ETV Bharat / briefs

কমান্ডারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ মহিলা পাইলটের - molestation

মহিলা পাইলটের অভিযোগ, এক কমান্ডার তাঁকে যৌন হেনস্থা করেছে ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : May 15, 2019, 8:44 PM IST

হায়দরাবাদ, 15 মে : এয়ার ইন্ডিয়ার এক কমান্ডারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুললেন সংস্থার এক সিনিয়র মহিলা পাইলট । এয়ার ইন্ডিয়ার তরফে তদন্ত শুরু হয়েছে ।

5 মে হায়দরাবাদে অভিযুক্ত কমান্ডারের অধীনে একটি ট্রেনিংয়ে অংশ নিয়েছিলেন ওই মহিলা পাইলট । নিজের অভিযোগপত্রে মহিলা জানান, ট্রেনিংয়ের পর কমান্ডার তাঁকে ডিনারে যাওয়ার প্রস্তাব দেয় । আগেও বেশ কয়েকবার দু'জনে একসঙ্গে বিমান উড়িয়েছিলেন। তাই সেই প্রস্তাবে সম্মত হন মহিলা । রাত আটটা নাগাদ একটি রেস্তরাঁয় যান তাঁরা।

মহিলার অভিযোগ, " নিজের বৈবাহিক জীবনে কমান্ডার কতটা অসুখী ও অবসাদগ্রস্ত তা বলতে শুরু করে । দূরে থেকেও স্বামীর সঙ্গে আমি কীভাবে মানিয়ে চলছি ও আমার প্রতিদিন যৌন সম্পর্ক স্থাপনের প্রয়োজন হয় কি না, তা জিজ্ঞাসা করে । আমি হস্তমৈথুন করেছি কি না তা জানতে চায় । আমি জানাই এই বিষয়গুলি নিয়ে আমি কথা বলতে চাই না । তারপর আমি ক্যাবে সেখান থেকে চলে যাই। " সেদিনই মহিলা অভিযোগ দায়ের করেন । মহিলার বক্তব্য, তাঁর দিক থেকে কোনওরকম প্ররোচনা ছাড়াই পুরো ঘটনাটি হয়েছে । ঘটনার জেরে তিনি বিস্মিত, ভীত ও অপমানিত ।

মহিলার অভিযোগ, বিষয়টি সেখানেই শেষ হয়নি । তারপরও ওই কমান্ডার তাঁকে বারবার দেখা করতে বলে মেসেজ করে । তাতে সাড়া না দেওয়া মহিলার রুমে আসার হুমকি দেয় ওই কমান্ডার । তখন অভিযুক্তকে মেসেজ করে মহিলা জানান, তিনি তার ব্যবহারে অস্বস্তি বোধ করেছেন ।

মহিলার অভিযোগের ভিত্তিতে এয়ার ইন্ডিয়া তদন্ত শুরু করেছে । আজ বিমান সংস্থার তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়, "একজন মহিলার পাইলটের থেকে অভিযোগ পাওয়ার এক সিনিয়র কমান্ডারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এয়ার ইন্ডিয়া । "

হায়দরাবাদ, 15 মে : এয়ার ইন্ডিয়ার এক কমান্ডারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুললেন সংস্থার এক সিনিয়র মহিলা পাইলট । এয়ার ইন্ডিয়ার তরফে তদন্ত শুরু হয়েছে ।

5 মে হায়দরাবাদে অভিযুক্ত কমান্ডারের অধীনে একটি ট্রেনিংয়ে অংশ নিয়েছিলেন ওই মহিলা পাইলট । নিজের অভিযোগপত্রে মহিলা জানান, ট্রেনিংয়ের পর কমান্ডার তাঁকে ডিনারে যাওয়ার প্রস্তাব দেয় । আগেও বেশ কয়েকবার দু'জনে একসঙ্গে বিমান উড়িয়েছিলেন। তাই সেই প্রস্তাবে সম্মত হন মহিলা । রাত আটটা নাগাদ একটি রেস্তরাঁয় যান তাঁরা।

মহিলার অভিযোগ, " নিজের বৈবাহিক জীবনে কমান্ডার কতটা অসুখী ও অবসাদগ্রস্ত তা বলতে শুরু করে । দূরে থেকেও স্বামীর সঙ্গে আমি কীভাবে মানিয়ে চলছি ও আমার প্রতিদিন যৌন সম্পর্ক স্থাপনের প্রয়োজন হয় কি না, তা জিজ্ঞাসা করে । আমি হস্তমৈথুন করেছি কি না তা জানতে চায় । আমি জানাই এই বিষয়গুলি নিয়ে আমি কথা বলতে চাই না । তারপর আমি ক্যাবে সেখান থেকে চলে যাই। " সেদিনই মহিলা অভিযোগ দায়ের করেন । মহিলার বক্তব্য, তাঁর দিক থেকে কোনওরকম প্ররোচনা ছাড়াই পুরো ঘটনাটি হয়েছে । ঘটনার জেরে তিনি বিস্মিত, ভীত ও অপমানিত ।

মহিলার অভিযোগ, বিষয়টি সেখানেই শেষ হয়নি । তারপরও ওই কমান্ডার তাঁকে বারবার দেখা করতে বলে মেসেজ করে । তাতে সাড়া না দেওয়া মহিলার রুমে আসার হুমকি দেয় ওই কমান্ডার । তখন অভিযুক্তকে মেসেজ করে মহিলা জানান, তিনি তার ব্যবহারে অস্বস্তি বোধ করেছেন ।

মহিলার অভিযোগের ভিত্তিতে এয়ার ইন্ডিয়া তদন্ত শুরু করেছে । আজ বিমান সংস্থার তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়, "একজন মহিলার পাইলটের থেকে অভিযোগ পাওয়ার এক সিনিয়র কমান্ডারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এয়ার ইন্ডিয়া । "


Kolkata, May 15 (ANI): Union Petroleum and Natural Gas Minister Dharmendra Pradhan slammed West Bengal Chief Minister Mamata Banerjee over the violence that took place during Bharatiya Janata Party (BJP) president Amit Shah's roadshow. Pradhan said, "Is Mamata Banerjee a dictator? Is she Hitler? What does Mamata didi thinks of herself? Bengal that is India's treasure, is it their property?"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.