ETV Bharat / briefs

দেগঙ্গা BDO অফিস ভাঙচুরের ঘটনায় 15 জনের জামিন

author img

By

Published : Jun 28, 2020, 11:01 PM IST

দেগঙ্গায় BDO অফিস ভাঙচুরের ঘটনায় ধৃত পড়ুয়া সহ 15 জনের জামিন মঞ্জুর করল বারাসত আদালত। অভিযুক্তদের হয়ে মামলা লড়েন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। আগামী সাত জুলাই অবধি অভিযুক্তদের জামিন মঞ্জুর করা হয়েছে।

accused of vandalizing bdo office
accused of vandalizing bdo office

বারাসত, 28 জুন : দেগঙ্গায় BDO অফিস ভাঙচুরের ঘটনায় ধৃত পড়ুয়াসহ 15 জনের জামিন মঞ্জুর করল বারাসত আদালত।জামিন পেতেই আদালত চত্বরে আবির খেলায় মেতে ওঠেন ধৃত পড়ুয়া সহ গ্রামবাসীরা । জামিনেমুক্ত পড়ুয়ারা জানান, দুর্নীতিরবিরুদ্ধে ও মানুষের অধিকার নিয়ে তাদের লড়াই জারি থাকবে।

ধৃতপড়ুয়াদের জামিনের জন্য বারাসত আদালতে তাদের হয়ে সওয়াল করেন কলকাতা হাইকোর্টের আইনজীবীও রাজ্যসভার বাম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনিও পড়ুয়াদের গ্রেপ্তারেরঘটনায় পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন।

22 জুনআমফানের ক্ষতিপূরণে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ আন্দোলন ঘিরে উত্তাল হয়ে উঠেদেগঙ্গার BDO অফিসচত্বর । দীর্ঘ সময় ধরে বিক্ষোভ চলার পাশাপাশি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এমনকি BDO অফিসের জিনিসপত্র ভাঙচুরের অভিযোগ উঠে। ঘটনায় মোট 20 জনেরবিরুদ্ধে দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন BDO সুব্রত মল্লিক। পুলিশ 15 জনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধেসরকারি সম্পত্তি ভাঙচুর,সরকারিকাজে বাধা দেওয়া সহ বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করে । 23 জুন ধৃত 15 জনকে বারাসত আদালতে তোলা হয় ।

দেগঙ্গা BDO অফিস ভাঙচুরের ঘটনায় 15 জনের জামিন

বারাসত, 28 জুন : দেগঙ্গায় BDO অফিস ভাঙচুরের ঘটনায় ধৃত পড়ুয়াসহ 15 জনের জামিন মঞ্জুর করল বারাসত আদালত।জামিন পেতেই আদালত চত্বরে আবির খেলায় মেতে ওঠেন ধৃত পড়ুয়া সহ গ্রামবাসীরা । জামিনেমুক্ত পড়ুয়ারা জানান, দুর্নীতিরবিরুদ্ধে ও মানুষের অধিকার নিয়ে তাদের লড়াই জারি থাকবে।

ধৃতপড়ুয়াদের জামিনের জন্য বারাসত আদালতে তাদের হয়ে সওয়াল করেন কলকাতা হাইকোর্টের আইনজীবীও রাজ্যসভার বাম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনিও পড়ুয়াদের গ্রেপ্তারেরঘটনায় পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন।

22 জুনআমফানের ক্ষতিপূরণে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ আন্দোলন ঘিরে উত্তাল হয়ে উঠেদেগঙ্গার BDO অফিসচত্বর । দীর্ঘ সময় ধরে বিক্ষোভ চলার পাশাপাশি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এমনকি BDO অফিসের জিনিসপত্র ভাঙচুরের অভিযোগ উঠে। ঘটনায় মোট 20 জনেরবিরুদ্ধে দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন BDO সুব্রত মল্লিক। পুলিশ 15 জনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধেসরকারি সম্পত্তি ভাঙচুর,সরকারিকাজে বাধা দেওয়া সহ বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করে । 23 জুন ধৃত 15 জনকে বারাসত আদালতে তোলা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.