কলকাতা, 26 মে : পদে ফিরলেন প্রাক্তন পুলিশ কমিশনার অনুজ শর্মা । নির্বাচনের মডেল কোড অফ কন্ডাক্ট চলাকালীন তাঁকে পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে ADG(ইনটেলিজেন্স) ব্রাঞ্চের পদে নিয়োগ করেছিল কমিশন ।
একই সঙ্গে বিধাননগর পুলিশ কমিশনার পদেও ফিরলেন জ্ঞানবন্ত সিং । পুরোনো পদে ফিরলেন বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং-ও । দেবেন্দ্র প্রতাপ সিং-কে নিয়োগ করা হল ব্যারাকপুরের পুলিশ কমিশনার পদে ।