ETV Bharat / briefs

BJP Rebel Leaders : পাঁচ রাজ্যে ভোটের পরই বিজেপির বিক্ষুব্ধদের ভাগ্য নির্ধারণ - Rebel Leaders of Bengal BJP

বঙ্গ বিজেপির বিক্ষুব্ধদের (Rebel Leaders of Bengal BJP) সঙ্গে কথা বলবে কেন্দ্রীয় কমিটি । তবে তা পাঁচ রাজ্যে ভোটের পরই ।

Bengal BJP News
বিজেপির বিক্ষুব্ধদের ভাগ্য নির্ধারণ হবে ভোটের পরই
author img

By

Published : Jan 19, 2022, 8:23 PM IST

Updated : Jan 19, 2022, 8:28 PM IST

কলকাতা, 19 জানুয়ারি : উত্তরপ্রদেশ নির্বাচনের দিকে নজর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের । তাই বঙ্গ বিজেপির বিক্ষুব্ধ নেতাদের ভাগ্য মার্চ মাস পর্যন্ত ঝুলে রইল । যোগীরাজ্যে ভোট মেটা না পর্যন্ত বাংলার বিক্ষুব্ধ নেতাদের দাবি-দাওয়া শুনতে নারাজ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব (BJP will talk to their rebel leaders) । ততদিন বিদ্রোহের আগুন জ্বালিয়ে রাখাই বড় চ্যালেঞ্জ বঙ্গ বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠীর কাছে ।

বিজেপির একটি সূত্রের দাবি, ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার অফিস থেকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে ফোন করা হয়েছিল । শান্তনুকেও উত্তরপ্রদেশের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে ।

মূলত, উত্তরপ্রদেশ-সহ পাঁচটি রাজ্যের নির্বাচন জন্য আপাতত দু'মাস দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব খুবই ব্যস্ত থাকবেন । তাই মার্চ মাসের পরই রাজ্যের বিক্ষুব্ধ গোষ্ঠীর অভিযোগগুলো শুনবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি । এবং এই বিক্ষুব্ধদের বিরুদ্ধে যে অভিযোগ জমা পড়েছে, তাও পরীক্ষা করে দেখা হবে ।

বিজেপি সূত্রে খবর, রাজ্যের সংগঠনের এক শীর্ষ নেতা ইতিমধ্যেই দিল্লিতে বিক্ষুব্ধ গোষ্ঠীর তালিকা তৈরি করে নালিশ জানিয়েছেন । কিন্তু বিক্ষুব্ধ গোষ্ঠী এই মাস থেকেই জেলা সফর শুরু করেছে ।

বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, "আমরা কোনও বিক্ষুব্ধ নেতা নই । সমস্ত দলীয় অভিজ্ঞতা সম্পন্ন নেতাদের একটা মঞ্চ নিয়ে আসাই আমাদের মূল লক্ষ্য ।"

বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী সূত্রে খবর, ইতিমধ্যেই বিজেপির 42টি সাংগঠনিক জেলাতেই কর্মসূচি শুরু করছে । রাজ্যজুড়েই চা-চক্র কর্মসূচি হবে । সেখানে বিজেপির জেলা কমিটি থেকে বাদ যাওয়া পুরানো কর্মীদের এই চা-চক্রে ডাকা হচ্ছে ।

আরও পড়ুন : Bangaon BJP Agitation : ক্ষমতায় এলে পুলিশ দিয়ে এনকাউন্টার, বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্ক

কলকাতা, 19 জানুয়ারি : উত্তরপ্রদেশ নির্বাচনের দিকে নজর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের । তাই বঙ্গ বিজেপির বিক্ষুব্ধ নেতাদের ভাগ্য মার্চ মাস পর্যন্ত ঝুলে রইল । যোগীরাজ্যে ভোট মেটা না পর্যন্ত বাংলার বিক্ষুব্ধ নেতাদের দাবি-দাওয়া শুনতে নারাজ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব (BJP will talk to their rebel leaders) । ততদিন বিদ্রোহের আগুন জ্বালিয়ে রাখাই বড় চ্যালেঞ্জ বঙ্গ বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠীর কাছে ।

বিজেপির একটি সূত্রের দাবি, ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার অফিস থেকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে ফোন করা হয়েছিল । শান্তনুকেও উত্তরপ্রদেশের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে ।

মূলত, উত্তরপ্রদেশ-সহ পাঁচটি রাজ্যের নির্বাচন জন্য আপাতত দু'মাস দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব খুবই ব্যস্ত থাকবেন । তাই মার্চ মাসের পরই রাজ্যের বিক্ষুব্ধ গোষ্ঠীর অভিযোগগুলো শুনবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি । এবং এই বিক্ষুব্ধদের বিরুদ্ধে যে অভিযোগ জমা পড়েছে, তাও পরীক্ষা করে দেখা হবে ।

বিজেপি সূত্রে খবর, রাজ্যের সংগঠনের এক শীর্ষ নেতা ইতিমধ্যেই দিল্লিতে বিক্ষুব্ধ গোষ্ঠীর তালিকা তৈরি করে নালিশ জানিয়েছেন । কিন্তু বিক্ষুব্ধ গোষ্ঠী এই মাস থেকেই জেলা সফর শুরু করেছে ।

বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, "আমরা কোনও বিক্ষুব্ধ নেতা নই । সমস্ত দলীয় অভিজ্ঞতা সম্পন্ন নেতাদের একটা মঞ্চ নিয়ে আসাই আমাদের মূল লক্ষ্য ।"

বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী সূত্রে খবর, ইতিমধ্যেই বিজেপির 42টি সাংগঠনিক জেলাতেই কর্মসূচি শুরু করছে । রাজ্যজুড়েই চা-চক্র কর্মসূচি হবে । সেখানে বিজেপির জেলা কমিটি থেকে বাদ যাওয়া পুরানো কর্মীদের এই চা-চক্রে ডাকা হচ্ছে ।

আরও পড়ুন : Bangaon BJP Agitation : ক্ষমতায় এলে পুলিশ দিয়ে এনকাউন্টার, বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্ক

Last Updated : Jan 19, 2022, 8:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.