দুর্গাপুর, 6 অক্টোবর : উত্তরপ্রদেশের হাথরসের ঘটনার প্রতিবাদে, দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে এবং কৃষি বিলের (যা আইনে পরিণত হয়েছে) বিরোধিতায় পানাগড়ের রণডিহা মোড় থেকে প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস কর্মীরা ।
এদিন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী পানাগড়ের রণডিহা মোড় থেকে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক ও আদিবাসী সম্প্রদায়ের কৃষকদের নিয়ে মিছিল করেন । তবে মিছিলে সরকারি স্বাস্থ্য বিধি মানা হয়নি বলে অভিযোগ উঠেছে । মানা হয়নি সামাজিক দূরত্ব বিধি । অনেকে মাস্ক ছাড়াই মিছিলে যোগ দিয়েছিলেন ।
পানাগড়ের রণডিহা মোড় থেকে মিছিল শুরু হয়ে পানাগড় বাজার-সহ কাঁকসার বিভিন্ন এলাকা ঘুরে কাঁকসা BDO অফিসের সামনে মিছিল শেষ হয় । কাঁকসার জঙ্গল এলাকায় প্রায় 18 থেকে 20 টি গ্রামে আদিবাসী সম্প্রদায়ের মানুষের বাস । কৃষি বিলের বিরোধিতায় কয়েক হাজার আদিবাসী সম্প্রদায়ের কৃষকেরা আজ ধামসা, মাদল, তীর-ধনুক নিয়ে মিছিলে যোগ দেন ।