হায়দরাবাদ, 15 মে : এয়ার ইন্ডিয়ার এক কমান্ডারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুললেন সংস্থার এক সিনিয়র মহিলা পাইলট । এয়ার ইন্ডিয়ার তরফে তদন্ত শুরু হয়েছে ।
5 মে হায়দরাবাদে অভিযুক্ত কমান্ডারের অধীনে একটি ট্রেনিংয়ে অংশ নিয়েছিলেন ওই মহিলা পাইলট । নিজের অভিযোগপত্রে মহিলা জানান, ট্রেনিংয়ের পর কমান্ডার তাঁকে ডিনারে যাওয়ার প্রস্তাব দেয় । আগেও বেশ কয়েকবার দু'জনে একসঙ্গে বিমান উড়িয়েছিলেন। তাই সেই প্রস্তাবে সম্মত হন মহিলা । রাত আটটা নাগাদ একটি রেস্তরাঁয় যান তাঁরা।
মহিলার অভিযোগ, " নিজের বৈবাহিক জীবনে কমান্ডার কতটা অসুখী ও অবসাদগ্রস্ত তা বলতে শুরু করে । দূরে থেকেও স্বামীর সঙ্গে আমি কীভাবে মানিয়ে চলছি ও আমার প্রতিদিন যৌন সম্পর্ক স্থাপনের প্রয়োজন হয় কি না, তা জিজ্ঞাসা করে । আমি হস্তমৈথুন করেছি কি না তা জানতে চায় । আমি জানাই এই বিষয়গুলি নিয়ে আমি কথা বলতে চাই না । তারপর আমি ক্যাবে সেখান থেকে চলে যাই। " সেদিনই মহিলা অভিযোগ দায়ের করেন । মহিলার বক্তব্য, তাঁর দিক থেকে কোনওরকম প্ররোচনা ছাড়াই পুরো ঘটনাটি হয়েছে । ঘটনার জেরে তিনি বিস্মিত, ভীত ও অপমানিত ।
মহিলার অভিযোগ, বিষয়টি সেখানেই শেষ হয়নি । তারপরও ওই কমান্ডার তাঁকে বারবার দেখা করতে বলে মেসেজ করে । তাতে সাড়া না দেওয়া মহিলার রুমে আসার হুমকি দেয় ওই কমান্ডার । তখন অভিযুক্তকে মেসেজ করে মহিলা জানান, তিনি তার ব্যবহারে অস্বস্তি বোধ করেছেন ।
মহিলার অভিযোগের ভিত্তিতে এয়ার ইন্ডিয়া তদন্ত শুরু করেছে । আজ বিমান সংস্থার তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়, "একজন মহিলার পাইলটের থেকে অভিযোগ পাওয়ার এক সিনিয়র কমান্ডারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এয়ার ইন্ডিয়া । "