ETV Bharat / briefs

Presidency Jail missing prisoner case : প্রেসিডেন্সি জেল থেকে নিখোঁজ বন্দি সংক্রান্ত মামলা, রিপোর্টে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট - Calcutta High Court unhappy with Presidency Jail report on missing prisoner case

প্রেসিডেন্সি জেল থেকে বন্দি পালানোর মামলায় জেলের তরফে জমা দেওয়া রিপোর্টে সন্তুষ্ট নয় কলকাতা হাইকোর্ট (Presidency Jail missing prisoner case) । নির্দেশ মতো সঠিক সিসিটিভি ফুটেজ জমা না পড়ায় অসন্তোষ প্রকাশ করেছে আদালত ।

Prisoner Missing from Presidency Jail
প্রেসিডেন্সি জেল থেকে বন্দি পালানো মামলা
author img

By

Published : Jan 21, 2022, 9:52 PM IST

কলকাতা, 21 জানুয়ারি : প্রেসিডেন্সি জেল থেকে উধাও বন্দি সংক্রান্ত মামলায় (Presidency Jail missing prisoner case) জেলে সিসিটিভি ফুটেজ আদালতে জমা করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । কিন্তু জেলে তরফে শুক্রবার যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট । পাশাপাশি হাইকোর্টের নির্দেশ মতো সিসিটিভি ফুটেজ জমা করা হলেও সিসিটিভিতে সমস্যা থাকায় ফুটেজ উদ্ধার করতে পারেনি প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ । সেই কারণে কলকাতা হাইকোর্ট অবিলম্বে সমস্ত নথি রাজ্যের এডভোকেট জেনারেলের অফিসে জমা করার নির্দেশ দিলেন আজ ।

বিচারপতি টিএসসি শিভাগননম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রাজ্যের এডভোকেট জেনারেলের থেকে ওই সমস্ত নথি নিয়ে ডিজিপি মর্যাদা সম্পন্ন একজন পদাধিকারীকে দিয়ে খতিয়ে দেখে সিলবন্দি খামে কলকাতা হাইকোর্টে জমা করার নির্দেশ দিয়েছেন আজ ।

গত 6 ডিসেম্বর বাগনান থানা থেকে রঞ্জিত ভৌমিক নামে এক ব্যক্তিকে বেআইনি মদ বিক্রির অভিযোগে গ্রেফতার করেছিল বাগনান থানার পুলিশ । তাকে উলুবেড়িয়া আদালত জেল হেফাজতের নির্দেশ দেয় । 12 ডিসেম্বর শারীরিক সমস্যার কারণে তাকে প্রেসিডেন্সি জেলে স্থানান্তরিত করা হয় । 21 ডিসেম্বর উলুবেড়িয়া আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করে । আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ার কারণে পরের দিন অর্থাৎ 22 ডিসেম্বর তাকে ছাড়ানোর জন্য প্রেসিডেন্সি জেলে যায় তার পরিবার । কিন্তু পরিবারকে জানানো হয়, রঞ্জিত ভৌমিককে 21শে ডিসেম্বরই জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে । এই কথায় বিস্মিত হয় রঞ্জিতের পরিবার । কী করে প্রয়োজনীয় নথি ছাড়া একজনকে ছেড়ে দেওয়া হল । এরপর আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন রঞ্জিত ভৌমিকের ছেলে বুদ্ধদেব ভৌমিক । কিন্তু এখনও পর্যন্ত রঞ্জিতের খোঁজ না-পাওয়ায় অবশেষে কলকাতা হাইকোর্টে জরুরি ভিত্তিতে মামলা করেন তিনি ।

এর আগে মামলার শুনানিতে একাধিক অসঙ্গতি লক্ষ্য করে কলকাতা হাইকোর্ট প্রেসিডেন্সি জেল সুপারকে সিসিটিভি ফুটেজ জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত । সেই নির্দেশ মতো নথি জমা না-পড়ায় এদিন অসন্তোষ প্রকাশ করেছে আদালত ।

আরও পড়ুন : Calcutta High Court Orders : বন্দি মৃত্যু ও সংশোধনাগারগুলির পরিস্থিতি নিয়ে রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের

কলকাতা, 21 জানুয়ারি : প্রেসিডেন্সি জেল থেকে উধাও বন্দি সংক্রান্ত মামলায় (Presidency Jail missing prisoner case) জেলে সিসিটিভি ফুটেজ আদালতে জমা করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । কিন্তু জেলে তরফে শুক্রবার যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট । পাশাপাশি হাইকোর্টের নির্দেশ মতো সিসিটিভি ফুটেজ জমা করা হলেও সিসিটিভিতে সমস্যা থাকায় ফুটেজ উদ্ধার করতে পারেনি প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ । সেই কারণে কলকাতা হাইকোর্ট অবিলম্বে সমস্ত নথি রাজ্যের এডভোকেট জেনারেলের অফিসে জমা করার নির্দেশ দিলেন আজ ।

বিচারপতি টিএসসি শিভাগননম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রাজ্যের এডভোকেট জেনারেলের থেকে ওই সমস্ত নথি নিয়ে ডিজিপি মর্যাদা সম্পন্ন একজন পদাধিকারীকে দিয়ে খতিয়ে দেখে সিলবন্দি খামে কলকাতা হাইকোর্টে জমা করার নির্দেশ দিয়েছেন আজ ।

গত 6 ডিসেম্বর বাগনান থানা থেকে রঞ্জিত ভৌমিক নামে এক ব্যক্তিকে বেআইনি মদ বিক্রির অভিযোগে গ্রেফতার করেছিল বাগনান থানার পুলিশ । তাকে উলুবেড়িয়া আদালত জেল হেফাজতের নির্দেশ দেয় । 12 ডিসেম্বর শারীরিক সমস্যার কারণে তাকে প্রেসিডেন্সি জেলে স্থানান্তরিত করা হয় । 21 ডিসেম্বর উলুবেড়িয়া আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করে । আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ার কারণে পরের দিন অর্থাৎ 22 ডিসেম্বর তাকে ছাড়ানোর জন্য প্রেসিডেন্সি জেলে যায় তার পরিবার । কিন্তু পরিবারকে জানানো হয়, রঞ্জিত ভৌমিককে 21শে ডিসেম্বরই জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে । এই কথায় বিস্মিত হয় রঞ্জিতের পরিবার । কী করে প্রয়োজনীয় নথি ছাড়া একজনকে ছেড়ে দেওয়া হল । এরপর আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন রঞ্জিত ভৌমিকের ছেলে বুদ্ধদেব ভৌমিক । কিন্তু এখনও পর্যন্ত রঞ্জিতের খোঁজ না-পাওয়ায় অবশেষে কলকাতা হাইকোর্টে জরুরি ভিত্তিতে মামলা করেন তিনি ।

এর আগে মামলার শুনানিতে একাধিক অসঙ্গতি লক্ষ্য করে কলকাতা হাইকোর্ট প্রেসিডেন্সি জেল সুপারকে সিসিটিভি ফুটেজ জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত । সেই নির্দেশ মতো নথি জমা না-পড়ায় এদিন অসন্তোষ প্রকাশ করেছে আদালত ।

আরও পড়ুন : Calcutta High Court Orders : বন্দি মৃত্যু ও সংশোধনাগারগুলির পরিস্থিতি নিয়ে রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.