কলকাতা, 27 জুন : মুখ্যমন্ত্রীর ঘোষিত আর্থিক প্যাকেজ প্রত্যাখ্যান করল বেসরকারি বাসমালিক সংগঠন । তাদের দাবি, আর্থিক প্যাকেজের মতো সাময়িক সুরাহা নয়, ভাড়াবৃদ্ধিই সমস্যা সমাধানের একমাত্র পথ।
শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেসরকারি বাস-মিনিবাস সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেন । বৈঠকের পরে রাজ্য সরকারের তরফ থেকে 6000 বাস ও মিনিবাসের জন্য 15 হাজার টাকা করে তিন মাসের জন্য একটি আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়। বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন, এই মুহূর্তে ভাড়া বাড়াতে পারবেন না বাসমালিকরা । ভাড়া বৃদ্ধির বিকল্প হিসেবে এই আর্থিক প্যাকেজের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ।
জয়েন্ট কাউন্সিল অফ বার সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, "মাত্র 6000 বাস-মিনিবাসের জন্য এই আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে ৷ এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং বেদনাদার একটি বিষয় । সবকটি জেলা মিলিয়ে সমস্ত বাস ও মিনিবাসের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়নি । আমরা সকলে মিলে একটি বড় পরিবারের অংশ, সেই বৃহৎ পরিবার থেকে কিছু মানুষকে যদি বিচ্ছিন্ন করে দেওয়া হয়, সেটা আমরা মেনে নিতে পারব না । মুখ্যমন্ত্রীর ঘোষণার পরিপ্রেক্ষিতে আমরা আবার নিজেদের মধ্যে বৈঠক করব এবং তার পরেই আমরা জানাব যে, আগামী সপ্তাহ থেকে আমরা কত সংখ্যক বাস পথে নামাবো কিংবা আদৌ বাস পথে নামাতে পারব কি না। ভাড়া বৃদ্ধি ছাড়া বিকল্প কোনও রাস্তা নেই, তাই আমরা আর্থিক প্যাকেজ প্রত্যাখ্যান করে বাসের ভাড়া বৃদ্ধি চাইছি। "
গতকালের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল সরকারি বাস মালিকদের সমস্ত বাস পথে নামাতে অনুরোধ করেন, তবে বাসমালিকরা তখনই জানিয়েছিলেন যে, তেলের বর্ধিত দাম এবং এত কম সংখ্যক যাত্রী নিয়ে বর্তমানে সব বাস চালানো সম্ভব নয়।
অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, " গতকালের বৈঠকে সরকার যে প্যাকেজের ঘোষণা করেছে, তা কেবলমাত্র 6000 বাসের জন্য। সকলের জন্য যেহেতু এই প্যাকেজ ঘোষণা করা হয়নি, তাই সংগঠন হিসেবে আমরা তার অংশ হতে পারি না । প্যাকেজটি যদি রাজ্যের সবকটি বাস-মিনিবাসের ক্ষেত্রে ঘোষণা করা হয়, তাহলে তাতে আমাদের সমর্থন থাকবে।" পাশাপাশি তিনি বলেন, "আর্থিক প্যাকেজ কোনও স্থায়ী সমাধান হতে পারে না। এই ধরনের আংশিক আর্থিক প্যাকেজ বাস মালিকদের মধ্যে বিভেদ ও বিভাজন সৃষ্টি করবে। এই ধরনের সাময়িক আর্থিক প্যাকেজে পরিবহন শিল্পের সাথে যুক্ত কর্মীদের সমস্যার কোনও সুরাহা হবে না।"
ওয়েস্টবেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বসু গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের প্যাকেজের সিদ্ধান্তকে স্বাগত জানালেও আজ তিনি জানান, "আমরা প্যাকেজের সিদ্ধান্ত নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছি। সংখ্যাগরিষ্ঠ রুটের প্রতিনিধিরা জানিয়েছেন যে তাঁরা সরকারি ভর্তুকি নিতে চান না। তাই ভাড়া বৃদ্ধি ছাড়া আর কোনও বিকল্প পথ নেই।"