কলকাতা, 28 এপ্রিল : কমিশনের পুনর্নির্বাচনের ঘোষণায় খুশি নয় কংগ্রেস । কংগ্রেস চেয়েছিল রায়গঞ্জের অন্তত 17টি বুথে পুনর্নির্বাচন হোক । কিন্তু দিল্লির নির্বাচন সদন 3টি বুথে পুনর্নির্বাচনের কথা ঘোষণা করেছে । আগামীকাল এই তিন বুথে পুনর্নির্বাচন হবে । আজ রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে যান । বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকের কাছে তিনি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি করেন ।
দ্বিতীয় দফার নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে অনেক গন্ডগোল হয়েছিল । বিরোধীদের অভিযোগ, যেসব জায়গায় রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী ছিল সেখানেই বেশি গন্ডগোল হয়েছে । রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে পাঁচ দিন ধরে স্ক্রুটিনি প্রক্রিয়া চলে । সেই রিপোর্ট রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে যায় । স্ক্রুটিনি প্রক্রিয়া শেষ করার পর উত্তর দিনাজপুরের জেলাশাসক ও রায়গঞ্জ কেন্দ্রের পর্যবেক্ষক 3টি বুথে পুনর্নির্বাচনের সুপারিশ করেন । সেগুলি হল ইসলামপুররের 19 ও 37 নম্বর বুথ ও গোয়ালপোখরের 191 নম্বর বুথ । আগামীকাল চতুর্থ দফার নির্বাচনের সাথেই এই তিনটি বুথের নির্বাচন হবে । গতকাল দিল্লির নির্বাচন কমিশন এই ঘোষণাই করেছে । আজ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে এসে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান দীপা ।
দীপা বলেন, "আমরা 17টি বুথে পুনর্নির্বাচনের দাবি করেছিলাম । অথচ 3টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে । এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি ।"