ETV Bharat / briefs

মাত্র 3 বুথে পুনর্নির্বাচন, অখুশি দীপা - deepa dasmunsi

কংগ্রেস রায়গঞ্জের 17 টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল । কিন্তু নির্বাচন কমিশন 3 টি বুথে পুনর্নির্বাচনের কথা ঘোষণা করে । এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন দীপা দাশমুন্সি ।

দীপা দাশমুন্সি
author img

By

Published : Apr 28, 2019, 6:09 PM IST

Updated : Apr 28, 2019, 10:53 PM IST

কলকাতা, 28 এপ্রিল : কমিশনের পুনর্নির্বাচনের ঘোষণায় খুশি নয় কংগ্রেস । কংগ্রেস চেয়েছিল রায়গঞ্জের অন্তত 17টি বুথে পুনর্নির্বাচন হোক । কিন্তু দিল্লির নির্বাচন সদন 3টি বুথে পুনর্নির্বাচনের কথা ঘোষণা করেছে । আগামীকাল এই তিন বুথে পুনর্নির্বাচন হবে । আজ রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে যান । বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকের কাছে তিনি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি করেন ।

দ্বিতীয় দফার নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে অনেক গন্ডগোল হয়েছিল । বিরোধীদের অভিযোগ, যেসব জায়গায় রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী ছিল সেখানেই বেশি গন্ডগোল হয়েছে । রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে পাঁচ দিন ধরে স্ক্রুটিনি প্রক্রিয়া চলে । সেই রিপোর্ট রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে যায় । স্ক্রুটিনি প্রক্রিয়া শেষ করার পর উত্তর দিনাজপুরের জেলাশাসক ও রায়গঞ্জ কেন্দ্রের পর্যবেক্ষক 3টি বুথে পুনর্নির্বাচনের সুপারিশ করেন । সেগুলি হল ইসলামপুররের 19 ও 37 নম্বর বুথ ও গোয়ালপোখরের 191 নম্বর বুথ । আগামীকাল চতুর্থ দফার নির্বাচনের সাথেই এই তিনটি বুথের নির্বাচন হবে । গতকাল দিল্লির নির্বাচন কমিশন এই ঘোষণাই করেছে । আজ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে এসে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান দীপা ।

ভিডিয়োয় শুনুন দীপার বক্তব্য

দীপা বলেন, "আমরা 17টি বুথে পুনর্নির্বাচনের দাবি করেছিলাম । অথচ 3টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে । এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি ।"

কলকাতা, 28 এপ্রিল : কমিশনের পুনর্নির্বাচনের ঘোষণায় খুশি নয় কংগ্রেস । কংগ্রেস চেয়েছিল রায়গঞ্জের অন্তত 17টি বুথে পুনর্নির্বাচন হোক । কিন্তু দিল্লির নির্বাচন সদন 3টি বুথে পুনর্নির্বাচনের কথা ঘোষণা করেছে । আগামীকাল এই তিন বুথে পুনর্নির্বাচন হবে । আজ রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে যান । বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকের কাছে তিনি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি করেন ।

দ্বিতীয় দফার নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে অনেক গন্ডগোল হয়েছিল । বিরোধীদের অভিযোগ, যেসব জায়গায় রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী ছিল সেখানেই বেশি গন্ডগোল হয়েছে । রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে পাঁচ দিন ধরে স্ক্রুটিনি প্রক্রিয়া চলে । সেই রিপোর্ট রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে যায় । স্ক্রুটিনি প্রক্রিয়া শেষ করার পর উত্তর দিনাজপুরের জেলাশাসক ও রায়গঞ্জ কেন্দ্রের পর্যবেক্ষক 3টি বুথে পুনর্নির্বাচনের সুপারিশ করেন । সেগুলি হল ইসলামপুররের 19 ও 37 নম্বর বুথ ও গোয়ালপোখরের 191 নম্বর বুথ । আগামীকাল চতুর্থ দফার নির্বাচনের সাথেই এই তিনটি বুথের নির্বাচন হবে । গতকাল দিল্লির নির্বাচন কমিশন এই ঘোষণাই করেছে । আজ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে এসে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান দীপা ।

ভিডিয়োয় শুনুন দীপার বক্তব্য

দীপা বলেন, "আমরা 17টি বুথে পুনর্নির্বাচনের দাবি করেছিলাম । অথচ 3টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে । এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি ।"

Intro:কলকাতা, ২৮ এপ্রিল: কমিশনের পুনর্নির্বাচনের ঘোষণায় খুশি নয় কংগ্রেস। কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি চেয়েছিলাম অন্তত 17 টি বুথে পুননির্বাচন। অথচ দিল্লির নির্বাচন সদন ঘোষণা করেছে 3 টি বুথে পুনঃনির্বাচনের। আগামীকাল রায়গঞ্জের সেই তিনটি বুথে পুনর্নির্বাচন। বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তরে ছুটে এলেন কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি। দাবি করলেন সিদ্ধান্ত পূনর্বিবেচনার। আখি দাবি তিনি রাখতে চলেছেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকের কাছেও।
Body:দ্বিতীয় দফার নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে গণ্ডগোল হয়েছিল বিস্তর। বিরোধীদের অভিযোগ, যেখানে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী ছিল সেখানেই গন্ডগোল হয়েছে বেশি। ওই লোকসভা কেন্দ্রে পাঁচ দিন ধরে স্কুটিনি প্রক্রিয়া চলে। তারপর রিপোর্ট আসে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে। স্কুটিনি প্রক্রিয়া শেষ করার পর উত্তর দিনাজপুরের জেলা শাসক এবং রায়গঞ্জ কেন্দ্রের পর্যবেক্ষক 3 টি বুথে পুনঃনির্বাচনের সুপারিশ করে। সেগুলি হল ইসলামপুরের ১৯ নম্বর ঢোলো গাছ SSKর বুথ, ইসলামপুরের পাতাগোরা বালিকা বিদ্যালয়ের ৩৭ নম্বর বুথ, আর গোয়ালপোখোরের ১৯১ নম্বর বুথ। আগামীকাল ওই 3 টি বুথে পুননির্বাচন হবে। গতকাল দিল্লির নির্বাচন শয়তান এমন ঘোষণাই করেছে। তারপরেই আজ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে ছুটে এলেন দীপা দাশমুন্সি।
Conclusion:তিনি বলেন, “ সেদিন আমরা দাবি করেছিলাম 17 টি বুথে পুনঃনির্বাচনের। অথচ দেওয়া হল 3 টি বুথে। আমরা সিদ্ধান্ত পুনর্বিবেচনা দাবি জানাচ্ছি।"
Last Updated : Apr 28, 2019, 10:53 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.