মালদা, 23 এপ্রিল : দুপুরের কাজকর্ম সেরে বুথে এসেছিলেন ভোট দিতে। কিন্তু বুথে এসে জানতে পারলেন, তাঁর ভোট দেওয়া হয়ে গেছে ৷ হাতে কালি নেই, তাহলে ভোট দিলেন কীভাবে ? বুথের প্রিজ়াইডিং অফিসারকে প্রশ্ন করেন অপর্ণা দাস ৷ তিনি বলেন, "আমি বারবার প্রিজ়াইডিং অফিসারকে বলি, আমি ভোট দিইনি ৷ হাতে কালি নেই ৷ অথচ প্রিজ়াইডিং অফিসার বলেন, ভোট হয়ে গেছে ৷ আমি আর ভোট দিতে পারব না ৷" অপর্ণাদেবীর ঘটনা জানতে পেরে অ্যাপসের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে BJP ৷ তাদের অভিযোগ তৃণমূল এই কাজ করেছে ৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব ৷ ঘটনাটি মালদা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১৬৩ নম্বর বুথের ৷
পুরাতন মালদার রসিলাদহ এলাকায় ১৬৩ নম্বর বুথ ৷ এই বিষয়ে, পুরাতন মালদা ব্লকের BJP সম্পাদক অমিতকুমার হালদার বলেন, "ওই মহিলা বিকেলের দিকে বুথে ভোট দিতে যান ৷ তাঁর কাছে ভোটার কার্ড ও স্লিপ দুইই ছিল ৷ কিন্তু প্রিজ়াইডিং অফিসার তাঁকে জানান, তাঁর ভোট দেওয়া হয়ে গেছে ৷ আমাদের মনে হয় ওই বুথে ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে ৷ এলাকার তৃণমূল নেতা মামুন সেখানে ছাপ্পা ভোট দিচ্ছে ৷ গোটা বিষয়টি নিয়ে আমরা নির্বাচন কমিশনে অ্যাপস মারফত অভিযোগ জানিয়েছি ৷ অভিযোগ জানানো হয়েছে সেক্টর অফিসারকেও ৷"
যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন স্থানীয় তৃণমূল নেতা মহম্মদ জাফিরুল ইসলাম ৷ তাঁর বক্তব্য, সকাল থেকে সমস্ত দলের এমন কী নির্দল প্রার্থীর পোলিং এজেন্টরাও ওই বুথে ছিলেন ৷ তাঁরা সবাইকে সহযোগিতা করেছেন ৷ এখন হেরে যাওয়ার ভয়ে এই ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে ৷