ETV Bharat / briefs

আসানসোলে BJP এজেন্টকে মারধর - asansol

জখম BJP এজেন্টের নাম প্রমোদ বিশ্বকর্মা । অভিযোগ, মহুয়াডাঙার দুর্গা স্কুলের 69 নম্বর বুথে ভোট শেষ হওয়ার পর তিনি বাইরে এলেই তাঁকে তৃণমূলের লোকজন মারধর করে ।

প্রমোদ বিশ্বকর্মা
author img

By

Published : Apr 29, 2019, 6:46 PM IST

Updated : Apr 29, 2019, 7:56 PM IST

আসানসোল, 29 এপ্রিল : BJP-র পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । আসানসোল উত্তর থানার রেলপাড়া এলাকার ঘটনা । আজ বিকেলে ভোট শেষ হওয়ার পর তাঁকে মারধর করা হয় ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

জখম BJP এজেন্টের নাম প্রমোদ বিশ্বকর্মা । অভিযোগ, মহুয়াডাঙার দুর্গা স্কুলের 69 নম্বর বুথে ভোট শেষ হওয়ার পর তিনি বাইরে এলেই তাঁকে তৃণমূলের লোকজন মারধর করে । প্রমোদকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

প্রমোদবাবু জানান, আজ সকালে তাঁকে হুমকি দেওয়া হয়েছিল । তৃণমূলের লোকজন তাঁকে বুথ থেকে বেরিয়ে যাওয়ার কথাও বলে । কিন্তু তিনি ভোট শেষ হওয়া পর্যন্ত বুথের ভিতরেই ছিলেন । ভোট শেষ হতেই তিনি বাইরে বেরোলে তাঁকে মারধর করা হয় ।

আসানসোল, 29 এপ্রিল : BJP-র পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । আসানসোল উত্তর থানার রেলপাড়া এলাকার ঘটনা । আজ বিকেলে ভোট শেষ হওয়ার পর তাঁকে মারধর করা হয় ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

জখম BJP এজেন্টের নাম প্রমোদ বিশ্বকর্মা । অভিযোগ, মহুয়াডাঙার দুর্গা স্কুলের 69 নম্বর বুথে ভোট শেষ হওয়ার পর তিনি বাইরে এলেই তাঁকে তৃণমূলের লোকজন মারধর করে । প্রমোদকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

প্রমোদবাবু জানান, আজ সকালে তাঁকে হুমকি দেওয়া হয়েছিল । তৃণমূলের লোকজন তাঁকে বুথ থেকে বেরিয়ে যাওয়ার কথাও বলে । কিন্তু তিনি ভোট শেষ হওয়া পর্যন্ত বুথের ভিতরেই ছিলেন । ভোট শেষ হতেই তিনি বাইরে বেরোলে তাঁকে মারধর করা হয় ।

Last Updated : Apr 29, 2019, 7:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.