রায়পুর, 9 এপ্রিল : ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় BJP-র কনভয়ে বিস্ফোরণ ঘটাল মাওবাদীরা। এই ঘটনায় দান্তেওয়াড়ায় বিধায়ক ভীমা মাণ্ডবি সহ আরও চারজনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে খবর, নিহত চারজন ভীমা মাণ্ডবির নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
কনভয়টি যখন কুয়োকোন্তা থেকে শ্যামগিরি যাচ্ছিল, তখন এই বিস্ফোরণ হয়। বিধায়কের কনভয়ে পুলিশের এসকর্ট ভ্যান ছিল সেটিও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়।
এই ঘটনায় নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় লেখেন, "ভীমা মাণ্ডবি দলের একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি দক্ষ ও সাহসী ছিলেন। নিরলসভাবে জনগণের সেবা করতেন। তাঁর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তাঁর সমর্থক ও পরিবারের জন্য সমবেদনা রইল।"
টুইট বার্তায় তিনি আরও লেখেন, "দান্তেওয়াড়ায় মাওবাদী হামলার তীব্র নিন্দা করছি। শহিদ নিরাপত্তারক্ষীদের শ্রদ্ধা জানাই। তাঁদের বলিদান ব্যর্থ হবে না।"