বেলডাঙা, 11 অক্টোবর : জেলা BJP নেতাদের গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতী হামলার অভিযোগ । মুর্শিদাবাদের বেলডাঙার ঘটনা ।
বেলডাঙা বিধানসভার বেলডাঙ্গা টাউন উত্তর-দক্ষিণ এবং ভগীরথপুর এলাকার BJP নেতা-কর্মীদের নিয়ে দলের তরফে আজ একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল । প্রশিক্ষণ শিবিরে BJP-র জেলা পর্যবেক্ষক সুদীপ্ত চট্টোপাধ্যায়, জেলার সহ-সভাপতি তড়িৎকান্তি সরকার, কনভেনার সুরজিৎ সর্দার, জেলা সভাপতি গৌরীশংকর ঘোষ উপস্থিত ছিলেন ।
অভিযোগ, শিবির সেরে ফেরার পথে তাঁদের গাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী । দুষ্কৃতীদের ছোঁড়া বোমার আঘাতে গাড়ির কাচ ভেঙে যায় ।
জেলা সভাপতি গৌরীশংকর ঘোষ জানান, চালকের তৎপরতায় সেখান থেকে প্রাণে বেঁচে ফিরে আসা সম্ভব হয়েছে । কেউ হতাহত হয়নি । তবে ঘটনার তীব্র নিন্দা করেন তিনি । পাশাপাশি প্রশাসনের কাছে অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।