ETV Bharat / briefs

মুম্বইয়ে ছেঁড়া 10 টাকার নোট নিয়ে বচসা, খুন - Mumbai

ঘটনার পর পালিয়ে যায় অভিযুক্ত সোনিলাল । গতকাল তাকে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে গ্রেপ্তার করা হয় । তাকে আদালতে পেশ করা হলে বিচারক 29 জুন পর্যন্ত পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন ।

মুম্বইয়ে ছেঁড়া 10 টাকার নোট নিয়ে বচসা, খুন
author img

By

Published : Jun 26, 2019, 8:08 PM IST

দাদার, 26 জুন : 10 টাকার ছেঁড়া নোট দেওয়ায় সবজি বিক্রেতার হাতে খুন হল এক ব্যক্তি । মুম্বইয়ের দাদার এলাকার ঘটনা । অভিযুক্ত যুবকের নাম সোনিলাল সুখদেব মাহাত (25) । তাকে গ্রেপ্তার করা হয়েছে ।

সোমবার সন্ধ্যায় হানিফ মহম্মদ আসলাম সিদ্দিকি (35) নামে এক ব্যক্তি দাদারে সবজি কিনতে গেছিলেন । সোনিলালের দোকান থেকে তিনি সবজি কেনেন । সবজি কেনার পর হানিফ একটি 10 টাকার ছেঁড়া নোট সোনিলালকে দেন । তবে নোটটি সে নিতে চায়নি । ছেঁড়া নোট নিয়ে দুজনের মধ্যেই বচসা শুরু হয় । বচসা চরমে উঠলে সোনিলাল একটি ছুরি দিয়ে হানিফকে আঘাত করে । ছুরির আঘাতে তাঁর বুকে ও কানে গুরুতর চোট লাগে ।

জখম অবস্থায় হানিফকে মুম্বইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁর মৃত্যু হয় । ঘটনার পর পালিয়ে যায় অভিযুক্ত সোনিলাল । গতকাল তাকে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে গ্রেপ্তার করা হয় । তাকে আদালতে পেশ করা হলে বিচারক 29 জুন পর্যন্ত পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন ।

দাদার, 26 জুন : 10 টাকার ছেঁড়া নোট দেওয়ায় সবজি বিক্রেতার হাতে খুন হল এক ব্যক্তি । মুম্বইয়ের দাদার এলাকার ঘটনা । অভিযুক্ত যুবকের নাম সোনিলাল সুখদেব মাহাত (25) । তাকে গ্রেপ্তার করা হয়েছে ।

সোমবার সন্ধ্যায় হানিফ মহম্মদ আসলাম সিদ্দিকি (35) নামে এক ব্যক্তি দাদারে সবজি কিনতে গেছিলেন । সোনিলালের দোকান থেকে তিনি সবজি কেনেন । সবজি কেনার পর হানিফ একটি 10 টাকার ছেঁড়া নোট সোনিলালকে দেন । তবে নোটটি সে নিতে চায়নি । ছেঁড়া নোট নিয়ে দুজনের মধ্যেই বচসা শুরু হয় । বচসা চরমে উঠলে সোনিলাল একটি ছুরি দিয়ে হানিফকে আঘাত করে । ছুরির আঘাতে তাঁর বুকে ও কানে গুরুতর চোট লাগে ।

জখম অবস্থায় হানিফকে মুম্বইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁর মৃত্যু হয় । ঘটনার পর পালিয়ে যায় অভিযুক্ত সোনিলাল । গতকাল তাকে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে গ্রেপ্তার করা হয় । তাকে আদালতে পেশ করা হলে বিচারক 29 জুন পর্যন্ত পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন ।



New Delhi, June 26 (ANI): Korean pop band BTS'feature film 'Bring the Soul: The Movie'is getting a global release on August 7. This comes after the release of the band's last film 'Love Yourself in Seoul'. The upcoming feature follows the band's final days of their tour 'Love Yourself'in Europe and is expected to be alike the theme of 2018's 'Burn the Stage: The Movie', which featured a mix of the band's live performances, some candid clips and interviews. The filmmakers have promised that the new film will have the band members- Jungkook, RM, Jin, Suga, J-Hope, Jimin and V sharing some never-before-heard tales. K-pop band's last release earned USD 18.5 million at the box office. BTS completed six years in the industry after their debut in 2013 on June 13. The 2019 BTS Festa, an annual celebration to mark each year anniversary of the group ended recently on June 14.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.