ETV Bharat / briefs

চারদলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক রাজ্যপালের - Partha Chatterjee

সূত্রের খবর, রাজ্যপাল শান্তি-সম্প্রীতি বজায় রাখার আবেদন করেছেন । সেখানে রাজ্যে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় ।

কেশরীনাথ ত্রিপাঠী
author img

By

Published : Jun 13, 2019, 5:48 PM IST

কলকাতা, 13 জুন : বৃহস্পতিবার বিকেলে রাজভবনে চারদলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । রাজ্যে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছিল ।

বৈঠকে ছিলেন কংগ্রেসের সোমেন মিত্র, BJP-র জয়প্রকাশ মজুমদার, তৃণমূল কংগ্রেসের পার্থ চট্টোপাধ্যায় ও CPI(M)-এর মহম্মদ সেলিম ।

সূত্রে জানা গেছে, রাজ্যপাল শান্তি-সম্প্রীতি বজায় রাখার চারদলের প্রতিনিধিদের কাছে আবেদন রেখেছেন ।

কলকাতা, 13 জুন : বৃহস্পতিবার বিকেলে রাজভবনে চারদলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । রাজ্যে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছিল ।

বৈঠকে ছিলেন কংগ্রেসের সোমেন মিত্র, BJP-র জয়প্রকাশ মজুমদার, তৃণমূল কংগ্রেসের পার্থ চট্টোপাধ্যায় ও CPI(M)-এর মহম্মদ সেলিম ।

সূত্রে জানা গেছে, রাজ্যপাল শান্তি-সম্প্রীতি বজায় রাখার চারদলের প্রতিনিধিদের কাছে আবেদন রেখেছেন ।


Chennai, June 13 (ANI): Asian Powerlifting Championship gold medallist Arthi Arun has expressed indignation over not being recognised in her own land for her achievements. She is a dental surgeon by profession and a mother of two. She wants that every sport should be supported equally. While speaking to ANI on this matter, gold medallist of Asian Powerlifting Championship Arthi Arun said, "I haven't received any kind of support from any Sports Authority. I have submitted a letter but did not receive any reply. All I am asking is for an appreciation letter. Is that too much to ask?" "I am waiting for sponsors, till now no one approached me. I don't know why people ask me this question 'You are a doctor why do you need a sponsor?' Do you ask that to a cricketer? Sportspersons should be encouraged by giving sponsors so that they can concentrate on game and not financial burden," Arun added.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.