ETV Bharat / briefs

লক্ষ্য একুশের নির্বাচন, পুরুলিয়ায় জেলাস্তরে ব্যাপক রদবদল তৃণমূলের

বাঁকুড়া ও পুরুলিয়া জেলার সংগঠনকে ঢেলে সাজানোর উদ্যোগ নিল তৃণমূল । একুশের নির্বাচনের আগেই মূলত এই পদক্ষেপ তাদের ।

tmc
tmc
author img

By

Published : Sep 11, 2020, 8:45 AM IST

কলকাতা ও পুরুলিয়া, 11 সেপ্টেম্বর : 15 জন ব্লক সভাপতিকে সরিয়ে দিয়ে নতুন কমিটি গঠন করল পুরুলিয়া জেলা তৃণমূল। একুশের নির্বাচনকে পাখির চোখ করে জেলাস্তরে এই রদবদল তৃণমূলের । বাঁকুড়া ও পুরুলিয়া জেলার সংগঠনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে ।

গ্রহণযোগ্যতা বাড়াতে একাধিক পুরানো মুখকে সরিয়ে আনা হল নতুন মুখ । বিশেষ করে যাঁরা সদ্য BJP ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন, তাঁদেরই অগ্রাধিকার দেওয়া হয়েছে জেলা তৃণমূলে । BJP ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন বিধায়ক তুষার ভট্টাচার্য । তাঁকে বাঁকুড়া জেলা কমিটির সহ-সভাপতির পদ দেওয়া হয়েছে । BJP থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন শংকরনারায়ণ সিং । তাঁকে পুরুলিয়া জেলার জয়পুর ব্লকের সভাপতি নির্বাচিত করা হয়েছে ।

পুরুলিয়ার রঘুনাথপুরের টাউন সভাপতি করা হয় BJP থেকে আসা বিষ্ণুচরণ মাহাতকে । পুরুলিয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে চঞ্চল মৈত্রকে । তিনি কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন ।

দীর্ঘদিন অভিযোগ ছিল 15 জন ব্লক সভাপতির বিরুদ্ধে । তাঁদের সরিয়ে দিয়ে নতুন কমিটি গঠন করে পুরুলিয়া জেলা নেতৃত্ব । গঠিত হল 186 জনের বৃহৎ জেলা কমিটি । জেলা কমিটিতে রয়েছে 18জন সহ-সভাপতি, 33জন সাধারণ সম্পাদক, 49জন সম্পাদক ও 80 জন সদস্য ।

2021 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের সর্বস্তরের রদবদল ঘটিয়ে চলেছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব । কিছুদিন আগে রাজ্য কমিটিতেও বড়সড় রদবদল ঘটিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি দলের যুব ও জেলা কমিটিতেও কিছু কিছু জায়গায় রদবদল ঘটানো হয় । এবার বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় রদবদল তৃণমূলের ।

কলকাতা ও পুরুলিয়া, 11 সেপ্টেম্বর : 15 জন ব্লক সভাপতিকে সরিয়ে দিয়ে নতুন কমিটি গঠন করল পুরুলিয়া জেলা তৃণমূল। একুশের নির্বাচনকে পাখির চোখ করে জেলাস্তরে এই রদবদল তৃণমূলের । বাঁকুড়া ও পুরুলিয়া জেলার সংগঠনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে ।

গ্রহণযোগ্যতা বাড়াতে একাধিক পুরানো মুখকে সরিয়ে আনা হল নতুন মুখ । বিশেষ করে যাঁরা সদ্য BJP ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন, তাঁদেরই অগ্রাধিকার দেওয়া হয়েছে জেলা তৃণমূলে । BJP ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন বিধায়ক তুষার ভট্টাচার্য । তাঁকে বাঁকুড়া জেলা কমিটির সহ-সভাপতির পদ দেওয়া হয়েছে । BJP থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন শংকরনারায়ণ সিং । তাঁকে পুরুলিয়া জেলার জয়পুর ব্লকের সভাপতি নির্বাচিত করা হয়েছে ।

পুরুলিয়ার রঘুনাথপুরের টাউন সভাপতি করা হয় BJP থেকে আসা বিষ্ণুচরণ মাহাতকে । পুরুলিয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে চঞ্চল মৈত্রকে । তিনি কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন ।

দীর্ঘদিন অভিযোগ ছিল 15 জন ব্লক সভাপতির বিরুদ্ধে । তাঁদের সরিয়ে দিয়ে নতুন কমিটি গঠন করে পুরুলিয়া জেলা নেতৃত্ব । গঠিত হল 186 জনের বৃহৎ জেলা কমিটি । জেলা কমিটিতে রয়েছে 18জন সহ-সভাপতি, 33জন সাধারণ সম্পাদক, 49জন সম্পাদক ও 80 জন সদস্য ।

2021 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের সর্বস্তরের রদবদল ঘটিয়ে চলেছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব । কিছুদিন আগে রাজ্য কমিটিতেও বড়সড় রদবদল ঘটিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি দলের যুব ও জেলা কমিটিতেও কিছু কিছু জায়গায় রদবদল ঘটানো হয় । এবার বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় রদবদল তৃণমূলের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.