বালুরঘাট, 12জুন : কোরোনা ও লকডাউনের জেরে বন্ধ রয়েছে স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ দিন স্কুল, কলেজ বন্ধ থাকায় সমস্যায় পড়েছে পড়ুয়ারা। এই অবস্থায় পড়ুয়াদের বিভিন্ন দাবি নিয়ে শুক্রবার বালুরঘাটের জেলাশাসকের কাছে ডেপুটেশন জমা দিল বামপন্থী ছাত্র সংগঠন SFI।
আজ বিকেলে মোট নয় দফা দাবিতে জেলাশাসককে ডেপুটেশন জমা দেয় ভারতের ছাত্র ফেডারেশনের দক্ষিণ দিনাজপুর শাখার সদস্যরা। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসনিক আধিকারিকরা।
লকডাউনের ফলে প্রায় ২৫ কোটি পড়ুয়া বর্তমানে গৃহবন্দি । লকডাউনের পর আগামী দিনে উচ্চমাধ্যমিক সহ অন্যান্য পরীক্ষার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। তবে পরীক্ষার আগে পুরো বিষয়টি আরও একবার পর্যালোচনা এবং সরকারি সিদ্ধান্তে যাতে ছাত্রছাত্রীদের উপর কোন প্রভাব না পড়ে, তা নিয়ে সরব হয়েছেন SFI কর্মীরা । আজ জেলা প্রশাসনিক ভবনের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনের একাধিক নেতৃত্ব। এরপর জেলা শাসকের কাছে নিজেদের নয় দফা দাবি জানিয়ে ডেপুটেশন জমা দেয়।
এই বিষয়ে SFI নেতা অভিজিৎ মণ্ডল জানান, লকডাউন পরবর্তী সময়ে সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ফি মকুব করতে হবে এবং শিক্ষা ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারকে বিশেষ প্যাকেজ ঘোষণা করতে হবে। পড়ুয়া সহ শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করা এবং স্কুল কলেজগুলিকে স্যানিটাইজ করতে হবে। শিক্ষক ও পড়ুয়াদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। পাশাপাশি চলতি বছরের পাঠক্রম শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা নেওয়া চলবে না। সকলের জন্য অনলাইনে পড়াশোনা করার সুযোগ ও পরিকাঠামো প্রস্তুত না করে অনলাইনে শিক্ষা ও পরীক্ষার মূল্যায়ন করা বাধ্যতামূলক করা যাবে না।