রায়গঞ্জ, 9 জুলাই : সামান্য পাড়ার গন্ডগোলের জেরে রায়গঞ্জ পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অভিজিৎ সাহাকে মারধরের অভিযোগ উঠল BJP নেতা প্রদীপ সরকারের বিরুদ্ধে। কাউন্সিলরের জামা কাপড় ছিঁড়ে ব্যাপক মারধরের পাশাপাশি তার গলায় থাকা সোনার হার পর্যন্ত ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ওই BJP নেতার বিরুদ্ধে। সমস্ত বিষয়ে জানিয়ে রায়গঞ্জ থানায় কাউন্সিলর অভিজিৎ সাহা লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যে বলেই দাবি করেছেন প্রদীপবাবু। তার পালটা অভিযোগ বাড়িতে চড়াও হয়ে তৃণমূলের কাউন্সিলর এবং তার সাঙ্গপাঙ্গরা তার ওপর হামলা চালিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
জানা গিয়েছে, BJP নেতা প্রদীপ সরকারের বাড়ির পাশে ফাঁকা মাঠে এলাকার কিছু যুবক কেরাম খেলার ব্যবস্থা করেছিল। বেশ কিছুদিন ধরেই এলাকাতে স্থানীয় যুবকরা সন্ধ্যেবেলায় খেলাধুলা করত বলে জানা গিয়েছে। স্থানীয়দের অভিযোগ BJP নেতা প্রদীপ সরকারের ব্যবহৃত নিজস্ব গাড়ি এলাকায় রাখা নিয়ে ওই যুবকদের সঙ্গে সামান্য বচসা হয়। বিষয়টি নিয়ে কাউন্সিলর অভিজিৎ সাহা সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথাবার্তা বলে বিষয়টি মিটিয়ে নেওয়ার কথা বলেন। তৃণমূল কাউন্সিলরের অভিযোগ গতকাল রাতে প্রদীপ বাবুর বাড়ি যেতেই সেখানে আগে থেকে জমায়েত করে থাকা কিছু বহিরাগতরা তার ওপর হামলা চালায়। তাকে মারধর করা হয় ,জামা কাপড় ছিঁড়ে দিয়ে সোনার চেন ছিনতাই করে নেওয়া হয়। তার সঙ্গে থাকা অন্যান্য সঙ্গীরা কিছু বুঝে ওঠার আগেই বহিরাগতরা এলাকা ছেড়ে দেয়। এরপরই তিনি রায়গঞ্জ থানায় বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও প্রদীপ বাবুর দাবি শুধুমাত্র BJP দলের সঙ্গে যুক্ত থাকার কারণেই এই ঘটনা ঘটানো হয়েছে। তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা।
নিজের ওপর হামলা চালানোর বিষয়ে বলতে গিয়ে অভিজিৎ বাবু বলেন ,"সামান্য একটি পাড়ার গণ্ডগোল কথাবার্তা বলে মিটিয়ে ফেলার চেষ্টা করেছিলাম। কিন্তু BJP দলের সঙ্গে যুক্ত থাকা প্রদীপবাবু লোকদের দিয়ে আচমকা আমার ওপর হামলা চালায়। জামা কাপড় ছিঁড়ে দেয় এবং সোনার হার ছিনতাই করে নেয়। অভিজিৎ বাবু প্রদীপবাবুর বিরুদ্ধে আরও অভিযোগ করে বলেন, এর আগেও প্রদীপবাবু এলাকার ছোটো ছোটো ছেলেদের সঙ্গে একই ভাবে ঝগড়াঝাটি-ঝামেলা করেছেন। আমাকে BJP পার্টি অফিস থেকে রীতিমতো ফোনে হুমকি দেওয়া হয়েছে। ঘটনার বিবরণ জানিয়ে আমি রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। বিষয়টিতে প্রশাসনের হস্তক্ষেপ চাইছি।'
অন্যদিকে প্রদীপ বাবু বলেন ,"আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যে।ওই তৃণমূল কাউন্সিলর এবং তার সাঙ্গপাঙ্গরা এসে পালটা আমার বাড়িতে হামলা চালিয়েছে। যার জেরে আমি যথেষ্ট আতঙ্কিত রয়েছি। BJP দলের সঙ্গে যুক্ত থাকার কারণেই আমাকে বারবার বিভিন্ন উপায়ে হুমকি দেওয়া হয়। তবে আমি দল ছেড়ে অন্য কোনও দলে কোনওভাবেই যাব না।"