তারকেশ্বর, 10 এপ্রিল : নাকা চেকিং চলার সময় তারকেশ্বরের কুলতেঘড়িতে এক কোটি টাকা সহ গাড়ি আটক করল পুলিশ। আজ কুলতেঘড়িতে নাকা চেকিং চালাচ্ছিল তারকেশ্বর থানা। সেইসময় WB 08 A3267 নম্বরের একটি সাদা টয়োটা গাড়ি চেকিং পয়েন্টে পুলিশ দেখেই ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাড়া করে গাড়িটিকে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে নগদ এক কোটি টাকা উদ্ধার করা হয়।
নির্বাচন ঘোষণার পর থেকেই হুগলির রাস্তাগুলিতে নাকা চেকিং শুরু করে হুগলি গ্রামীণ পুলিশ। আদর্শ আচরণ বিধি লাগু হয়ে যাওয়ার পর মোটা অঙ্কের টাকা নিয়ে যাওয়ার সময় ধরা পড়লে তার কারণ দর্শাতে হয়। সেই অনুযায়ী পুলিশ তারকেশ্বর BDO অফিসে গাড়িটিকে নিয়ে যায়। পরে জানা যায়, হিমঘর ব্যবসায়ী স্বপন দাসের কর্মচারী তারকেশ্বরের স্টেট ব্যাঙ্ক থেকে ওই টাকা নিয়ে যাচ্ছিলেন পুরশুরার চিলাডিঙিতে। ব্যবসায়িক কাজে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছেন তিনি। তবে এর সত্যতা যাচাই করছে প্রশাসন।