জলপাইগুড়ি, 26 মে: কংগ্রেসের কার্যালয় কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেস দখল করে রেখেছিল বলে অভিযোগ । BJP জানিয়েছে, ২৩ মে ভোটের ফল প্রকাশের পর সেই কার্যালয় তারা তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ফের কংগ্রেসের হাতে তুলে দিয়েছে । জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের জল্পেশ এলাকার ঘটনা । স্থানীয় BJP কর্মী সমর্থকদের দাবি, কংগ্রেসের পার্টি অফিস কয়েক বছর ধরে দখল রেখেছিল তৃণমূল কংগ্রেস । গতকাল তারা সেই পার্টি অফিস পুনরুদ্ধার করে কংগ্রেস কর্মীদের ফিরিয়ে দেয় । তাদের হাতে পার্টি অফিসের চাবি তুলে দেয় BJP কর্মী-সমর্থকরা ।
এলাকায় তৃণমূলের অভিযোগ, তাদের পার্টি অফিস দখল করেছে BJP । কিন্তু এই ঘটনাকে দখল না বলে পুনরুদ্ধার বলেছে BJP নেতা-কর্মীরা । স্থানীয় এক BJP কর্মীর কথায়, "এই পার্টি অফিস ছিল কংগ্রেসের । তৃণমূল ক্ষমতায় আসার পর ওরা দখল করে নেয় । ওরা এখানে যেভাবে রাজনীতি করেছে তার প্রতিবাদেই আমরা সোচ্চার হয়ে কংগ্রেসকে পুনরায় পার্টি অফিসটি ফিরিয়ে দিলাম ।"
কংগ্রেসের অঞ্চল সভাপতি উপেন্দ্রনাথ সরকার বলেন, "আমাদের পার্টি অফিস প্রায় ১৫ বছর আগে তৃণমূল দখল করে রেখেছিল । বহুবার পার্টি অফিস ছেড়ে দিতে বলা হয়। থানা, BDO অফিসে ডেপুটেশন জমা দেওয়া হয়েছিল । কিন্তু কোনও কাজ হয়নি এতদিন । গতকাল BJP-র তরফে এই পার্টি অফিস আমাদের ফিরিয়ে দেওয়া হল । পুরোনো পার্টি অফিস ফিরে পেয়ে ভালো লাগছে ।"