ETV Bharat / briefs

"ওঁর শিক্ষার অভাব রয়েছে", নাম না করে দিলীপকে কটাক্ষ চন্দ্রিমার - দিলীপের সমালোচনায় চন্দ্রিমা ভট্টাচার্য

গতকাল BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ICCR-এ বলেন,"শাহিনবাগ ও পার্কসার্কাসে কিছু অশিক্ষিত মানুষকে বসিয়ে রাখা হয়েছে। বিদেশিদের পয়সায় ওদের বিরিয়ানি খাওয়ানো হচ্ছে ।" এর কড়া সমালোচনা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য ।

chandrima bhattacharyay
দিলীপকে পাল্টা কটাক্ষ চন্দ্রিমার
author img

By

Published : Feb 16, 2020, 9:29 PM IST

Updated : Feb 17, 2020, 4:00 PM IST

বারাসত,16 ফেব্রুয়ারি : শাহিনবাগ ও পার্কসার্কাসে নাগরিকত্ব (সংশোধনী) আইনের প্রতিবাদে আন্দোলনরত মহিলাদের নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের কড়া সমালোচনা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য । গতকাল BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "শাহিনবাগ ও পার্কসার্কাসে কিছু অশিক্ষিত মানুষকে বসিয়ে রাখা হয়েছে। বিদেশিদের পয়সায় ওদের বিরিয়ানি খাওয়ানো হচ্ছে ।" এই বিষয়ে আজ চন্দ্রিমা ভট্টাচার্য দিলীপ ঘোষের নাম না করে বলেন, "ওঁর(দিলীপ ঘোষ)শিক্ষার অভাব রয়েছে ।এভাবে মহিলাদের অশিক্ষিত বলা কোনও শিক্ষার লক্ষ্মণ নয় । ওনার যে রুচি, সেই রুচির পরিচয় উনি নিজেই দিয়েছেন । "

শাহিনবাগ ও পার্ক সার্কাসে আন্দোলনরত মহিলাদের অশিক্ষিত বলায় এভাবেই আজ নাম না করে দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য । সেই সঙ্গে গুজরাতের কলেজে মহিলাদের সঙ্গে অভব্য আচরণেরও সমালোচনা করেন তিনি । বলেন, "এই ধরনের ভাষা ব্যবহার করা যায় না। যিনি ব্যবহার করেছেন, তিনি কতটা শিক্ষিত, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে । মা কখনও অশিক্ষিত হয় না । মা সবসময় শিক্ষাই দেয় তাঁর সন্তানকে । এটা ঠিক যে, অনেক মহিলা পড়াশোনা কিংবা পুঁথিগত বিদ্যায় পারদর্শী নাও হতে পারেন । তবে, মানুষ তৈরি করার কারিগরি বিদ্যা যে কোনও মহিলারাই আছে"।

CAA নিয়ে কেন্দ্রের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, "শুধু CAA নয়, কোনও বিষয়েই কেন্দ্র তার সঠিক ভূমিকা পালন করছে না । তবে,CAA নিয়ে আমাদের বিরোধিতা চলবে ।সারা দেশে এনিয়ে আন্দোলন চলছে । আমাদের নেত্রী সবার প্রথমে CAA নিয়ে আন্দোলনে নেমেছেন"। রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতালে ঠিকমতো চিকিৎসা হচ্ছে না, বিরোধীদের এই প্রশ্নের উত্তরে চন্দ্রিমা বলেন, সুপার স্পেশালিটি হাসপাতাল খুব ভালোভাবে চলছে । তবে সরকারি হাসপাতালে পর্যাপ্ত নার্স ও চিকিৎসকের অভাবের জন্য তিনি বাম সরকারকেই দায়ি করেন । তাঁর দাবি, 34 বছর বাম শাসনে রাজ্যের কিছু হয়নি । তিনি বলেন, "রাজ্যে নতুন মেডিকেল কলেজ,নার্সিং ট্রেনিং কলেজ হবে । সেখান থেকে আরও চিকিৎসক ও নার্স পাওয়া যাবে । সেই জন্য একটু সময় লাগবে । তবে, যারা এই চিকিৎসক ও নার্সের অভাব মেটানোর চেষ্টা করেনি, তাদের(বামেদের)মুখে বড়বড় কথা মানায় না"। জলপাইগুড়িতে মেডিকেল কলেজ তৈরি নিয়ে BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কেন্দ্রের চিঠি দেওয়াকেও যে রাজ্য সরকার ভালো চোখে দেখছে না তাও বুঝিয়ে দিয়েছেন তিনি ।

বারাসত,16 ফেব্রুয়ারি : শাহিনবাগ ও পার্কসার্কাসে নাগরিকত্ব (সংশোধনী) আইনের প্রতিবাদে আন্দোলনরত মহিলাদের নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের কড়া সমালোচনা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য । গতকাল BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "শাহিনবাগ ও পার্কসার্কাসে কিছু অশিক্ষিত মানুষকে বসিয়ে রাখা হয়েছে। বিদেশিদের পয়সায় ওদের বিরিয়ানি খাওয়ানো হচ্ছে ।" এই বিষয়ে আজ চন্দ্রিমা ভট্টাচার্য দিলীপ ঘোষের নাম না করে বলেন, "ওঁর(দিলীপ ঘোষ)শিক্ষার অভাব রয়েছে ।এভাবে মহিলাদের অশিক্ষিত বলা কোনও শিক্ষার লক্ষ্মণ নয় । ওনার যে রুচি, সেই রুচির পরিচয় উনি নিজেই দিয়েছেন । "

শাহিনবাগ ও পার্ক সার্কাসে আন্দোলনরত মহিলাদের অশিক্ষিত বলায় এভাবেই আজ নাম না করে দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য । সেই সঙ্গে গুজরাতের কলেজে মহিলাদের সঙ্গে অভব্য আচরণেরও সমালোচনা করেন তিনি । বলেন, "এই ধরনের ভাষা ব্যবহার করা যায় না। যিনি ব্যবহার করেছেন, তিনি কতটা শিক্ষিত, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে । মা কখনও অশিক্ষিত হয় না । মা সবসময় শিক্ষাই দেয় তাঁর সন্তানকে । এটা ঠিক যে, অনেক মহিলা পড়াশোনা কিংবা পুঁথিগত বিদ্যায় পারদর্শী নাও হতে পারেন । তবে, মানুষ তৈরি করার কারিগরি বিদ্যা যে কোনও মহিলারাই আছে"।

CAA নিয়ে কেন্দ্রের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, "শুধু CAA নয়, কোনও বিষয়েই কেন্দ্র তার সঠিক ভূমিকা পালন করছে না । তবে,CAA নিয়ে আমাদের বিরোধিতা চলবে ।সারা দেশে এনিয়ে আন্দোলন চলছে । আমাদের নেত্রী সবার প্রথমে CAA নিয়ে আন্দোলনে নেমেছেন"। রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতালে ঠিকমতো চিকিৎসা হচ্ছে না, বিরোধীদের এই প্রশ্নের উত্তরে চন্দ্রিমা বলেন, সুপার স্পেশালিটি হাসপাতাল খুব ভালোভাবে চলছে । তবে সরকারি হাসপাতালে পর্যাপ্ত নার্স ও চিকিৎসকের অভাবের জন্য তিনি বাম সরকারকেই দায়ি করেন । তাঁর দাবি, 34 বছর বাম শাসনে রাজ্যের কিছু হয়নি । তিনি বলেন, "রাজ্যে নতুন মেডিকেল কলেজ,নার্সিং ট্রেনিং কলেজ হবে । সেখান থেকে আরও চিকিৎসক ও নার্স পাওয়া যাবে । সেই জন্য একটু সময় লাগবে । তবে, যারা এই চিকিৎসক ও নার্সের অভাব মেটানোর চেষ্টা করেনি, তাদের(বামেদের)মুখে বড়বড় কথা মানায় না"। জলপাইগুড়িতে মেডিকেল কলেজ তৈরি নিয়ে BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কেন্দ্রের চিঠি দেওয়াকেও যে রাজ্য সরকার ভালো চোখে দেখছে না তাও বুঝিয়ে দিয়েছেন তিনি ।

Last Updated : Feb 17, 2020, 4:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.