ETV Bharat / briefs

উলুবেড়িয়ায় BJP-র বুথ সভাপতিকে ঘুষি, পরে সংঘর্ষ - Brawl

তাঁর চোখে তৃণমূল কংগ্রেসের লোকজন ঘুষি মারে বলে অভিযোগ ।

জখম ব্যক্তি
author img

By

Published : May 6, 2019, 8:22 PM IST

Updated : May 11, 2019, 10:08 PM IST

উলুবেড়িয়া, 6 মে : BJP-র বুথ কমিটির সভাপতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । নাম সনৎ সাউ । সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষ হয় । পরে কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ঘটনাটি উলুবেড়িয়ার গাজ়িপুর গ্রামের ।

আজ উলুবেড়িয়ার গাজ়িপুরের 122 নম্বর বুথের অদূরে BJP-র একটি ক্যাম্প খোলা হয় । সেখানে ছিলেন সনৎ সাউ সহ অন্য BJP নেতারা । অভিযোগ, দুপুরে তৃণমূলের লোকজন সেই ক্যাম্পে হামলা চালায় । সনতের চোখে ঘুষি মারা হয় বলে অভিযোগ । তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভরতি করা হয়েছে । BJP-র আরও এক বুথ কমিটির সভাপতিকে ঠেলে ফেলে দেওয়া ।

দেখুন ভিডিয়ো

তারপরই এলাকায় একাধিকবার তৃণমূল ও BJP কর্মী-সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থানে যায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ । তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

উলুবেড়িয়া, 6 মে : BJP-র বুথ কমিটির সভাপতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । নাম সনৎ সাউ । সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষ হয় । পরে কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ঘটনাটি উলুবেড়িয়ার গাজ়িপুর গ্রামের ।

আজ উলুবেড়িয়ার গাজ়িপুরের 122 নম্বর বুথের অদূরে BJP-র একটি ক্যাম্প খোলা হয় । সেখানে ছিলেন সনৎ সাউ সহ অন্য BJP নেতারা । অভিযোগ, দুপুরে তৃণমূলের লোকজন সেই ক্যাম্পে হামলা চালায় । সনতের চোখে ঘুষি মারা হয় বলে অভিযোগ । তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভরতি করা হয়েছে । BJP-র আরও এক বুথ কমিটির সভাপতিকে ঠেলে ফেলে দেওয়া ।

দেখুন ভিডিয়ো

তারপরই এলাকায় একাধিকবার তৃণমূল ও BJP কর্মী-সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থানে যায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ । তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

Intro:ছবিBody:ছবিConclusion:
Last Updated : May 11, 2019, 10:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.