি বলেছিলেন, "কংগ্রেসের ইস্তাহার মাওবাদীদের এবং জিহাদিদের রক্ষা করার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি সন্ত্রাসবাদীদের অনুমতি দেবে সেনাবাহিনী ঠিক করছে, না ভুল তা বিচার করার। যা ভয়ংকর।"