ETV Bharat / briefs

BJP-তে যোগ দেওয়াতেই খুন হেমতাবাদের বিধায়ক : বিপ্লবকুমার দেব - BJP বিধায়কের মৃত্যু

BJP-তে যোগ দেওয়ায় খুন হতে হল । হেমতাবাদের BJP বিধায়কের মৃত্যুতে টুইট ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের ।

Tripura CM
Tripura CM
author img

By

Published : Jul 13, 2020, 7:06 PM IST

আগরতলা, 13 জুলাই : গত বছরই BJP-তে যোগ দিয়েছিলেন । তাই হেমতাবাদে বিধায়ককে খুন করা হয়েছে বলে টুইটে অভিযোগ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব ।

টুইটারে তিনি লিখেছেন, "উত্তর দিনাজপুরের সংরক্ষিত আসন হেমতাবাদের BJP বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় তাঁর গ্রামের বাড়ির কাছেই পাওয়া গেছে । তাঁকে প্রথমে হত্যা করা হয় এবং পরে ঝুলিয়ে দেওয়া হয়েছে । তাঁর অপরাধ ? তিনি 2019 সালে BJP-তে যোগ দিয়েছিলেন ।"

উত্তর দিনাজপুরের হেমতাবাদে স্থানীয় বাজারের কাছে বাড়ি থেকে কয়েক মিটার দূরে আজ সকালে ওই বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার হয় । 2019-এ BJP-তে যোগ দেন তিনি । 2016 সালে CPI(M)-এর হয়ে লড়ে জয়লাভ করেছিলেন ।

আগরতলা, 13 জুলাই : গত বছরই BJP-তে যোগ দিয়েছিলেন । তাই হেমতাবাদে বিধায়ককে খুন করা হয়েছে বলে টুইটে অভিযোগ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব ।

টুইটারে তিনি লিখেছেন, "উত্তর দিনাজপুরের সংরক্ষিত আসন হেমতাবাদের BJP বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় তাঁর গ্রামের বাড়ির কাছেই পাওয়া গেছে । তাঁকে প্রথমে হত্যা করা হয় এবং পরে ঝুলিয়ে দেওয়া হয়েছে । তাঁর অপরাধ ? তিনি 2019 সালে BJP-তে যোগ দিয়েছিলেন ।"

উত্তর দিনাজপুরের হেমতাবাদে স্থানীয় বাজারের কাছে বাড়ি থেকে কয়েক মিটার দূরে আজ সকালে ওই বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার হয় । 2019-এ BJP-তে যোগ দেন তিনি । 2016 সালে CPI(M)-এর হয়ে লড়ে জয়লাভ করেছিলেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.