ETV Bharat / briefs

আমাকে ভোট দিতে বাধা দিয়েছে কেন্দ্রীয় বাহিনী : মালা - vote

মুদিয়ালির দেশপ্রাণ বীরেন্দ্র ইনস্টিটিউটের 72 নম্বর বুথে মালা রায় আজ সকালে ভোট দিতে যান । অভিযোগ, মালাকে কেন্দ্রীয় বাহিনী ভোট দিতে বাধা দিয়েছে ।

মালা রায়
author img

By

Published : May 19, 2019, 10:19 AM IST

কলকাতা, 19 মে : দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়কে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে । তিনি বলেন, "আমাকে কেন্দ্রীয় বাহিনী ভোট দিতে দিচ্ছিল না । বলল, যেতে দেবে না । এটা তো গায়ের জুলুম হচ্ছে । প্রায় 45 বছর ভোট দিচ্ছি । এরকম ঘটনা কখনও হয়নি । কেন্দ্রীয় বাহিনী ভোটারদের হেনস্থা করছে । এবিষয়ে অভিযোগ করব ।"

আজ মুদিয়ালির দেশপ্রাণ বীরেন্দ্র ইনস্টিটিউটের 72 নম্বর বুথে মালা রায় ভোট দিতে যান । অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী মালাকে প্রথমে ভোট দিতে বাধা দেয় । অবশেষে তিনি ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কেন্দ্রীয় বাহিনী আমাকে ভোট দিতে দিচ্ছিল না । আমার ID কার্ড থাকা সত্ত্বেও আমাকে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না । এবিষয়ে অভিযোগ করব ।"

এছাড়াও বুথে ঢোকার আগে তিনি বলেন, "বিভিন্ন জায়গায় 10-12 টা EVM খারাপ হয়েছে । প্রথম 1 ঘণ্টার মধ্যে এত মেশিন খারাপ হয়েছে । এই জন্যে অনেক ভোটার ভোট না দিয়ে ফেরত গেছে । এই বিষয়ে ইতিমধ্যে কমিশনে অভিযোগ করা হয়েছে ।"

কলকাতা, 19 মে : দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়কে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে । তিনি বলেন, "আমাকে কেন্দ্রীয় বাহিনী ভোট দিতে দিচ্ছিল না । বলল, যেতে দেবে না । এটা তো গায়ের জুলুম হচ্ছে । প্রায় 45 বছর ভোট দিচ্ছি । এরকম ঘটনা কখনও হয়নি । কেন্দ্রীয় বাহিনী ভোটারদের হেনস্থা করছে । এবিষয়ে অভিযোগ করব ।"

আজ মুদিয়ালির দেশপ্রাণ বীরেন্দ্র ইনস্টিটিউটের 72 নম্বর বুথে মালা রায় ভোট দিতে যান । অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী মালাকে প্রথমে ভোট দিতে বাধা দেয় । অবশেষে তিনি ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কেন্দ্রীয় বাহিনী আমাকে ভোট দিতে দিচ্ছিল না । আমার ID কার্ড থাকা সত্ত্বেও আমাকে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না । এবিষয়ে অভিযোগ করব ।"

এছাড়াও বুথে ঢোকার আগে তিনি বলেন, "বিভিন্ন জায়গায় 10-12 টা EVM খারাপ হয়েছে । প্রথম 1 ঘণ্টার মধ্যে এত মেশিন খারাপ হয়েছে । এই জন্যে অনেক ভোটার ভোট না দিয়ে ফেরত গেছে । এই বিষয়ে ইতিমধ্যে কমিশনে অভিযোগ করা হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.