ETV Bharat / briefs

ট্রেনের আসন দখল নিয়ে যাত্রীদের মারপিট, জখম ৬

লোকাল ট্রেনে আসন দখল নিয়ে বচসার জেরে দুই দল যাত্রীর মধ্যে মারপিট হয়। এক দল অন্য দলের উপর রড, ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এই ঘটনায় জখন হয়েছেন 6 জন।

আহত হয়েছেন ৬ যাত্রী
author img

By

Published : Apr 23, 2019, 4:51 AM IST

পাঁশকুড়া, ২৩ এপ্রিল : লোকাল ট্রেনে আসন দখল নিয়ে বচসার জেরে দুই দল যাত্রীর মধ্যে মারপিট হল । হাওড়া-হলদিয়া রুটের লোকাল ট্রেনের ঘটনা । এই ঘটনায় ৬ যাত্রী জখম হন । গুরুতর আহত অবস্থায় দু'জনকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে । এই ঘটনায় শেখ মেহবুব নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

গতকাল হাওড়া-হলদিয়া শাখার একটি লোকাল ট্রেনে বাগনান স্টেশন থেকে ওঠেন সুভাষ মাইতি ও তার বন্ধুরা । ট্রেনের কয়েকটি আসন ফাঁকা দেখে তারা সেখানে বসেন । এরপর কোলাঘাট স্টেশন থেকে প্রায় কুড়ি জনের একটি দল ট্রেনে ওঠে । ট্রেনটি মেচেদা আসার পরেই সেই দলটি আসনে বসে থাকা যাত্রীদের সরে বসতে বলে । এনিয়ে যাত্রীদের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, আসনে বসে থাকা যাত্রীদের উপর রড, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করা হয় । ট্রেনের অন্যান্য যাত্রীরা এই ঘটনার প্রতিবাদ করেন । এরপর দলটি নন্দাইগাজন স্টেশনে ট্রেন থেকে নেমে পালিয়ে যায় । কিন্তু সবাই পালিয়ে গেলেই ওই দলের এক যুবককে যাত্রীরা ধরে ফেলেন । তার নাম সেখ মেহবুব। তাকে গ্রেপ্তার করা হয়েছে । এই ঘটনায় ছয় যাত্রী জখম হন । গুরুতর জখম হন সুভাষ মাইতি ও তার বন্ধু শুভ মাইতি ।

সুভাষ বলেন, "প্রতিদিনই আমরা ট্রেনে যাতায়াত করি । মাঝেমধ্যে আসন দখল নিয়ে সামান্য বচসা হয় । কিন্তু সেই বচসা এত বড় আকার নেবে আমরা ভাবতে পারিনি । ওদের হাতে লোহার রড, লাঠি ও ধারালো অস্ত্র ছিল । তাই দিয়ে আমাদের মারধর করেছে । সন্ধের ট্রেনে যাত্রীদের নিরাপত্তার যদি এই হাল এই হয় তবে রাতের ট্রেনে যাত্রীদের নিরাপত্তা কোথায়? মারধরের কারণে আমার এক সহযাত্রীর মাথা ফেটে গেছে । আমার কান দিয়ে রক্ত বের হচ্ছে । অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে থানায় অভিযোগ জানিয়েছি।"

পাঁশকুড়া GRP থানার OC অসীমকুমার পাত্র জানিয়েছেন, "চলন্ত ট্রেনে যাত্রীদের মারধরের ঘটনায় ইতিমধ্যেই এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে । আগামীকাল তাকে তমলুক আদালতে তোলা হবে । আহত যাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে । বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে ।"

পাঁশকুড়া, ২৩ এপ্রিল : লোকাল ট্রেনে আসন দখল নিয়ে বচসার জেরে দুই দল যাত্রীর মধ্যে মারপিট হল । হাওড়া-হলদিয়া রুটের লোকাল ট্রেনের ঘটনা । এই ঘটনায় ৬ যাত্রী জখম হন । গুরুতর আহত অবস্থায় দু'জনকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে । এই ঘটনায় শেখ মেহবুব নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

গতকাল হাওড়া-হলদিয়া শাখার একটি লোকাল ট্রেনে বাগনান স্টেশন থেকে ওঠেন সুভাষ মাইতি ও তার বন্ধুরা । ট্রেনের কয়েকটি আসন ফাঁকা দেখে তারা সেখানে বসেন । এরপর কোলাঘাট স্টেশন থেকে প্রায় কুড়ি জনের একটি দল ট্রেনে ওঠে । ট্রেনটি মেচেদা আসার পরেই সেই দলটি আসনে বসে থাকা যাত্রীদের সরে বসতে বলে । এনিয়ে যাত্রীদের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, আসনে বসে থাকা যাত্রীদের উপর রড, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করা হয় । ট্রেনের অন্যান্য যাত্রীরা এই ঘটনার প্রতিবাদ করেন । এরপর দলটি নন্দাইগাজন স্টেশনে ট্রেন থেকে নেমে পালিয়ে যায় । কিন্তু সবাই পালিয়ে গেলেই ওই দলের এক যুবককে যাত্রীরা ধরে ফেলেন । তার নাম সেখ মেহবুব। তাকে গ্রেপ্তার করা হয়েছে । এই ঘটনায় ছয় যাত্রী জখম হন । গুরুতর জখম হন সুভাষ মাইতি ও তার বন্ধু শুভ মাইতি ।

সুভাষ বলেন, "প্রতিদিনই আমরা ট্রেনে যাতায়াত করি । মাঝেমধ্যে আসন দখল নিয়ে সামান্য বচসা হয় । কিন্তু সেই বচসা এত বড় আকার নেবে আমরা ভাবতে পারিনি । ওদের হাতে লোহার রড, লাঠি ও ধারালো অস্ত্র ছিল । তাই দিয়ে আমাদের মারধর করেছে । সন্ধের ট্রেনে যাত্রীদের নিরাপত্তার যদি এই হাল এই হয় তবে রাতের ট্রেনে যাত্রীদের নিরাপত্তা কোথায়? মারধরের কারণে আমার এক সহযাত্রীর মাথা ফেটে গেছে । আমার কান দিয়ে রক্ত বের হচ্ছে । অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে থানায় অভিযোগ জানিয়েছি।"

পাঁশকুড়া GRP থানার OC অসীমকুমার পাত্র জানিয়েছেন, "চলন্ত ট্রেনে যাত্রীদের মারধরের ঘটনায় ইতিমধ্যেই এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে । আগামীকাল তাকে তমলুক আদালতে তোলা হবে । আহত যাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে । বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে ।"

Intro:wbemid 6.2.19 rfc test fid soumya


Body:wbemid 6.2.19 rfc test fid soumya


Conclusion:wbemid 6.2.19 rfc test fid soumya

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.