ETV Bharat / briefs

আমফানের ক্ষতিপূরণের দুর্নীতি নিয়ে BJP-র ডেপুটেশন পঞ্চায়েত অফিসে - আমফানের ক্ষতিপূরণ

প্রকৃত ক্ষতিগ্রস্তদের আমফানের ক্ষতিপূরণের লিস্টে নাম না থাকায় গ্রামপঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন পূর্ব মেদিনীপুর জেলার রামনগর 1 ব্লকের হলদিয়া ব্লকের BJP নেতা কর্মীদের।

Purba medinipur
Purba medinipur
author img

By

Published : Jul 14, 2020, 9:12 PM IST

রামনগর,14 জুলাই : আমফানের ক্ষতিপূরণে স্বজনপোষণের অভিযোগে গ্রাম পঞ্চায়েত অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন BJP-র । এইদিন পূর্ব মেদিনীপুর জেলার রামনগর 1 ব্লকের হলদিয়া গ্রাম পঞ্চায়েত অফিস এবং পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে BJP । তাদের অভিযোগ ,আমফানে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ না দিয়ে ,যাদের ক্ষতি হয়নি ও যাদের পাকা বাড়ি আছে এই রকম দলীয় লোকদের ক্ষতিপূরণ পাইয়ে দেওয়া হয়েছে।

কয়েক দিন আগে প্রায় 200 জন নেতা-কর্মীদের শোকজ় করেছেন জেলা তৃণমূলের সভাপতি ও কাঁথির সাংসদ শিশির অধিকারী । অনেককে আবার দল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে । তারপর দলীয় শাস্তি থেকে বাঁচতে ক্ষতিপূরণের টাকা ফেরত দিতে চেয়েছেন অনেকেই । তবে অনেকেই আবার নির্দেশ মানেনি বলে জেলা তৃণমূল সূত্রে খবর । এরই মাঝে গতকাল বিকেলে হলদিয়া গ্রামপঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন দিলেন BJP নেতা কর্মীরা ৷

হলদিয়া দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ রহিম মহম্মদ বলেন, “আজকে BJP নেতা কর্মীরা আমফানের ক্ষতিপূরণ নিয়ে ডেপুটেশন দিতে এসেছিলেন । এখন পর্যন্ত আমরা 148 জনকে ক্ষতিপূরণ দিতে পেরেছি । কিছু দিনের মধ্যে বাকিদেরকেও পাইয়়ে দেওয়ার ব্যবস্থা করকরা হবে ।” তবে BJP নেতা অনিমেষ গিরি বলেন, “এলাকায় এই আমফান নিয়ে বহু দুর্নীতি শাসক দল করছে । আজকে আমাদের গ্রামপঞ্চায়েত অফিস বিক্ষোভ ও ডেপুটেশন ছিল । আমরা প্রধান সাহেবকে আমাদের দাবি পত্র দিয়েছি । এবং বলা হয়েছে, আমফানের ক্ষতিপূরণ যেন প্রকৃত ক্ষতিগ্রস্তদের দেওয়া হয় । এবং যাদের তেমন ক্ষতি হয়নি, তারা যেন ক্ষতিপূরণ ফেরত দেয় । আর যদি না দেওয়া হয়, তাহলে আমাদের বৃহত্তর আন্দলনে নামবো ।”

রামনগর,14 জুলাই : আমফানের ক্ষতিপূরণে স্বজনপোষণের অভিযোগে গ্রাম পঞ্চায়েত অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন BJP-র । এইদিন পূর্ব মেদিনীপুর জেলার রামনগর 1 ব্লকের হলদিয়া গ্রাম পঞ্চায়েত অফিস এবং পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে BJP । তাদের অভিযোগ ,আমফানে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ না দিয়ে ,যাদের ক্ষতি হয়নি ও যাদের পাকা বাড়ি আছে এই রকম দলীয় লোকদের ক্ষতিপূরণ পাইয়ে দেওয়া হয়েছে।

কয়েক দিন আগে প্রায় 200 জন নেতা-কর্মীদের শোকজ় করেছেন জেলা তৃণমূলের সভাপতি ও কাঁথির সাংসদ শিশির অধিকারী । অনেককে আবার দল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে । তারপর দলীয় শাস্তি থেকে বাঁচতে ক্ষতিপূরণের টাকা ফেরত দিতে চেয়েছেন অনেকেই । তবে অনেকেই আবার নির্দেশ মানেনি বলে জেলা তৃণমূল সূত্রে খবর । এরই মাঝে গতকাল বিকেলে হলদিয়া গ্রামপঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন দিলেন BJP নেতা কর্মীরা ৷

হলদিয়া দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ রহিম মহম্মদ বলেন, “আজকে BJP নেতা কর্মীরা আমফানের ক্ষতিপূরণ নিয়ে ডেপুটেশন দিতে এসেছিলেন । এখন পর্যন্ত আমরা 148 জনকে ক্ষতিপূরণ দিতে পেরেছি । কিছু দিনের মধ্যে বাকিদেরকেও পাইয়়ে দেওয়ার ব্যবস্থা করকরা হবে ।” তবে BJP নেতা অনিমেষ গিরি বলেন, “এলাকায় এই আমফান নিয়ে বহু দুর্নীতি শাসক দল করছে । আজকে আমাদের গ্রামপঞ্চায়েত অফিস বিক্ষোভ ও ডেপুটেশন ছিল । আমরা প্রধান সাহেবকে আমাদের দাবি পত্র দিয়েছি । এবং বলা হয়েছে, আমফানের ক্ষতিপূরণ যেন প্রকৃত ক্ষতিগ্রস্তদের দেওয়া হয় । এবং যাদের তেমন ক্ষতি হয়নি, তারা যেন ক্ষতিপূরণ ফেরত দেয় । আর যদি না দেওয়া হয়, তাহলে আমাদের বৃহত্তর আন্দলনে নামবো ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.