ETV Bharat / briefs

বিল নিয়ে অভিযোগ, দোষ না থাকলেও 15 হাজার টাকা ছাড় বেসরকারি হাসপাতালের - কোরোনা

কোরোনা আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে বিল হয়েছিল 4 লাখ 41 হাজার টাকা । রোগীর পরিবারের অভিযোগ, অতিরিক্ত বিল করা হয়েছে । কিন্তু ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের তারফে জানানো হয়, এতে হাসপাতালের গাফিলতি নেই । তবে দোষ না থাকা সত্ত্বেও ওই বেসরকারি হাসপাতালের তরফে রোগীর পরিবারকে 15 হাজার টাকা ছাড় দেওয়া হয় ।

Hospital bill, COVID 19
Hospital bill, COVID 19
author img

By

Published : Oct 1, 2020, 1:33 PM IST

কলকাতা, 1 অক্টোবর : এক COVID-19 রোগীর চিকিৎসার খরচ হিসাবে একটি বেসরকারি হাসপাতালের বিল নিয়ে অভিযোগ দায়ের করা হয় ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনে (WBCERC) । এই মামলায় ওই হাসপাতালের কোনও দোষ খুঁজে পায়নি রাজ্যের স্বাস্থ্য কমিশন । তবে, ওই বিল থেকে 15 হাজার টাকা ছাড় দেওয়ার কথা বলেছে বেসরকারি হাসপাতাল ।

তপসিয়া অঞ্চলে অবস্থিত ওই বেসরকারি হাসপাতালে 80 বছরের এক COVID-19 রোগীকে ভরতি করা হয়েছিল । তাঁকে বাঁচানো সম্ভব হয়নি । হাসপাতালেই তাঁর মৃত্যু হয় । এরপর মৃতের ছেলে রাজ্যের স্বাস্থ্য কমিশনে অভিযোগ জানান । কমিশনের বক্তব্য, অভিযোগে মৃত রোগীর ছেলে জানিয়েছিলেন, তাঁর বাবার কী চিকিৎসা হয়েছিল ওই হাসপাতালে, সেই বিষয়ে তাঁরা কিছুই জানেন না । তবে তাঁর বাবার চিকিৎসার জন্য ওই হাসপাতালে বিল হয়েছে 4 লাখ 41 হাজার টাকা । অভিযোগকারীর মূল অভিযোগ ছিল বিল নিয়ে । অভিযোগ পাওয়ার পর শুরু হয় মামলা । কমিশন জানিয়েছে, ওই রোগীকে হাসপাতালে ভরতির সময় রোগীর পরিজনদের 50 হাজার টাকা দিতে হয়েছিল। রোগীর চিকিৎসার জন্য আর কোনও টাকা ওই বেসরকারি হাসপাতালে দিতে হয়নি পরিজনদের । হাসপাতালের 4 লাখ 41 হাজার টাকার বিলের মধ্যে 3 লাখ 55 হাজার টাকা বিমা সংস্থার কাছ থেকে পাওয়া গিয়েছে ।

রাজ‍্যের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, এই বিল নিয়ে বেসরকারি ওই হাসপাতালের তেমন কোনও গাফিলতি খুঁজে পাওয়া যায়নি । এর পরে অভিযোগকারী দাবি করেন, তাঁর বাবার চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়ে গিয়েছে, তাই যেন কিছু টাকা ছাড় দেওয়া হয় । এই বিষয়ে বেসরকারি ওই হাসপাতালকে অনুরোধ জানায় কমিশন । এর পরে বেসরকারি ওই হাসপাতাল বিল থেকে 15 হাজার টাকা ছাড় দেওয়ার কথা বলে ।

কলকাতা, 1 অক্টোবর : এক COVID-19 রোগীর চিকিৎসার খরচ হিসাবে একটি বেসরকারি হাসপাতালের বিল নিয়ে অভিযোগ দায়ের করা হয় ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনে (WBCERC) । এই মামলায় ওই হাসপাতালের কোনও দোষ খুঁজে পায়নি রাজ্যের স্বাস্থ্য কমিশন । তবে, ওই বিল থেকে 15 হাজার টাকা ছাড় দেওয়ার কথা বলেছে বেসরকারি হাসপাতাল ।

তপসিয়া অঞ্চলে অবস্থিত ওই বেসরকারি হাসপাতালে 80 বছরের এক COVID-19 রোগীকে ভরতি করা হয়েছিল । তাঁকে বাঁচানো সম্ভব হয়নি । হাসপাতালেই তাঁর মৃত্যু হয় । এরপর মৃতের ছেলে রাজ্যের স্বাস্থ্য কমিশনে অভিযোগ জানান । কমিশনের বক্তব্য, অভিযোগে মৃত রোগীর ছেলে জানিয়েছিলেন, তাঁর বাবার কী চিকিৎসা হয়েছিল ওই হাসপাতালে, সেই বিষয়ে তাঁরা কিছুই জানেন না । তবে তাঁর বাবার চিকিৎসার জন্য ওই হাসপাতালে বিল হয়েছে 4 লাখ 41 হাজার টাকা । অভিযোগকারীর মূল অভিযোগ ছিল বিল নিয়ে । অভিযোগ পাওয়ার পর শুরু হয় মামলা । কমিশন জানিয়েছে, ওই রোগীকে হাসপাতালে ভরতির সময় রোগীর পরিজনদের 50 হাজার টাকা দিতে হয়েছিল। রোগীর চিকিৎসার জন্য আর কোনও টাকা ওই বেসরকারি হাসপাতালে দিতে হয়নি পরিজনদের । হাসপাতালের 4 লাখ 41 হাজার টাকার বিলের মধ্যে 3 লাখ 55 হাজার টাকা বিমা সংস্থার কাছ থেকে পাওয়া গিয়েছে ।

রাজ‍্যের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, এই বিল নিয়ে বেসরকারি ওই হাসপাতালের তেমন কোনও গাফিলতি খুঁজে পাওয়া যায়নি । এর পরে অভিযোগকারী দাবি করেন, তাঁর বাবার চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়ে গিয়েছে, তাই যেন কিছু টাকা ছাড় দেওয়া হয় । এই বিষয়ে বেসরকারি ওই হাসপাতালকে অনুরোধ জানায় কমিশন । এর পরে বেসরকারি ওই হাসপাতাল বিল থেকে 15 হাজার টাকা ছাড় দেওয়ার কথা বলে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.