ETV Bharat / briefs

CBI arrest over Post Poll Violence : ভোট পরবর্তী সন্ত্রাসে জগদ্দলে সিবিআইয়ের হুলিয়া, ঝাড়গ্রামে ধৃত 9 - ভোট পরবর্তী সন্ত্রাস ঝাড়গ্রামে

একদিকে পৌর নির্বাচনের দিন এগিয়ে আসছে, অন্যদিকে ভোট-পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার ও হুলিয়া জারি করে চলেছে সিবিআই (CBI arrest over Post Poll Violence) ।

CBI on Post Poll Violence
CBI arrest warrant in Jadatdal
author img

By

Published : Feb 4, 2022, 11:44 AM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি : রাজ্যে আসন্ন পৌরনির্বাচনের আগে চাপ বাড়াচ্ছে সিবিআই । 12 ফেব্রয়ারি শিলিগুড়ি, চন্দননগর, আসানসোল, বিধাননগরে পৌরনির্বাচন । এরপর মাস শেষে 27 ফেব্রয়ারি 108টি পৌর নির্বাচন । যদিও এই দু'দিনের মধ্যে বাদ রয়ে গিয়েছে হাওড়ার পৌরনির্বাচন । এদিকে একুশের বিধানসভা ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় একের পর এক অভিযুক্তকে গ্রেফতার করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI arrest over Post Poll Violence) ।

শুক্রবার ঝাড়গ্রামের বিজেপি কর্মী তারক সাউ হত্যা মামলায় দুই মহিলা-সহ নয়জনকে গ্রেফতার করল সিবিআই-এর আধিকারিকেরা । জানা গিয়েছে, আজই তাদের আদালতে তোলা হবে । উত্তর 24 পরগনার জগদ্দলে শোভারানী মণ্ডল হত্যার ঘটনায় অভিযুক্ত দুই মহিলাকে ফেরার ঘোষণা করে তাদের বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে (CBI arrests over Post Poll Violence in Jhargram) ।

আরও পড়ুন : CBI arrest warrant over Post Poll Violence : ভোট পরবর্তী হিংসায় ন‘জনের বিরুদ্ধে হুলিয়া জারি করল সিবিআই

এমনকি দুই অভিযুক্ত মহিলার মাথাপিছু 50 হাজার টাকা করে পুরস্কার ঘোষণা করেছে সিবিআই । অভিযুক্ত দুই মহিলার নাম ঝর্ণা মিস্ত্রি এবং প্রতিমা ঘোষ । শোভারানী দেবীর ছেলে বিজেপি কর্মী ছিলেন । 2021-এ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর তার বাড়িতে হামলা হয় । ছেলেকে বাঁচাতে গিয়ে খুন হন শোভারানী মণ্ডল ।

  • CBI announces a cash reward of Rs 50,000 each for information on two absconding women accused persons in the alleged murder of Sova Rani Mondal, mother of a BJP worker who has allegedly murdered in the post-poll violence in Jagatdal, North 24 Parganas of West Bengal. pic.twitter.com/txdC5N7Jwo

    — ANI (@ANI) February 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কলকাতা, 4 ফেব্রুয়ারি : রাজ্যে আসন্ন পৌরনির্বাচনের আগে চাপ বাড়াচ্ছে সিবিআই । 12 ফেব্রয়ারি শিলিগুড়ি, চন্দননগর, আসানসোল, বিধাননগরে পৌরনির্বাচন । এরপর মাস শেষে 27 ফেব্রয়ারি 108টি পৌর নির্বাচন । যদিও এই দু'দিনের মধ্যে বাদ রয়ে গিয়েছে হাওড়ার পৌরনির্বাচন । এদিকে একুশের বিধানসভা ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় একের পর এক অভিযুক্তকে গ্রেফতার করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI arrest over Post Poll Violence) ।

শুক্রবার ঝাড়গ্রামের বিজেপি কর্মী তারক সাউ হত্যা মামলায় দুই মহিলা-সহ নয়জনকে গ্রেফতার করল সিবিআই-এর আধিকারিকেরা । জানা গিয়েছে, আজই তাদের আদালতে তোলা হবে । উত্তর 24 পরগনার জগদ্দলে শোভারানী মণ্ডল হত্যার ঘটনায় অভিযুক্ত দুই মহিলাকে ফেরার ঘোষণা করে তাদের বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে (CBI arrests over Post Poll Violence in Jhargram) ।

আরও পড়ুন : CBI arrest warrant over Post Poll Violence : ভোট পরবর্তী হিংসায় ন‘জনের বিরুদ্ধে হুলিয়া জারি করল সিবিআই

এমনকি দুই অভিযুক্ত মহিলার মাথাপিছু 50 হাজার টাকা করে পুরস্কার ঘোষণা করেছে সিবিআই । অভিযুক্ত দুই মহিলার নাম ঝর্ণা মিস্ত্রি এবং প্রতিমা ঘোষ । শোভারানী দেবীর ছেলে বিজেপি কর্মী ছিলেন । 2021-এ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর তার বাড়িতে হামলা হয় । ছেলেকে বাঁচাতে গিয়ে খুন হন শোভারানী মণ্ডল ।

  • CBI announces a cash reward of Rs 50,000 each for information on two absconding women accused persons in the alleged murder of Sova Rani Mondal, mother of a BJP worker who has allegedly murdered in the post-poll violence in Jagatdal, North 24 Parganas of West Bengal. pic.twitter.com/txdC5N7Jwo

    — ANI (@ANI) February 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.