ETV Bharat / briefs

ভোট শেষ, কলকাতা পুলিশ কমিশনার পদে পুনর্বহাল অনুজ - anuj

স্বপদে ফিরলেন প্রাক্তন পুলিশ কমিশনার অনুজ শর্মা ।

ফাইল ফোটো
author img

By

Published : May 26, 2019, 8:14 PM IST

Updated : May 26, 2019, 8:38 PM IST

কলকাতা, 26 মে : পদে ফিরলেন প্রাক্তন পুলিশ কমিশনার অনুজ শর্মা । নির্বাচনের মডেল কোড অফ কন্ডাক্ট চলাকালীন তাঁকে পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে ADG(ইনটেলিজেন্স) ব্রাঞ্চের পদে নিয়োগ করেছিল কমিশন ।

একই সঙ্গে বিধাননগর পুলিশ কমিশনার পদেও ফিরলেন জ্ঞানবন্ত সিং । পুরোনো পদে ফিরলেন বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং-ও । দেবেন্দ্র প্রতাপ সিং-কে নিয়োগ করা হল ব্যারাকপুরের পুলিশ কমিশনার পদে ।

কলকাতা, 26 মে : পদে ফিরলেন প্রাক্তন পুলিশ কমিশনার অনুজ শর্মা । নির্বাচনের মডেল কোড অফ কন্ডাক্ট চলাকালীন তাঁকে পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে ADG(ইনটেলিজেন্স) ব্রাঞ্চের পদে নিয়োগ করেছিল কমিশন ।

একই সঙ্গে বিধাননগর পুলিশ কমিশনার পদেও ফিরলেন জ্ঞানবন্ত সিং । পুরোনো পদে ফিরলেন বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং-ও । দেবেন্দ্র প্রতাপ সিং-কে নিয়োগ করা হল ব্যারাকপুরের পুলিশ কমিশনার পদে ।

Intro:কলকাতা, ২৪ মে: অবশেষে পৃথিবী ভারতের খবর সীলমোহর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের। বুদ্ধগয়া বিস্ফোরণের পরেই ইটিভি ভারত প্রথম বলেছিল, ভারতে জন্ম নিয়েছে নতুন এক জঙ্গি সংগঠন। জামাতুল মুজাহিদিন ইন্ডিয়া বা জামাতুল মুজাহিদিন হিন্দুস্থান। যে সংগঠনের শীর্ষ নেতা বোমারু মিজান। আজ জামাতুল মুজাহিদিন ইন্ডিয়া কে নিষিদ্ধ করল ভারত সরকার। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ এ ইতিমধ্যেই জারি করা হয়েছে গেজেট নোটিফিকেশন।
Body:বোমারু মিজান ওরফে কওসর এই মুহূর্তে রয়েছে প্রেসিডেন্সি জেলে। NIA তাকে বহু খোঁজখবর চালানোর পর গত অগাস্ট মাসে কর্নাটকের রামাগাড়া থেকে ধরা পড়ে কওসর। তখন সে মনিরুল ছদ্মনামে ছিল। NIA জানতে পারে সে আর কেউ নয় জাইদুল ইসলাম ওরফে বোমারু মিজান। সে ভারতে কাজ করছিল জামাতুল মুজাহিদিন ইন্ডিয়া(JMI)-র প্রধান হিসাবে। যদিও ভারতে তার ছদ্মনাম কওসর। Conclusion:জামাতুল মুজাহিদিন প্রধান সালাউদ্দিন বিস্ফোরক বিশেষজ্ঞ মিজানকে দায়িত্ব দিয়েছিল সংগঠনের ভারতীয় শাখার। কর্নাটকের কোলারের একটি টেকনোলজি ইন্সটিটিউটে চাকরি নিয়ে গোপনে চালিয়ে যাচ্ছিল সংগঠনের মডিউল তৈরির কাজ। কিন্তু শেষ রক্ষা হয়নি। NIA-এর হাতে ধরা পড়ে সে। তার গ্রেপ্তারির খবর পেয়েই তৎপর হয় কলকাতা পুলিশের STF। সেই সূত্রেই তাকে আনা হয় কলকাতায়। এই মুহূর্তে সারা ভারতের প্রায় সবকটি গোয়েন্দা সংস্থা খোঁজ চালাচ্ছে সালাউদ্দিনের। সূত্র জানাচ্ছে, জামাতুল মুজাহিদিন ইন্ডিয়া পশ্চিমবঙ্গ অসম এবং ত্রিপুরায় তৈরি করে ফেলেছে বেশ কিছু মডিউল। সেই খবর ছিল স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে। সৈকত তাই আজ তাদের নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার।
Last Updated : May 26, 2019, 8:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.