ETV Bharat / briefs

দান্তেওয়াড়ায় BJP-র কনভয়ে মাওবাদীদের বিস্ফোরণ, নিহত বিধায়ক - chattisgarh

দান্তেওয়াড়ায় BJP-র কনভয়ে হামলা চালাল মাওবাদীরা।

কনভয়ে হামলা
author img

By

Published : Apr 9, 2019, 6:16 PM IST

Updated : Apr 10, 2019, 12:33 AM IST

রায়পুর, 9 এপ্রিল : ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় BJP-র কনভয়ে বিস্ফোরণ ঘটাল মাওবাদীরা। এই ঘটনায় দান্তেওয়াড়ায় বিধায়ক ভীমা মাণ্ডবি সহ আরও চারজনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে খবর, নিহত চারজন ভীমা মাণ্ডবির নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

কনভয়টি যখন কুয়োকোন্তা থেকে শ্যামগিরি যাচ্ছিল, তখন এই বিস্ফোরণ হয়। বিধায়কের কনভয়ে পুলিশের এসকর্ট ভ্যান ছিল সেটিও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়।

এই ঘটনায় নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় লেখেন, "ভীমা মাণ্ডবি দলের একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি দক্ষ ও সাহসী ছিলেন। নিরলসভাবে জনগণের সেবা করতেন। তাঁর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তাঁর সমর্থক ও পরিবারের জন্য সমবেদনা রইল।"

টুইট বার্তায় তিনি আরও লেখেন, "দান্তেওয়াড়ায় মাওবাদী হামলার তীব্র নিন্দা করছি। শহিদ নিরাপত্তারক্ষীদের শ্রদ্ধা জানাই। তাঁদের বলিদান ব্যর্থ হবে না।"

রায়পুর, 9 এপ্রিল : ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় BJP-র কনভয়ে বিস্ফোরণ ঘটাল মাওবাদীরা। এই ঘটনায় দান্তেওয়াড়ায় বিধায়ক ভীমা মাণ্ডবি সহ আরও চারজনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে খবর, নিহত চারজন ভীমা মাণ্ডবির নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

কনভয়টি যখন কুয়োকোন্তা থেকে শ্যামগিরি যাচ্ছিল, তখন এই বিস্ফোরণ হয়। বিধায়কের কনভয়ে পুলিশের এসকর্ট ভ্যান ছিল সেটিও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়।

এই ঘটনায় নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় লেখেন, "ভীমা মাণ্ডবি দলের একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি দক্ষ ও সাহসী ছিলেন। নিরলসভাবে জনগণের সেবা করতেন। তাঁর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তাঁর সমর্থক ও পরিবারের জন্য সমবেদনা রইল।"

টুইট বার্তায় তিনি আরও লেখেন, "দান্তেওয়াড়ায় মাওবাদী হামলার তীব্র নিন্দা করছি। শহিদ নিরাপত্তারক্ষীদের শ্রদ্ধা জানাই। তাঁদের বলিদান ব্যর্থ হবে না।"

Bara (Nepal), April 09 (ANI): Over two dozen people were killed in a severe thunderstorm that swept through parts of southern Nepal. The survivors of a severe thunderstorm over the weekend in southern Nepal have been struggling to get back on their feet without sufficient food or a roof over their heads this week. The severe thunderstorm injured hundreds of people and destroyed nearly 400 houses. The storm accompanied by heavy rainfall, destroyed buildings, uprooted trees, electric, and telephone poles. With no roof on their heads and their food stock destroyed the people living in the impoverished settlements were the worst-affected.According to official reports, around 400 people were injured in rain-related incidents. Looking at the severity of the incident, rescue personnel from the Nepali army, the police and representatives from the local government are continuing the recovery efforts. The Nepal Army has been assigned by government to make structures for thunderstorm victims of Bara. The Army has expressed commitment to complete the assigned tasks as soon as possible. Relatives were grieving the dead victims amid the rubble of destroyed buildings. Food packets were provided to survivors while temporary shelters have been erected and medical teams were flown to affected areas to provide immediate relief to the victims. Pre-monsoon thunderstorms are common in Nepal during the spring season, but are rarely of an intensity that causes high casualties.
Last Updated : Apr 10, 2019, 12:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.