ETV Bharat / briefs

তিস্তা তোর্ষা এক্সপ্রেসের রুট বদলের প্রতিবাদে বিক্ষোভ

author img

By

Published : Oct 12, 2020, 4:36 PM IST

সোমবার দুপুর বারোটায় আলিপুদুয়ারের গোটা ছয়েক স্বেচ্ছাসেবী সংগঠন একত্রে নিউ আলিপুদুয়ার স্টেশনে বিক্ষোভ আন্দোলন শুরু করে । বিক্ষোভকারীরা ষ্টেশনে প্রবেশ করে স্লোগান দিতে শুরু করে ।

Alipurduar station
Alipurduar station

আলিপুদুয়ার, 11 অক্টোবর : নিউ আলিপুদুয়ার থেকে তিস্তা তোর্ষা ট্রেন কোচবিহারে সরিয়ে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নিউ আলিপুদুয়ার স্টেশনে বিক্ষোভ দেখাল আলিপুদুয়ারের একাধিক সংগঠন । যদিও রেলের ওরফে জানানো হয়েছে, রেলের আলিপুদুয়ার ডিভিশন এমন কোনও সিদ্ধান্ত নেয়নি ।

সোমবার দুপুর বারোটায় আলিপুদুয়ারের গোটা ছয়েক স্বেচ্ছাসেবী সংগঠন একত্রে নিউ আলিপুদুয়ার স্টেশনে বিক্ষোভ আন্দোলন শুরু করে । বিক্ষোভকারীরা স্টেশনে প্রবেশ করে স্লোগান দিতে শুরু করে । তিস্তা তোর্ষা ট্রেনটিকে আলিপুদুয়ারের পরিবর্তে কোচবিহার থেকে চালানোর বিরোধিতা শুরু করেন তাঁরা । টানা একঘন্টা নিউআলিপুদুয়ার রেল স্টেশনের 1 নম্বর প্লাটফর্মেই বিক্ষোভ প্রদর্শন করে । বিক্ষোভকারীদের তরফে আলিপুদুয়ার চেম্বার অফ কমার্সের সম্পাদক প্রসেনজিৎ দে বলেন, "এই তিস্তা তোর্ষা ট্রেন আলিপুদুয়ারের ঐতিহ্যবাহী ট্রেন । আলিপুরদুয়ারের মানুষের আবেগ জড়িয়ে আছে এই ট্রেনের সঙ্গে । দেশ বিদেশের মানুষ তিস্তা তোর্ষা ট্রেন বলতেই আলিপুদুয়ারকে চেনে । এছাড়া আমাদের প্রতিবেশী দেশ ভুটান এবং পার্শ্ববর্তী রাজ্য অসমের প্রচুর মানুষ এই ট্রেনের উপর নীর্ভরশীল । এই ট্রেন সরিয়ে নিলে জেলাবাসী এবং প্রতিবেশী দেশ ভুটান ও অসম রাজ্যের অগণিত মানুষ বঞ্চিত হবেন । তাই আমরা কোন ভাবেই এই ট্রেনকে আলিপুদুয়ার থেকে অন্যত্র সরিয়ে নিতে দেব না ।"

আলিপুদুয়ার অভিভাবক মঞ্চের সম্পাদক ল্যারি বোস বলেন, " কিছুদিন আগে আমরা জানতে পারলাম ট্রেনটি নম্বর পরিবর্তন করে পুজো স্পেশাল হিসেবে নিউ কোচবিহার থেকে চালানোর পরিকল্পনা নিয়েছে রেল । আমরা এর প্রতিবাদ জানাই । এই ট্রেন আলিপুদুয়ারের লাইফ লাইন হিসেবে পরিচিত । আমরা আজ স্মারকলিপি দেব । যদি এই সিদ্ধান্ত রেল পরিবর্তন না করে তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে ।" নিউ আলিপুদুয়ার স্টেশনে মাস্টার সুনীল দত্ত বলেন, " আমাদের কাছে এমন কোন খবর নেই । এই বিষয়ে কোনও নির্দেশ আসেনি ।"

আলিপুদুয়ার, 11 অক্টোবর : নিউ আলিপুদুয়ার থেকে তিস্তা তোর্ষা ট্রেন কোচবিহারে সরিয়ে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নিউ আলিপুদুয়ার স্টেশনে বিক্ষোভ দেখাল আলিপুদুয়ারের একাধিক সংগঠন । যদিও রেলের ওরফে জানানো হয়েছে, রেলের আলিপুদুয়ার ডিভিশন এমন কোনও সিদ্ধান্ত নেয়নি ।

সোমবার দুপুর বারোটায় আলিপুদুয়ারের গোটা ছয়েক স্বেচ্ছাসেবী সংগঠন একত্রে নিউ আলিপুদুয়ার স্টেশনে বিক্ষোভ আন্দোলন শুরু করে । বিক্ষোভকারীরা স্টেশনে প্রবেশ করে স্লোগান দিতে শুরু করে । তিস্তা তোর্ষা ট্রেনটিকে আলিপুদুয়ারের পরিবর্তে কোচবিহার থেকে চালানোর বিরোধিতা শুরু করেন তাঁরা । টানা একঘন্টা নিউআলিপুদুয়ার রেল স্টেশনের 1 নম্বর প্লাটফর্মেই বিক্ষোভ প্রদর্শন করে । বিক্ষোভকারীদের তরফে আলিপুদুয়ার চেম্বার অফ কমার্সের সম্পাদক প্রসেনজিৎ দে বলেন, "এই তিস্তা তোর্ষা ট্রেন আলিপুদুয়ারের ঐতিহ্যবাহী ট্রেন । আলিপুরদুয়ারের মানুষের আবেগ জড়িয়ে আছে এই ট্রেনের সঙ্গে । দেশ বিদেশের মানুষ তিস্তা তোর্ষা ট্রেন বলতেই আলিপুদুয়ারকে চেনে । এছাড়া আমাদের প্রতিবেশী দেশ ভুটান এবং পার্শ্ববর্তী রাজ্য অসমের প্রচুর মানুষ এই ট্রেনের উপর নীর্ভরশীল । এই ট্রেন সরিয়ে নিলে জেলাবাসী এবং প্রতিবেশী দেশ ভুটান ও অসম রাজ্যের অগণিত মানুষ বঞ্চিত হবেন । তাই আমরা কোন ভাবেই এই ট্রেনকে আলিপুদুয়ার থেকে অন্যত্র সরিয়ে নিতে দেব না ।"

আলিপুদুয়ার অভিভাবক মঞ্চের সম্পাদক ল্যারি বোস বলেন, " কিছুদিন আগে আমরা জানতে পারলাম ট্রেনটি নম্বর পরিবর্তন করে পুজো স্পেশাল হিসেবে নিউ কোচবিহার থেকে চালানোর পরিকল্পনা নিয়েছে রেল । আমরা এর প্রতিবাদ জানাই । এই ট্রেন আলিপুদুয়ারের লাইফ লাইন হিসেবে পরিচিত । আমরা আজ স্মারকলিপি দেব । যদি এই সিদ্ধান্ত রেল পরিবর্তন না করে তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে ।" নিউ আলিপুদুয়ার স্টেশনে মাস্টার সুনীল দত্ত বলেন, " আমাদের কাছে এমন কোন খবর নেই । এই বিষয়ে কোনও নির্দেশ আসেনি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.