ETV Bharat / briefs

বীরভূমে জেলা প্রশাসনের জারি করা নতুন লকডাউন নির্দেশিকা - Birbhum district administration

একটি নির্দেশিকা আজ বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে জারি করা হয়। তাতে বলা হয়,সরকারের তরফ থেকে ইতিমধ্যেই রাজ্যজুড়ে অগাস্ট মাসের 5,8,20,21,27,28 এবং 31 তারিখ পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে । এই সূচি অনুযায়ী নির্দিষ্ট দিনগুলিতে পূর্ণ লকডাউন জারি থাকবে বীরভূমেও। পাশাপাশি যেভাবে জেলার দুটি পৌর এলাকায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার হার দেখে বিশেষ লকডাউন জারি প্রয়োজন আছে। তাই অগাস্ট মাসের 6 এবং 7 তারিখ বীরভূমের রামপুরহাট 1 নম্বর ব্লক এলাকার মুরারই 1ও 2 নং ব্লক,নলহাটিতে সকাল 6 টা থেকে রাত 10 টা পর্যন্ত পূর্ণ লকডাউন জারি হবে। অন্যদিকে সিউড়ি ,দুবরাজপুর,সাঁইথিয়া ও বোলপুর পৌরসভা এলাকায় 6 ও 7 অগাস্ট দুপুর দুটো থেকে রাত দশটা পর্যন্ত লকডাউন জারি হবে।

লকডাউন
লকডাউন
author img

By

Published : Aug 4, 2020, 10:02 PM IST

সিউড়ি,4 আগস্ট: সারা রাজ্যের পাশাপাশি বীরভূম জেলায় কোরোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে জুলাই মাসে আলাদাভাবে জেলায় লকডাউন জারি করা হয়েছিল। যে লকডাউন শেষ হয় 31 জুলাই। কিন্তু প্রতিদিন বীরভূমে সংক্রমণ বাড়ার জন্য ফের নতুনভাবে লকডাউন সূচি এবং বিধি-নিষেধ সম্পর্কিত নির্দেশিকা জারি করা হল বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে।

আজ একটি নির্দেশিকা জারি করে বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে। তাতে বলা হয়, সরকারের তরফ থেকে ইতিমধ্যেই রাজ্যজুড়ে অগাস্ট মাসের 5,8,20,21,27,28 এবং 31 তারিখ পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে । এই সূচি অনুযায়ী নির্দিষ্ট দিনগুলিতে পূর্ণ লকডাউন জারি থাকবে বীরভূমেও। পাশাপাশি যেভাবে জেলার দুটি পৌর এলাকায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার হার দেখে বিশেষ লকডাউন জারি প্রয়োজন আছে। তাই আগস্ট মাসের 6 এবং 7 তারিখ বীরভূমের রামপুরহাট 1 নম্বর ব্লক এলাকার মুরারই 1ও 2 নং ব্লক,নলহাটিতে সকাল 6 টা থেকে রাত 10 টা পর্যন্ত পূর্ণ লকডাউন জারি হবে। অন্যদিকে সিউড়ি ,দুবরাজপুর,সাঁইথিয়া ও বোলপুর পৌরসভা এলাকায় 6 ও 7 অগাস্ট দুপুর দুটো থেকে রাত দশটা পর্যন্ত লকডাউন জারি হবে ।


বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে এই দুদিন জেলার ডাউন জারি করা হয়েছে নিম্নলিখিত বিষয়গুলি ছাড়া কোনও ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না বলে জানানো হয়েছে । লকডাউন চলাকালীন কোনও রকম হাট বাজার দোকানপাট খোলা থাকবে না কেবলমাত্র ছাড় দেওয়া হয়েছে :

1. স্বাস্থ্য পরিষেবা এবং স্বাস্থ্য কর্মী ও রোগীদের জন্য সরকারি বা বেসরকারি পরিবহন।
2.ওষুধের দোকান।
3.আইন শৃঙ্খলা আদালত সংশোধনাগার অগ্নিনির্বাপণ এবং জরুরিকালীন পরিষেবা
4.জলবিদ্যুৎ নিকাশি এবং সাফাই কার্য
5.চলমান প্রক্রিয়াকরণ শিল্প এবং অভ্যন্তরীণ কর্মচারী দ্বারা পরিচালিত কারখানা।
6.কৃষিকাজ এবং চা বাগানের কাজ
7.অন্ত রাজ্য এবং অন্ত রাজ্য পণ্য পরিবহন
8. ই-কমার্স এবং সে ভি নিয়ন্ত্রিত ক্যাপিটাল ডেট মার্কেট পরিষেবা
9.খবরের কাগজ টেলিভিশন নিউজ পোর্টাল এবং সামাজিক মাধ্যম
10.রান্না করা খাবারের হোম ডেলিভারি

সিউড়ি,4 আগস্ট: সারা রাজ্যের পাশাপাশি বীরভূম জেলায় কোরোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে জুলাই মাসে আলাদাভাবে জেলায় লকডাউন জারি করা হয়েছিল। যে লকডাউন শেষ হয় 31 জুলাই। কিন্তু প্রতিদিন বীরভূমে সংক্রমণ বাড়ার জন্য ফের নতুনভাবে লকডাউন সূচি এবং বিধি-নিষেধ সম্পর্কিত নির্দেশিকা জারি করা হল বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে।

আজ একটি নির্দেশিকা জারি করে বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে। তাতে বলা হয়, সরকারের তরফ থেকে ইতিমধ্যেই রাজ্যজুড়ে অগাস্ট মাসের 5,8,20,21,27,28 এবং 31 তারিখ পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে । এই সূচি অনুযায়ী নির্দিষ্ট দিনগুলিতে পূর্ণ লকডাউন জারি থাকবে বীরভূমেও। পাশাপাশি যেভাবে জেলার দুটি পৌর এলাকায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার হার দেখে বিশেষ লকডাউন জারি প্রয়োজন আছে। তাই আগস্ট মাসের 6 এবং 7 তারিখ বীরভূমের রামপুরহাট 1 নম্বর ব্লক এলাকার মুরারই 1ও 2 নং ব্লক,নলহাটিতে সকাল 6 টা থেকে রাত 10 টা পর্যন্ত পূর্ণ লকডাউন জারি হবে। অন্যদিকে সিউড়ি ,দুবরাজপুর,সাঁইথিয়া ও বোলপুর পৌরসভা এলাকায় 6 ও 7 অগাস্ট দুপুর দুটো থেকে রাত দশটা পর্যন্ত লকডাউন জারি হবে ।


বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে এই দুদিন জেলার ডাউন জারি করা হয়েছে নিম্নলিখিত বিষয়গুলি ছাড়া কোনও ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না বলে জানানো হয়েছে । লকডাউন চলাকালীন কোনও রকম হাট বাজার দোকানপাট খোলা থাকবে না কেবলমাত্র ছাড় দেওয়া হয়েছে :

1. স্বাস্থ্য পরিষেবা এবং স্বাস্থ্য কর্মী ও রোগীদের জন্য সরকারি বা বেসরকারি পরিবহন।
2.ওষুধের দোকান।
3.আইন শৃঙ্খলা আদালত সংশোধনাগার অগ্নিনির্বাপণ এবং জরুরিকালীন পরিষেবা
4.জলবিদ্যুৎ নিকাশি এবং সাফাই কার্য
5.চলমান প্রক্রিয়াকরণ শিল্প এবং অভ্যন্তরীণ কর্মচারী দ্বারা পরিচালিত কারখানা।
6.কৃষিকাজ এবং চা বাগানের কাজ
7.অন্ত রাজ্য এবং অন্ত রাজ্য পণ্য পরিবহন
8. ই-কমার্স এবং সে ভি নিয়ন্ত্রিত ক্যাপিটাল ডেট মার্কেট পরিষেবা
9.খবরের কাগজ টেলিভিশন নিউজ পোর্টাল এবং সামাজিক মাধ্যম
10.রান্না করা খাবারের হোম ডেলিভারি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.