বাগডোগরা, 18 এপ্রিল : দার্জিলিং লোকসভার কেন্দ্রের অন্তর্গত আপার বাগডোগরা বালিকা বিদ্যালয়ে EVM-এ BJP-র প্রতীকে ব্ল্যাক টেপ লাগানোর অভিযোগ। আপাতত ভোট প্রক্রিয়া বন্ধ আছে ওই কেন্দ্রে। এ নিয়ে উত্তেজনা ছড়ায়।
আজ রাজ্যের তিনটি কেন্দ্রে নির্বাচন। দার্জিলিং, জলপাইগুড়ি ও রায়গঞ্জে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল 7টা থেকে।