ভাঙড়, 5 এপ্রিল : বামফ্রন্ট প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যের সমর্থনে মিছিলে লোকজন নিয়ে হামলার অভিযোগ উঠল ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে। পালটা তাঁর উপর হামলা চালানোর অভিযোগ উঠল। আরাবুলের গাড়িও ভাঙচুর করা হয়েছে।
আজ ভাঙড়ের পোলেরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার দক্ষিণ গাজিপুরে নির্বাচনী সভা ছিল যাদবপুর লোকসভা কেন্দ্রের CPI(M) প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যের। বিকেল তিনটে নাগাদ এলাকার জমি কমিটির সদস্য ও CPI(M) কর্মী সমর্থকরা সেই সভায় যোগদানের জন্য মিছিল করে যাচ্ছিল। অভিযোগ, সেই মিছিল শ্যামনগর মোড়ের কাছে আসতেই আরাবুল ইসলাম ও তাঁর অনুগামীরা হামলা চালায়। পালটা আরাবুল ও তাঁর অনুগামীদের উপর হামলারও অভিযোগ রয়েছে জমি কমিটির বিরুদ্ধে।
এই ঘটনার প্রতিবাদে শ্যামনগর মোড়ে হাড়োয়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন CPI(M) কর্মী-সমর্থক ও জমি কমিটির সদস্যরা। খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। অন্যদিকে, নতুন হাটে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন আরাবুল ও তাঁর অনুগামীরা। দোষীদের গ্রেপ্তার করার দাবি তুলেছেন তাঁরা।