ETV Bharat / briefs

Babla Panchayat in Santipur : রাতভর খোলা নদিয়ার বাবলা পঞ্চায়েত অফিসের প্রধান দরজা - বাবলা গ্রামপঞ্চায়েত

রাতভর বেমালুম খোলা পড়ে রইল পঞ্চায়েত অফিসের প্রধান দরজা । স্থানীয় একজন তা জানালেও কোনও জনপ্রতিনিধি তাঁর উত্তর দেননি (Babla Panchayat in Santipur) বলে অভিযোগ।

Babla Gram Panchayat in Nadia
Babla Gram Panchayat Main Gate open
author img

By

Published : Feb 4, 2022, 12:22 PM IST

শান্তিপুর, 8 জানুয়ারি : গাফিলতির জেরে সারারাত খোলা থাকল পঞ্চায়েত অফিসের প্রধান গেট । অল্পের জন্য রক্ষা পেল সরকারি নথিপত্র । বড়সড় ঘটনা ঘটলে দায় কার, এ নিয়ে প্রশ্ন উঠেছে । ঘটনাটি নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের (Babla Panchayat main gate open overnight in Santipur Nadia) ।

পঞ্চায়েত অফিসের পাশেই বসবাসকারী গাড়ি সারানোর এক মিস্ত্রি বৃহস্পতিবার রাত সাড়ে বারোটা নাগাদ খেয়াল করেন, পঞ্চায়েত অফিসে ঢোকার প্রধান কলাপসিবল গেটটি খোলা । পঞ্চায়েতের দায়িত্বে থাকা কারও নম্বর তাঁর কাছে না থাকায় এলাকার জল সরবরাহকারী এক ব্যক্তিকে ফোন করেন তিনি । জানান গোটা বিষয়টি ।

আরও পড়ুন : Poster Against MP Jagannath Sarkar : দুর্নীতির অভিযোগে জগন্নাথ সরকারের বিরুদ্ধে পোস্টার

রাতে বিভিন্ন জনপ্রতিনিধি এবং অফিস কর্তাদের ফোন করলেও কেউই ফোন ধরেননি বলে অভিযোগ করেছেন ওই ব্যক্তি । খোলা থাকা প্রধান দরজা দিয়েই আজ সকালে যথারীতি প্রবেশ করেন পঞ্চায়েত অফিসের কর্মী, সদস্যরা ।

পঞ্চায়েত উপপ্রধান কাজল দত্ত তাঁকে ফোন করে দরজা খোলা থাকা জানানোর বিষয়টি অস্বীকার করেছেন । তবে দরজা খোলা রাখার বিষয়ে ভুল স্বীকার করে তিনি বলেন, “যিনি এ ধরনের দায়িত্বে দীর্ঘদিন কাজ করছেন তিনি অত্যন্ত সচেতন । তবু ভুল মানুষ মাত্রেই হয় । তবে কম্পিউটার সেকশন এবং মূল অফিসের দ্বিতীয় দরজাটি বন্ধ ছিল । প্রধান গেট দিয়ে উপরের হলঘরে যাওয়া সম্ভব হত । সেখানে মূল্যবান কিছু ছিল না ।” ভবিষ্যতে নিজেদের আরও সচেতন থাকার কথা জানান তিনি ।

শান্তিপুর, 8 জানুয়ারি : গাফিলতির জেরে সারারাত খোলা থাকল পঞ্চায়েত অফিসের প্রধান গেট । অল্পের জন্য রক্ষা পেল সরকারি নথিপত্র । বড়সড় ঘটনা ঘটলে দায় কার, এ নিয়ে প্রশ্ন উঠেছে । ঘটনাটি নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের (Babla Panchayat main gate open overnight in Santipur Nadia) ।

পঞ্চায়েত অফিসের পাশেই বসবাসকারী গাড়ি সারানোর এক মিস্ত্রি বৃহস্পতিবার রাত সাড়ে বারোটা নাগাদ খেয়াল করেন, পঞ্চায়েত অফিসে ঢোকার প্রধান কলাপসিবল গেটটি খোলা । পঞ্চায়েতের দায়িত্বে থাকা কারও নম্বর তাঁর কাছে না থাকায় এলাকার জল সরবরাহকারী এক ব্যক্তিকে ফোন করেন তিনি । জানান গোটা বিষয়টি ।

আরও পড়ুন : Poster Against MP Jagannath Sarkar : দুর্নীতির অভিযোগে জগন্নাথ সরকারের বিরুদ্ধে পোস্টার

রাতে বিভিন্ন জনপ্রতিনিধি এবং অফিস কর্তাদের ফোন করলেও কেউই ফোন ধরেননি বলে অভিযোগ করেছেন ওই ব্যক্তি । খোলা থাকা প্রধান দরজা দিয়েই আজ সকালে যথারীতি প্রবেশ করেন পঞ্চায়েত অফিসের কর্মী, সদস্যরা ।

পঞ্চায়েত উপপ্রধান কাজল দত্ত তাঁকে ফোন করে দরজা খোলা থাকা জানানোর বিষয়টি অস্বীকার করেছেন । তবে দরজা খোলা রাখার বিষয়ে ভুল স্বীকার করে তিনি বলেন, “যিনি এ ধরনের দায়িত্বে দীর্ঘদিন কাজ করছেন তিনি অত্যন্ত সচেতন । তবু ভুল মানুষ মাত্রেই হয় । তবে কম্পিউটার সেকশন এবং মূল অফিসের দ্বিতীয় দরজাটি বন্ধ ছিল । প্রধান গেট দিয়ে উপরের হলঘরে যাওয়া সম্ভব হত । সেখানে মূল্যবান কিছু ছিল না ।” ভবিষ্যতে নিজেদের আরও সচেতন থাকার কথা জানান তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.