ETV Bharat / briefs

আটবছর পর পার্টিঅফিস পুনরুদ্ধার CPI(M)-এর - trinamul congress

বাম জমানা থেকে বারাসত দুই নম্বর ব্লকের কীর্তিপুরের এক নম্বর পঞ্চায়েত এলাকায় পার্টি অফিসটি CPI(M)-এর । দলীয় এই কার্যালয় থেকেই বারাসত দুই নম্বর ব্লকের কীর্তিপুরের এক ও দুই নম্বর পঞ্চায়েত, কেমিয়া খামারপাড়া, চণ্ডীগড় রোহন্ডা, ফলতি, বেলিয়াঘাটা ও দাদপুর এই সাতটি অঞ্চলের দলের কাজকর্ম পরিচালনা হত । কিন্তু, 2011 সালে রাজ্যে পট পরিবর্তন হ‌ওয়ার পরই CPI(M)-এর এই কার্যালয়টির দখল নিয়েছিলেন তৃণমূলের স্থানীয় নেতারা ।

ফাইল ফোটো
author img

By

Published : May 31, 2019, 11:15 PM IST

Updated : Jun 1, 2019, 12:00 AM IST

বারাসত, 31 মে: আট বছর পর নিজেদের পার্টি অফিসের পুনরায় দখল নিল CPI(M) । আজ বারাসত দুই নম্বর ব্লকের কীর্তিপুরের এক নম্বর পঞ্চায়েতের পার্টি অফিসটি পুনরুদ্ধার করে CPI(M) । তালাবন্ধ ওই পার্টি অফিসটি খুলে পুনরায় দখল নেয় স্থানীয় CPI(M) নেতৃত্ব । এতদিন ওই পার্টি অফিসটি তৃণমূল দখল করে রেখেছিল বলে অভিযোগ ।

বাম জমানা থেকে বারাসত দুই নম্বর ব্লকের কীর্তিপুরের এক নম্বর পঞ্চায়েত এলাকায় পার্টি অফিসটি CPI(M)-এর । দলীয় এই কার্যালয় থেকেই বারাসত দুই নম্বর ব্লকের কীর্তিপুরের এক ও দুই নম্বর পঞ্চায়েত, কেমিয়া খামারপাড়া, চণ্ডীগড় রোহন্ডা, ফলতি, বেলিয়াঘাটা ও দাদপুর এই সাতটি অঞ্চলের দলের কাজকর্ম পরিচালনা হত । কিন্তু, 2011 সালে রাজ্যে পট পরিবর্তন হ‌ওয়ার পরই CPI(M)-এর এই কার্যালয়টির দখল নিয়েছিলেন তৃণমূলের স্থানীয় নেতারা । অভিযোগ, পার্টি অফিসের দরজা জানালা ভেঙে ভিতরে ঢুকে CPI(M)-এর ফ্ল্যাগ, ফেস্টুন ছিঁড়ে দিয়ে রাতারাতি দখল করেছিল তৃণমূল । 2011 থেকে 2016 সাল পর্যন্ত CPI(M) এই কার্যালয়ে তৃণমূলের পতাকা ছিল। 2016 সালের বিধানসভা নির্বাচনের আগে ফের CPI(M)-এর লোকজন নিজেদের পার্টি অফিসের দখল নেয় । কিন্তু ভোটের পর ফের একই অবস্থা হয় । আবারও এই পার্টি অফিসটি তৃণমূলের দখলে চলে যায় । গত তিনবছর এই পার্টি অফিসেই বসতেন স্থানীয় তৃণমূল নেতারা । আজ কার্যালয় পুনরুদ্ধারের পর সকাল সন্ধ্যায় বসছেন স্থানীয় CPI(M) নেতৃত্ব। তৃণমূল নেতৃত্ব অবশ্য এতে বাধা দেয়নি বলেই খবর ।

CPI(M) নেতৃত্ব জানিয়েছে, লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পরেই তৃণমূলের শক্তিক্ষয় হয়েছে । আর সেই কারণে তারা সেভাবে বাধা দিতে সাহস পায়নি । বারাসত দুই নম্বর ব্লকের CPI(M)-এর পার্টি অফিস ও গণসংগঠনের অফিস মিলিয়ে এখনও 10 টি কার্যালয় CPI(M)-এর দখলে নেই । সবগুলোই দখলে রয়েছে তৃণমূলের । তবে 2019-এর লোকসভা নির্বাচনের ফলাফলটা অন্যরকম । তৃণমূলের ঘাড়ে এখন নিঃশ্বাস ফেলছে গেরুয়া শিবির । আর এতেই যেন পরিস্থিতির একটু বদল দেখা যাচ্ছে বলে মনে করছেন স্থানীয় CPI(M) নেতৃত্ব ।

বারাসত, 31 মে: আট বছর পর নিজেদের পার্টি অফিসের পুনরায় দখল নিল CPI(M) । আজ বারাসত দুই নম্বর ব্লকের কীর্তিপুরের এক নম্বর পঞ্চায়েতের পার্টি অফিসটি পুনরুদ্ধার করে CPI(M) । তালাবন্ধ ওই পার্টি অফিসটি খুলে পুনরায় দখল নেয় স্থানীয় CPI(M) নেতৃত্ব । এতদিন ওই পার্টি অফিসটি তৃণমূল দখল করে রেখেছিল বলে অভিযোগ ।

বাম জমানা থেকে বারাসত দুই নম্বর ব্লকের কীর্তিপুরের এক নম্বর পঞ্চায়েত এলাকায় পার্টি অফিসটি CPI(M)-এর । দলীয় এই কার্যালয় থেকেই বারাসত দুই নম্বর ব্লকের কীর্তিপুরের এক ও দুই নম্বর পঞ্চায়েত, কেমিয়া খামারপাড়া, চণ্ডীগড় রোহন্ডা, ফলতি, বেলিয়াঘাটা ও দাদপুর এই সাতটি অঞ্চলের দলের কাজকর্ম পরিচালনা হত । কিন্তু, 2011 সালে রাজ্যে পট পরিবর্তন হ‌ওয়ার পরই CPI(M)-এর এই কার্যালয়টির দখল নিয়েছিলেন তৃণমূলের স্থানীয় নেতারা । অভিযোগ, পার্টি অফিসের দরজা জানালা ভেঙে ভিতরে ঢুকে CPI(M)-এর ফ্ল্যাগ, ফেস্টুন ছিঁড়ে দিয়ে রাতারাতি দখল করেছিল তৃণমূল । 2011 থেকে 2016 সাল পর্যন্ত CPI(M) এই কার্যালয়ে তৃণমূলের পতাকা ছিল। 2016 সালের বিধানসভা নির্বাচনের আগে ফের CPI(M)-এর লোকজন নিজেদের পার্টি অফিসের দখল নেয় । কিন্তু ভোটের পর ফের একই অবস্থা হয় । আবারও এই পার্টি অফিসটি তৃণমূলের দখলে চলে যায় । গত তিনবছর এই পার্টি অফিসেই বসতেন স্থানীয় তৃণমূল নেতারা । আজ কার্যালয় পুনরুদ্ধারের পর সকাল সন্ধ্যায় বসছেন স্থানীয় CPI(M) নেতৃত্ব। তৃণমূল নেতৃত্ব অবশ্য এতে বাধা দেয়নি বলেই খবর ।

CPI(M) নেতৃত্ব জানিয়েছে, লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পরেই তৃণমূলের শক্তিক্ষয় হয়েছে । আর সেই কারণে তারা সেভাবে বাধা দিতে সাহস পায়নি । বারাসত দুই নম্বর ব্লকের CPI(M)-এর পার্টি অফিস ও গণসংগঠনের অফিস মিলিয়ে এখনও 10 টি কার্যালয় CPI(M)-এর দখলে নেই । সবগুলোই দখলে রয়েছে তৃণমূলের । তবে 2019-এর লোকসভা নির্বাচনের ফলাফলটা অন্যরকম । তৃণমূলের ঘাড়ে এখন নিঃশ্বাস ফেলছে গেরুয়া শিবির । আর এতেই যেন পরিস্থিতির একটু বদল দেখা যাচ্ছে বলে মনে করছেন স্থানীয় CPI(M) নেতৃত্ব ।

Last Updated : Jun 1, 2019, 12:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.